যিহিষ্কেল 1:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)10 প্রত্যেকটি প্রাণীর চারটি করে মুখ। চারটি চার রকমের মুখ: সামনের গুলি মানুষের মত, ডানদিকেরগুলি সিংহের মুখ, বাঁ দিকের গুলি ষাঁড়ের এবং পিছন দিকেরগুলি ঈগল পাখির মুখ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তাদের মুখের আকৃতি এই; তাদের মানুষের মুখ ছিল, আর ডানদিকে চারটি সিংহের মুখ এবং বামদিকে চারটি গরুর মুখ, আবার প্রত্যেকেরই ঈগল পাখির মুখ ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 তাদের মুখগুলি এইরকম দেখতে ছিল: চারজনের প্রত্যেকের একটি করে মানুষের মুখ ছিল এবং প্রত্যেকের ডানদিকের মুখ সিংহের ও বাঁদিকের ষাঁড়ের; প্রত্যেকের আবার একটি করে ঈগলের মুখও ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তাহাদের মুখের আকৃতি এই; তাহাদের মানুষের মুখ ছিল, আর দক্ষিণদিকে চারিটীর সিংহের মুখ, এবং বামদিকে চারিটীর গোরুর মুখ, আবার চারিটীর ঈগল পক্ষীর মুখ ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 প্রত্যেক পশুর চারটি করে মুখ ছিল। প্রত্যেকের সামনের মুখটা ছিল মানুষের মুখের মত, ডানদিকের মুখটা ছিল সিংহের মত, বাম দিকের মুখটা ছিল গরুর মত, আর পিছনের মুখটা ঈগলের মত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 তাদের মুখের আকার মানুষের মুখের মত ছিল; আর ডান দিকে চারটে সিংহের মুখ ছিল, আর বাদিকে চারটে গরুর মুখ ছিল, অবশেষে ঈগল পাখির মুখ ছিল। অধ্যায় দেখুন |
দক্ষিণ দিকে রূবেণ গোষ্ঠীর পতাকাতলে রূবেণ গোষ্ঠীর লোকেরা তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা রূবেণ শদেয়ূরের পুত্র ইলীষুর 46,500 শিমিয়োন সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল 59,300 গাদ দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ 45,650 সর্বমোট 151,450 রূবেণ গোষ্ঠীর লোকেরা দ্বিতীয় দফায় যাত্রা করবে।
শিবিরের সম্মুখে পূর্বদিকে যিহুদা গোষ্ঠীর পতাকাতলে যিহূদা গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের নেতৃবৃন্দের পরিচালনাধীনে ছাউনি ফেলবে। বংশ গোষ্ঠীপতি সংখ্যা যিহুদা অম্মীনাদবের পুত্র নহশোন 74,600 ইষাখর সুয়ারের পুত্র নথনেল 54,400 সবুলুন হেলোনের পুত্র ইলীয়াব 57,400 সর্বমোট 186,400 যিহুদা গোষ্ঠীর লোকেরাই প্রথমে যাত্রা শুরু করবে।