Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 10:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 প্রাণীদের ডানার প্রচণ্ড আওয়াজ বহির্প্রাঙ্গণ থেকেও শোনা যাচ্ছিল। সে আওয়াজ যেন সর্বশক্তিমান ঈশ্বরের বজ্রকন্ঠের আওয়াজ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আর কারুবীদের পাখার আওয়াজ বাইরের প্রাঙ্গণ পর্যন্ত শোনা যাচ্ছিল, সেটি সর্বশক্তিমান আল্লাহ্‌র কথা বলার আওয়াজের মত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 করূবদের ডানার আওয়াজ বাইরের প্রাঙ্গণ পর্যন্ত শোনা যাচ্ছিল, সেই আওয়াজ সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলার আওয়াজের মতো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আর করূবদের পক্ষের শব্দ বহিঃপ্রাঙ্গণ পর্য্যন্ত শুনা যাইতেছিল, উহা সর্ব্বশক্তিমান্‌ ঈশ্বরের কথনকালীন রবের ন্যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 করূব দূতদের ডানা ঝাপটানোর শব্দ এমনকি একেবারে বাইরের প্রাঙ্গনেও শোনা যেতে লাগল। সেই শব্দের প্রচণ্ড আওয়াজ—যেমন ঈশ্বর সর্বশক্তিমান বজ্রের রবের কথা বলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 আর করুবদের ডানার শব্দ বাইরের উঠান পর্যন্ত শোনা যাচ্ছিল ওটা সর্বশক্তিমান ঈশ্বরের কথার রবের মতো।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 10:5
19 ক্রস রেফারেন্স  

ওড়ার সময় তাদের ডানার আওয়াজ আমি শুনেছি। সে আওয়াজ সাগর গর্জনের মত, বিশাল জনতার কোলাহলের মত, সর্বশক্তিমান ঈশ্বরের বজ্র গম্ভীর কণ্ঠস্বরের মত। ওড়া বন্ধ করলে তারা ডানা দুটি মুড়ে রাখে।


ঈশ্বরের মত পরাক্রম কি তোমার আছে? তুমি কি তাঁর মত বজ্রনাদ করতে পার?


পুরোহিতদের জন্য তৈরী করা হল ভিতরের ও বাইরের প্রাঙ্গণ। এই প্রাঙ্গণগুলিতে যাবার প্রবেশদ্বারের দরজাগুলি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দেওয়া হল।


এইসব কক্ষ ও বৃহৎ প্রাঙ্গণসহ পুরো প্রাসাদটাই ভিত থেকে ছাদের আলসে পর্যন্ত দামী পাথর দিয়ে গাঁথা হয়েছিল। পাথরগুলিখাদ থেকে খুঁড়ে তুলে মেপে মেপে কেটে তৈরী করে আনা হয়েছিল।


তূর্যনিনাদ তীব্র থেকে তীব্রতর হতে লাগল। তখন মোশি কথা বললেন, আর ঈশ্বর বজ্রগর্জনে তাঁকে উত্তর দিলেন।


তৃতীয় দিন সকাল থেকে বজ্রগর্জন ও বিদ্যুৎ স্ফুরণ হতে লাগল। পাহাড়ের উপর নেমে এল ঘন মেঘের পুঞ্জ, তূর্যনাদ হতে লাগল ঘোররবে। শিবিরের মধ্যে ইসরায়েলীরা মহাভয়ে হল সন্ত্রস্ত।


তারপর তিনি আমাকে নিয়ে গেলেন সদর প্রাঙ্গণে এবং দেখালেন যে এর চারটি কোণের প্রত্যেকটিতে আর একটি করে ছোট প্রাঙ্গণ রয়েছে, প্রত্যেকটি দৈর্ঘ্যে চল্লিশ হাত ও প্রস্থ ত্রিশ হাত।


মেঘপু্ঞ্জ বর্ষণ করল বারিধারা, আকাশ হল বজ্রনাদে মুখর, ঝলসে উঠল তোমার অগ্নিবাণ চতুর্দিকে।


যিনি ঊর্ধ্বতম লোকে করেন পরিভ্রমণ শোন তাঁর গুরুগম্ভীর কণ্ঠস্বর নিনাদিত হয় বিশ্ব চরাচরে,


তখন আমি প্রভু পরমেশ্বরকে বলতে শুনলাম, কাকে আমি পাঠাব? কে আমাদের বার্তাবহ হবে? আমি বললাম, আমি যাব! আমাকে পাঠান।


প্রভু পরমেশ্বর যখন রেশমী বস্ত্র পরিহিত ব্যক্তিকে প্রাণীদের নীচে ঘুরন্ত চাকার মাঝখান থেকে জ্বলন্ত অঙ্গার আনতে বললেন, তখন সে ভিতরে ঢুকে একটা চাকার পাশে গিয়ে দাঁড়াল।


সেই মানুষটি আমাকে সদর দেউড়ি দিয়ে ভিতরে উঠোনে নিয়ে গেলেন। সেখানে বাইরের দেওয়ালের গায়ে লাগোয়া ত্রিশটি কামরা ছিল। কামরাগুলির সামনের কিছুটা জায়গা ছিল পাথর-বাঁধান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন