যিহিষ্কেল 11:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)11-12 তোমরা আমার বিধি-বিধান ও অনুশাসন অমান্য করে প্রতিবেশী জাতিগুলির ক্রিয়াকলাপ ও বিধি-বিধান পালন করছ। সেইজন্য ইসরায়েল দেশের যেখানেই তোমরা যাও না কের, আমার হাত থেকে তোমাদের রেহাই নেই। আমি তোমাদের শাস্তি দেবই। রান্নার হাঁড়ির মধ্যে মাংস যেমন সুরক্ষিত থাকে, এই নগরী সেইভাবে তোমাদের রক্ষা করবে না। তখনই তোমরা বুঝবে আমিই সেই প্রভু পরমেশ্বর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 এই নগর তোমাদের জন্য হাঁড়ি হবে না এবং তোমরা এর মধ্যস্থিত মাংস হবে না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 এই নগর তোমাদের জন্য হাঁড়ি হবে না, আর তোমরা তার মধ্যেকার মাংস হবে না; ইস্রায়েলের সীমানায় আমি তোমাদের বিচার করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 এই [নগর] তোমাদের জন্য হাঁড়ী হইবে না, এবং তোমরা ইহার মধ্যস্থিত মাংস হইবে না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 হ্যাঁ, এই জায়গা রান্নার পাত্র হয়ে উঠবে না। আর তোমরা তার মধ্যে পাক করা মাংস হবে না। আমি এই ইস্রায়েলের সীমাতেই তোমাদের শাস্তি দেব। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 এই শহর তোমাদের জন্য রান্নার পাত্র হবে না, তোমার এর মধ্যে অবস্থিত মাংস হবে না; আমি ইস্রায়েল সীমান্তে তোমাদের বিচার করব। অধ্যায় দেখুন |