Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 10:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 (কিবার নদীতীরে আমি যে প্রাণীদের দেখেছিলাম এরা তারাই। তারা মাটি ছেড়ে উপরে উঠলে চাকাগুলিও তাদের সাথে উপরে ওঠে)

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 তখন কারুবীরা উপরে উঠে গেল। আমি কবার নদীর তীরে সেই প্রাণীকে দেখেছিলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 তখন করূবেরা উপরের দিকে উঠলেন। এরাই সেই জীবন্ত প্রাণী যাদের আমি কবার নদীর ধারে দেখতে পেয়েছিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 তখন করূবেরা ঊর্দ্ধে উঠিল। আমি কবার নদীর তীরে সেই প্রাণীকে দেখিয়াছিলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 তখন করূবের পরে আমি কবার নদীর তীরে সেই প্রাণীকে দেখেছিলাম।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 10:15
10 ক্রস রেফারেন্স  

এই ঝঞ্ঝালীলার একেবারে কেন্দ্রবিন্দুতে দেখা গেল চারটি প্রাণীকে। দেখতে ওরা মানুষেরই মত।


তারা সন্তানসন্ততি লালন-পালন করলেও আমি তাদের সন্তানহীন করব, নির্বংশ করব।যখন আমি তাদের বর্জন করব তখন ভয়াবহ ঘটনা ঘটবে তাদের উপর।


আমার আজকের এই দর্শন ঠিক আগের সেই দর্শনের মত, যেদিন ঈশ্বর এসেছিলেন জেরুশালেম ধ্বংস করতে এবং এমনিই আর একটি দর্শন পেয়েছিলাম কিবার নদীতীরে। আমি মাটিতে উবুড় হয়ে পড়লাম।


প্রাণীগুলি তখন উড়তে শুরু করল। চাকাগুলিও চলল সাথে সাথে। আলোকোজ্জ্বল মহিমায় মণ্ডিত ইসরায়েলের উপাস্য ঈশ্বর ঐ প্রাণীদের ঊর্ধ্বস্থানে অধিষ্ঠিত ছিলেন।


ঈশ্বর আমাকে বললেন, হে মর্ত্যমানব, তুমি দেখতে পাচ্ছ কি ঘটছে? ইসরায়েলীরা কি জঘন্য কাজই না এখানে করছে! আমারই পবিত্র ভূমি থেকে তারা আমাকেই দূর থেকে দূরান্তরে সরিয়ে দিচ্ছে। শুধু কি এই, এর চেয়েও জঘন্য জিনিস তুমি দেখতে পাবে।


ব্যাবিলনের কিবার নদী তীরে প্রভু পরমেশ্বর আমার সাথে কথা বললেন এবং আমি অনুভব করলাম তাঁর পরমাশক্তি।


ত্রিশ বছর চার মাস পাঁচ দিনের দিন, আমি, বুষির পুত্র, পুরোহিত যিহিষ্কেল–ব্যাবিলনে কিবার নদীর তীরে নির্বাসিত ইহুদীদের মধ্যে ছিলাম। সেই সময় আমি স্বর্গের দিকে চেয়ে দেখলাম, ঈশ্বরের দর্শন লাভ করলাম।


এবং চলতে থাকে। প্রাণীগুলি যখনই কোথাও যায় বা থামে কিম্বা আকাশে ওড়ে, চাকাগুলিও সেইমত করে। যখন তারা ডানা মেলে আকাশে ওড়ে, চাকাগুলিও তাদের সঙ্গে যায়। তারা থামলে চাকাগুলিও থামে। প্রাণীরা উড়লে চাকাগুলি সাথে যায় কারণ চাকাগুলি তাদের নিয়ন্ত্রণে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন