Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 10:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 প্রত্যেকের চারটি করে মুখ ও চারটি করে ডানা। ডানার তলায় মানুষের মত হাত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 প্রত্যেক প্রাণীর চারটি মুখ ও চারটি পাখা এবং তাদের পাখার নিচে মানুষের হাতের মূর্তি ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 প্রত্যেকের চারটি করে মুখ ও চারটি করে ডানা ছিল এবং তাদের ডানার নিচে মানুষের হাতের মতো দেখতে কিছু ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 প্রত্যেক প্রাণীর চারি মুখ ও চারি পক্ষ, এবং তাহাদের পক্ষের নীচে মনুষ্য-হস্তের মূর্ত্তি ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 অর্থাৎ‌ প্রত্যেক পশুর চারটি করে মুখ, চারটি ডানা আর ডানার তলায় মানুষের হাতের মত দেখতে হাত ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 প্রত্যেক প্রাণীর চারটে মুখ ও চারটে ডানা এবং তাদের ডানার নীচে মানুষের হাতের প্রতিমূর্ত্তি ছিল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 10:21
6 ক্রস রেফারেন্স  

প্রত্যেকটি প্রাণীর চারটি করে মুখ। সেই চারটি মুখের একটি ষাঁড়, একটি মানুষ, একটি সিংহ এবং একটি ঈগল পাখির মুখ।


কিন্তু প্রত্যেকের চারটি মুখ আর চারটি ডানা।


প্রথম প্রাণী সিংহ সদৃশ, দ্বিতীয় প্রাণী বৃষ সদৃশ, তৃতীয় প্রাণী উড়ন্ত ঈগল পাখির মত।


কিবার নদীতীরে দর্শনে যে মুখগুলি দেখেছিলাম, এই মুখগুলি ঠিক সেই রকম। প্রত্যেকটি প্রাণী সামনের দিকে সোজা চলত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন