Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 9:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তুমি ভেঙ্গে দিয়েছ তাদের গুরুভার যোঁয়ালি, ভেঙ্গেছ পীড়নের যষ্টি। যে জাতি তোমার প্রজাদের উপরে অত্যাচার ও নিপীড়ন করত তুমি পরাজিত করেছ তাদের, বহুকাল আগে যেমন করে তুমি পরাজিত করেছিলে মিদীয়নী সেনাদের।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 কারণ তুমি তার ভাড়ের জোয়াল, তার কাঁধের বাঁক, তার জুলুমবাজের দণ্ড ভেঙ্গে ফেলেছ, যেমন মাদিয়ানের দিনে করেছিলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 যেমন তোমরা মিদিয়নকে পরাস্ত করার সময়ে করেছিলে, তাদের দাসত্বের জোয়াল তোমরা ভেঙে ফেলবে, তাদের কাঁধ থেকে ভারী বোঝা তুলে ফেলবে, তোমরা নিপীড়নকারীদের লাঠি ভেঙে ফেলবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 কারণ তুমি তাহার ভারের যোঁয়ালি, তাহার স্কন্ধের বাঁক, তাহার উপদ্রবকারীর দণ্ড ভাঙ্গিয়া ফেলিয়াছ, যেমন মিদিয়নের দিনে করিয়াছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 কেননা আপনি তাদের ভারের বোঝা, তাদের কাঁধের বাঁক, শাস্তি দেওয়ার জন্য তাদের উপর ব্যবহৃত শত্রুদের দণ্ড সরিয়ে নেবেন। যেমন মিদিয়নকে হারানোর পরে আপনি করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 কারণ তুমি তাঁর ভারের যোঁয়ালী, তাঁর কাঁধের বাঁক, তাঁর অত্যাচারকারী লাঠি ভেঙে ফেলেছেন, যেমন মিদিয়নের দিনের করেছিলে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 9:4
24 ক্রস রেফারেন্স  

আমার ইসরায়েল ভূমিতে বসবাসকারী আসিরীয়দের আমি ধ্বংস করব, আমার পর্বতমালার উপরে ওদের পিষ্ট, পদদলিত করব। আমার প্রজাদের মুক্ত করব আমি আসিরীয় যোঁয়ালির ভার থেকে, মুক্ত করব তাদের ভার বহনের কঠোর শ্রম ও পীড়ন থেকে।


সর্বাধিপতি প্রভু বলেন, সেইদিন আমি তাদের গলায় বাঁধা যোঁয়ালি ভেঙ্গে ফেলব, মোচন করব তাদের শৃঙ্খল। তারা আর বিদেশীদের ক্রীতদাস হয়ে থাকবে না।


তোমাদের মুক্ত করব, শৃঙ্খল মোচন করব তোমাদের।


ন্যায় বিচার ও ধর্মনিষ্ঠা দান করবে প্রতিষ্ঠা তোমায় উৎপীড়ন ও সন্ত্রাস থেকে তুমি থাকবে নিরাপদ।


তোমার উপরে যারা অত্যাচার করে সেই অত্যাচারীর নিজেদের মধ্যেই হানাহানি করে একে অপরকে হত্যা করবে, উন্মত্ত হয়ে উঠবে তারা রক্তের নেশায়। তখন সর্বমানব জানবে, আমিই প্রভু পরমেশ্বর, সেই মুক্তিদাতা, উদ্ধারকর্তা তোমাদের, ইসরায়েলের আরাধ্য মহাশক্তিমান ঈশ্বর।


আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর, আমি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি, মিশরীদের দাস হয়ে থাকতে দিই নি। আমিই তোমাদের কাঁধের জোয়াল ভেঙ্গে তোমাদের মাথা উঁচু করে চলবার সুযোগ দিয়েছি।


আপন ভ্রাতার দাস, কিন্তু যখন তুমি হবে দুর্দম তখন তোমার কাঁধ থেকে ভেঙ্গে পড়বে তার জোয়াল।


প্রভু পরমেশ্বর বললেন, আসিরিয়া! হ্যাঁ , যাদের উপরে আমি ক্রুদ্ধ হয়ে আছি, তাদের শাস্তিদানের জন্য আসিরিয়াকে আমি দণ্ডরূপে ব্যবহার করব।


দুর্জনের রাজত্ব কখনও স্থায়ী হবে না ধার্মিকদের স্বদেশে, অন্যথায় ধার্মিকেরা হবে অধর্মাচরণে লিপ্ত।


ভুলে গেছ তুমি তোমার স্রষ্টা সেই প্রভু পরমেশ্বরকে, যিনি বিস্তার করেছেন আকাশমণ্ডল, স্থাপন করেছেন ভিত্তিমূল এই পৃথিবীর? ধ্বংস করতে তোমায় উদ্যত যারা সেই উৎপীড়কের পীড়নের আশঙ্কায় কেন এত ভয় দিবারাত্রি হৃদয়ে তোমরা?


আমি কুপিত হয়েছিলাম আমার প্রজাদের উপরে তাদের সঙ্গে আমি পরের মত আচরণ করেছিলাম, তোমার হাতে আমি তুলে দিয়েছিলাম তাদের, করুণা কর নি তুমি তাদের উপর, বৃদ্ধাদেরও করেছ পীড়ন অমানুষিক নির্মমতায়।


আমি তুলে নিলাম সমস্ত ভার তোমার স্কন্ধ থেকে, দিন মজুরের কঠোর পরিশ্রম থেকে নিষ্কৃতি দিলাম তোমায়।


আক্রমণকারী প্রত্যেকটি সৈনিকের জুতো এবং রক্তমাখা পোষাক-পরিচ্ছদ পুড়িয়ে দেওয়া হবে আগুনে।


তোমাদের দেশে আমাদের থাকতে দাও, যারা আমাদের সর্বনাশ করতে চায়, তাদের হাত থেকে আমাদের রক্ষা কর। (নিপীড়ন ও ধ্বংসের অবসান হবে, লুন্ঠক অপহারক ও ধ্বংসকারী দেশ থেকে উচ্ছিন্ন হবে।


মুক্ত কর নিজেকে, ঝেড়ে ফেল তোমার গায়ের ধূলা হে জেরুশালেম! খুলে ফেল শৃঙ্খল দাসত্বের। হে সিয়োন কন্যা! গাত্রোত্থান কর ধূলিশয্যা থেকে উপবেশন কর তোমার সিংহাসনে!


তোমরা যারা এর প্রতিবেশী, যারা জান তার খ্যাতির কথা, শোক কর এই জাতির জন্যে, বল, ‘ভেঙ্গে পড়েছে এর সুদৃঢ় শাসন ব্যবস্থা, এর গৌরব ও পরাক্রম আর নাই।’


যাদের জীবনযাত্রা এখন স্বচ্ছন্দ সাবলীল ,তাদের উপরে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর রোগ পাঠিয়ে শাস্তি দেবেন। তাদের দেহের মধ্যে শুরু হবে প্রচণ্ড দাহ, সারা শরীরজ্বলে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন