Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 9:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 সমগ্র ইসরায়েল জাতি, যারা শমরিয়া নগরে বাস করে, তারা জানবে যে, তিনিই এ কাজ করেছেন। এখন তারা গর্বিত ও উদ্ধত। তারা বলে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আর দেশের সমস্ত লোক, আফরাহীম ও সামেরিয়া নিবাসীরা, তা জানতে পারবে; তারা অহংকারে ও অন্তরের গর্বে বলছে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 ইফ্রয়িম ও শমরিয়ায় বসবাসকারী সব লোকই তা জানতে পারবে, যারা গর্বিত মনে ও উদ্ধত হৃদয়ের সঙ্গে একথা বলে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আর [দেশের] সমস্ত লোক, ইফ্রয়িম ও শমরিয়ার নিবাসিগণ, তাহা জানিতে পাইবে; তাহারা দর্পে ও চিত্তের গর্ব্বে বলিতেছে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 তখন ইস্রায়েলের লোক, এমনকি শমরিয়ার প্রধানরাও জানতে পারবে যে ঈশ্বর তাদের শাস্তি দিয়েছেন। এখন তারা অহঙ্কারী এবং দাম্ভিক। তারা বলে,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 [দেশের] সব লোক, ইফ্রয়িম ও শমরিয়ার সব বাসিন্দারা, তা জানতে পারবে; তারা অহঙ্কারে ও হৃদয়ের গর্বে বলছে,

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 9:9
23 ক্রস রেফারেন্স  

হে উদ্ধত জেদী প্রজাবৃন্দ, তোমরা যারা ভেবেছ, সুদূর পরাহত সেই বিজয় দিনের আশা, শোন আমার কথা, আমি ত্বরাম্বিত করেছি সেই বিজয় দিনের আশা, শোন আমার কথা,


তরুণেরা, তোমরাও ঠিক সেইভাবে বয়োজ্যেষ্ঠদের বাধে হয়ে চল। পরস্পরের প্রতি তোমাদের আচরণ নম্রতামণ্ডিত হোক, কারণ ঈশ্বর দাম্ভিকদের প্রতি বিমুখ কিন্তু বিনম্রদের করেন অনুগ্রহ।


দেখ, আসন্ন সেই দিন জ্বলন্ত চুল্লীর মত। গর্বোদ্ধত ও দুরাচারীরা আগামী সেই দিনে জ্বালানি কাঠের মত পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঝাড়ে মূলে হবে নির্বংশ।


প্রভু পরমেশ্বর বলেন, তোমরা আমার সম্পর্কে মারাত্মক কথা বলেছ। কি বলেছ শুনতে চাও?


কিন্তু যখন তোমার সমস্ত কথা ফলে যাবে এবং সেই সমস্ত ঘটনা ঘটবে—তখনই তারা বুঝবে যে তাদের মাঝে একজন সত্যদ্রষ্টা প্রবক্তা ছিলেন।


এইভাবে মিশরকে যখন আমি শাস্তি দেব, তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


রাজা বিলাপ করবেন, রাজপুরুষেরাও সমস্ত আশা ত্যাগ করবেন এবং প্রজারা ভয়ে আতঙ্কে কাঁপবে। এরা যা করেছে, আমি তার সমুচিত দণ্ড দেব। তোমরা যেভাবে অপরের বিচার করেছ ঠিক সেইভাবে আমি তোমাদেরও দণ্ড দেব। এতে তোমরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


আমার হাত থেকে কোনভাবেই তুমি মুক্তি পাবে না, কোন দয়া-মায়া তোমায় করব না। তোমার অনাচরের এমন দণ্ড তোমাকে দেব যে তুমি মর্মে মর্মে বুঝতে পারবে যে আমিই প্রভু পরমেশ্বর—এই শাস্তি স্বয়ং আমিই তোমাকে দিচ্ছি।


ব্যাবিলনীয়েরা নগরী অবরোধের জন্য চারিদিকে টিলা গড়েছে, শুরু করেছে আক্রমণ। যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী তাদের বাধ্য করবে আত্মসমর্পণ করতে। তুমি দেখতে পাচ্ছ, যা কিছু তুমি বলেছ, সবই সফল হয়েছে।


আমি জানতাম তুমি অবাধ্য, লৌহের মত কঠিন, অনমনীয় ব্রোঞ্জের মত।


তোমার শত্রুপক্ষ জানে না যে তুমি তাদের দণ্ড দান করবে হে প্রভু পরমেশ্বর, তাদের তুমি লজ্জায় ফেল, জর্জরিত হোক তারা নিদারুণ যন্ত্রণায়। তাদের জন্য তোমার নিরূপিত দণ্ড ভোগ করুক তারা। তুমি দেখিয়ে দাও তাদের, তোমার প্রজাদের কত ভালবাস তুমি।


বিনাশের আগে আসে অহঙ্কার, পতনের আগে দেখা দেয় ঔদ্ধত্য।


মিখাইয়া বললেন, যেদিন তোমাকে প্রাণ বাঁচানোর জন্য অন্দরমহলে গিয়ে লুকাতে হবে, সেদিনই জানবে।


সিরিয়া ইসরায়েলের সঙ্গে মিত্রতা স্থাপন করেছে, এই সংবাদ যিহুদীয়ারাজের কাছে পৌঁছালে স্বয়ং তিনি এবং তাঁর প্রজারা দারুণ ভয় পেয়ে ঝড়ের মুখে গাছের পাতার মত কাঁপতে লাগলেন।


প্রভু পরমেশ্বর ইসরায়েলের রাজ্যের উপরে, যাকোবের বংশধরদের উপরে বিচারের রায় ঘোষণা করেছেন।


ইসরায়েল রাজ্যের উপরে দণ্ড নেমে এল। মত্ত নেতাদের মাথায় ফুলের মুকুটের মত এর সমস্ত গৌরব ম্লান হয়ে আসছে। তাদের গর্বিত নেতাদের সুবাসিত দেহ মাতাল হয়ে সেখানেই লুটিয়ে পড়বে, ঢলে পড়বে প্রচণ্ড মত্ততার কোলে।


পদদলিত করবে সে সুরাপানে মত্ত নেতৃবৃন্দের দর্প।


ইসরায়েল জাতি বিস্মৃত হয়েছে তার স্রষ্টাকে, তারা অনেক প্রাসাদ নির্মাণ করেছে, যিহুদা প্রতিষ্ঠা করেছে অনেক প্রাচীর-ঘেরা নগর, কিন্তু আমি তার নগরসমূহে অগ্নি সংযোগ করব সেই অগ্নি গ্রাস করবে তার সকল দূর্গ।


এষৌর বংশধর ইদোমীরা যদি বলে, আমাদের দেশ বিধ্বস্ত হয়েছে বটে, কিন্তু আমরা আবার তা গড়ে তুলব। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, ওরা গড়ে তুলুক আমি ভাঙ্গব। লোক এ দেশকে বলবে, ‘দুর্জনের দেশ’, এদের বলবে, ‘পরমেশ্বরের চির অভিশপ্ত জাতি’।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন