Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 12:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 তার সভাসদ্‌দের, তার মন্ত্রীদের ও দেহরক্ষীদের সবাইকে আমি চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে দেব। লোকেরা তাদের হত্যা করার জন্য খুঁজে বেড়াবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 আমি তার চারদিকে তার সহকারী সমস্ত লোকজন ও তার সমস্ত সৈন্যদলকে সমস্ত বায়ুর মুখে উড়িয়ে দেব এবং তাদের পিছনে তলোয়ার কোষমুক্ত করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 আমি তার চারিদিকে যারা আছে—তার কর্মচারী ও সৈন্যদল—তাদের সকলকে চারদিকে ছড়িয়ে দেব এবং খোলা তরোয়াল নিয়ে আমি তাদের তাড়া করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 আমি তাহার চারিদিকে তাহার সহকারী সমস্ত লোকজনকে ও তাহার সমস্ত সৈন্যদলকে সমুদয় বায়ুর মুখে উড়াইয়া দিব, এবং তাহাদের পশ্চাতে খড়্‌গ নিষ্কোষ করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 আমি রাজার লোকদের ইস্রায়েলের চারধারের অন্যান্য দেশগুলিতে থাকতে বাধ্য করব। আমি তার সৈন্যদের বাতাসে ছড়িয়ে দেব আর শত্রু সেনারা তাদের পেছনে ধাওয়া করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 আমি তার চারিদিকে তার সহকারী সব লোকজনকে ছড়িয়ে দেবো ও তার সব সৈন্যদেরকে এবং তাদের পেছনে তরোয়াল পাঠাব।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 12:14
10 ক্রস রেফারেন্স  

শহরের অবরোধ শেষ হলে একভাগ চুল শহরের মধ্যেই পুড়িয়ে ফেলবে। আর এক ভাগ চুল শহরের বাইরে ক্ষুর দিয়ে কুচিয়ে ফেলে দেবে এবং বাকী অংশ বাতাসের মুখে চারিদিকে উড়িয়ে দেবে। আমি সেগুলির পিছনে তরোয়াল নিয়ে ধাওয়া করব।


তার কুশলী নিপুণ যোদ্ধারা যুদ্ধে নিহত হবে এবং যারা বেঁচে যাবে, তারা চারিদিকে ছড়িয়ে পড়বে। তখনই সে বুঝবে যে, আমিই প্রভু পরমেশ্বর।


সর্বাধিপতি প্রভু এই কথা বলছেনঃ জেরুশালেমের মানুষ ও পশুকে একসাতে ধ্বংস করার জন্য আমি চারটি দণ্ড বিধান করেছি। তা হল যুদ্ধ, দুর্ভিক্ষ, হিংস্র জন্তু ও মহামারী।


অথবা আমি যদি সে দেশে যুদ্ধ ঘটাই এবং সেখানকার মানুষ ও পশুকে একইভাবে সবংশে নিধন করা জন্য মারাত্মক বিধ্বংসী অস্ত্রশস্ত্র পাঠাই,


সুতরাং মনে রেখ, যে দেশে গিয়ে তোমরা বসবাস করতে চাইছ, সেই দেশে যুদ্ধ বা দুর্ভিক্ষ অথবা মহামারীতে তোমাদের মৃত্যু হবেই।


তাহলে যে যুদ্ধকে তোমরা ভয় কর, সেই যুদ্ধই তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে এবং যে অনাহার ও ক্ষুধার ভয়ে তোমরা আতঙ্কিত, সেই অনাহার তোমাদের পায়ে পায়ে চলবে। মিশরেই হবে তোমাদের মৃত্যু।


তোমাদের আমি নানা জাতির মাঝে বিক্ষিপ্ত করব, উন্মুক্ত তরবারি তোমাদের পিছনে তাড়া করবে, ফলে তোমাদের দেশ হবে বিধ্বস্ত এবং তোমাদের নগরগুলি হবে ধ্বংসস্তূপে পরিণত।


নিয়ে যাও ওদের উট আর যত পশুর পাল! দূরে ভিনদেশীদের মাঝে ওদের আমি ছড়িয়ে দেব এবং চতুর্দিক থেকে আমি ওদের উপরে বিপর্যয় আনব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন