যিহিষ্কেল 1:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)19-20 প্রাণীগুলি যখন যেখানে যায়, চাকাগুলিও তাদের সঙ্গে চলে। তারা মাটি ছেড়ে উপরে উঠলে চাকাগুলিও তাদের সাথে উপরে ওঠে। কারণ চাকাগুলি তাদের নিয়ন্ত্রণে, তাদের ইচ্ছামতই সেগুলি চলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর প্রাণীদের গমনকালে তাদের পাশে ঐ চাকাগুলোও গমন করতো; এবং প্রাণীদের ভূতল থেকে উপরে উঠবার সময়ে চাকাগুলোও উপরে উঠত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 জীবন্ত প্রাণীগুলি যখন চলত তাদের পাশের চাকাগুলিও চলত; আর যখন জীবন্ত প্রাণীগুলি মাটি থেকে উঠত, চাকাগুলিও উঠত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর প্রাণিগণের গমনকালে তাহাদের পার্শ্বে ঐ চক্রগুলিও গমন করিত; এবং প্রাণিগণের ভূতল হইতে উত্থাপিত হইবার সময়ে চক্রগুলিও উত্থাপিত হইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 চাকাগুলি সব সময় পশুদের সঙ্গেই যাচ্ছিল। পশুরা আকাশে গেলে চাকাগুলিও তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 যখনই জীবন্ত প্রাণীগুলো যেতো তাদের পাশে ঐ চাকাগুলোও যেতো; যখন জীবন্ত প্রাণীগুলো ভূমি থেকে উঠত, চাকাগুলো ও উঠত। অধ্যায় দেখুন |