Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 12:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 যে সব নগরী এখন জনবহুল সেইগুলি ধ্বংস হয়ে যাবে, দেশ পরিণত হবে ঊষর মরুপ্রান্তরে। তখন তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 আর বসতিবিশিষ্ট নগরগুলো উৎসন্ন হবে ও দেশ ধ্বংসস্থান হবে; তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 লোকজন ভরা নগরগুলি ধ্বংসস্থান হয়ে থাকবে এবং জনশূন্য হবে। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।’ ”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 আর বসতিবিশিষ্ট নগর সকল উৎসন্ন ও দেশ ধ্বংসস্থান হইবে; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 তোমাদের শহরে এখন অনেকেই বাস করে, কিন্তু ঐসব শহর ধ্বংসপ্রাপ্ত হবে। তোমাদের সমস্ত দেশকেই ধ্বংস করা হবে। তখন তোমরা জানবে যে আমিই প্রভু।’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 আর বসতি বিশিষ্ট শহর সকল জনশূন্য ও দেশ ধ্বংসস্থান হবে; তাতে তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।”

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 12:20
23 ক্রস রেফারেন্স  

গোপন গুহা থেকে সিংহের মত আসছে সে, রওনা হয়ে গেছে জাতিবৃন্দের ধ্বংসকারী। সে আসছে যিহুদীয়াকে ধ্বংস করতে, তার শহর-নগর পরিণত হবে ধ্বংসস্তূপে, কেউ আর বাস করবে না সেখানে।


নগরদ্বার ভরে যাবে কান্না আর বিলাপে। নগরীর অবস্থা হবে ভূলুন্ঠিতা বিবসনা রমণীর মত।


অতএব অনুনয় করি, হে জগদীশ্বত, আমার মিনতি ও প্রার্থনায় কর্ণপাত কর। বিধ্বস্ত তোমার এই মন্দির আবার গড়ে তোল, লোকে জানুক তোমার মাহাত্ম্য, জানুক যে তুমিই প্রভু পরমেশ্বর।


তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আমি ঐ দেশ মরু প্রান্তরে পরিণত করব। —এই কথা সর্বাধিপতি প্রভু বলেন।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বলেন, বন থেকে দ্রাক্ষালতা নিয়ে এসে যেমন পোড়ানো হয় ঠিক তেমনই জেরুশালেমের অধিবাসীদের নিয়ে এসে


সিয়োন পর্বত পড়ে আছে পরিত্যক্ত জনহীন! সেই ভগ্নস্তূপে বন্য শৃগালের নিত্য বিচরণ।


বলতে বললেন, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর বলেছেন এই লোকদের এবং এই নগরীকে আমি এই পাত্রের মত ভেঙ্গে ফেলব, যা কোনদিন জোড়া লাগবে না। এমন কি তোফতেও লোকে তাদের মৃতদেহ কবর দেবে। কারণ তাদের কবর দেবার জন্য আর কোনও জায়গা থাকবে না।


আমি, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের ঈশ্বর তোমাকে যা বলব, সে কথা মন দিয়ে শুনবে। আমি আনন্দ ও উল্লাসধ্বনি এবং বিবাহ-উৎসবের স্ফূর্তি কোলাহল স্তব্ধ করে দেব। এখানকার লোক স্বচক্ষে এ সব ঘটনা প্রত্যক্ষ করবে।


নগরী আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভেঙ্গে পড়েছে নগর তোরণ।


চূর্ণ-বিচূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে থাকবে পৃথিবী। প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন।


আমি আদেশ দেব, তারা আবার ফিরে আসবে এই নগরীতে। তারা নগরী আক্রমণ করে অধিকার করবে এবং পুড়িয়ে দেবে সব। আমি যিহুদীয়া নগর-জনপদকে পরিত্যক্ত জনহীন মরুভূমি করে দেব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


তোমার চারিদিকে যে সব জাতি বাস করে তারা তোমায় দেখে উপহাস করবে আর তোমার কাছ থেকে দূরে দূরে থাকবে।


যখন আমি তাদের বিদেশে অন্যান্য জাতির মধ্যে ছড়িয়ে দেব, তখনই তারা বুঝবে যে, আমিই প্রভু পরমেশ্বর।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন,


তাই ভবিষ্যদ্বাণী কর এবং আমি সর্বাধিপতি প্রভু যা বলছি, ঘোষণা কর। যখন প্রতিবেশী জাতিগুলি ইসরায়েলের পর্বতসমূহ অধিকার করেছিল, পদদলিত করেছিল, তখন তারা সকলে ইসরায়েলকে অপমান করেছিল।


আমি তোমাদের নগরসমূহ ও মন্দিরগুলি ধ্বংস করব। তোমাদের সুরভি নৈবেদ্যের সৌরভ আমি আঘ্রাণ করব না।


তোমাদের আমি নানা জাতির মাঝে বিক্ষিপ্ত করব, উন্মুক্ত তরবারি তোমাদের পিছনে তাড়া করবে, ফলে তোমাদের দেশ হবে বিধ্বস্ত এবং তোমাদের নগরগুলি হবে ধ্বংসস্তূপে পরিণত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন