Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 8:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 প্রভু পরমেশ্বরের দেওয়া সন্তানদের নিয়ে আমি এখানে উপস্থিত। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, সিয়োন পর্বতের উপরে যাঁর সিংহাসন, তিনিই জীবন্ত বার্তারূপে আমাদের ইসরায়েল জাতির কাছে পাঠিয়েছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 এই দেখ, আমি ও সেই সন্তানেরা, যাদেরকে মাবুদ আমাকে দিয়েছেন, সিয়োন-পর্বত নিবাসী বাহিনীগণের মাবুদের নিরূপণক্রমে আমরা ইসরাইলের মধ্যে চিহ্ন ও অদ্ভুত লক্ষণস্বরূপ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 এই আমি ও আমার সন্তানেরা, সদাপ্রভু যাদের আমাকে দিয়েছেন। সর্বশক্তিমান সদাপ্রভু, যিনি সিয়োন পর্বতে বাস করেন, তাঁর পক্ষ থেকে আমরা ইস্রায়েলের কাছে চিহ্ন ও প্রতীকস্বরূপ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 এই দেখ, আমি ও সেই সন্তানগণ, যাহাদিগকে সদাপ্রভু আমাকে দিয়াছেন, সিয়োন-পর্ব্বত-নিবাসী বাহিনীগণের সদাপ্রভু নিরূপণক্রমে আমরা ইস্রায়েলের মধ্যে চিহ্ন ও অদ্ভুত লক্ষণস্বরূপ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 আমি এবং আমার ছেলেমেয়েরা ইস্রায়েলের লোকের চিহ্ন এবং প্রমাণ স্বরূপ। সিয়োন পর্বতনিবাসী প্রভু সর্বশক্তিমান আমাদের পাঠিয়েছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 দেখ, আমি এবং সেই সন্তানেরা যাদের সদাপ্রভু আমাকে দিয়েছেন, সিয়োন পাহাড়ে বাস করেন বাহিনীদের সদাপ্রভুর দেওয়া অনুসারে আমরা ইস্রায়েলের মধ্যে চিহ্ন ও অদ্ভুত লক্ষণের মতো।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 8:18
27 ক্রস রেফারেন্স  

শিমিয়োন তারপর তাঁদের আশীর্বাদ করে জননী মরিয়মকে বললেন, দেখ, এই শিশু হবে ইসরায়েল জাতির অনেকেরই উত্থান এবং পতনের কারণ। এ সেই ঈশ্বরদত্ত নিদর্শন যার বিরুদ্ধে সকলে মুখর হয়ে উঠবে,


আমি আমার নগরী জেরুশালেমে ফিরে আসব। সেখানে জেরুশালেম অভিহিত হবে ‘বিশ্বস্ত নগরী’ নামে। সর্বাধিপতি প্রভুর পর্বতকে বলা হবে ‘পবিত্র গিরি'।


বহুজনের কাছে আমি আজ এক নির্দশনস্বরূপ, কারণ তুমি হয়েছ আমার সুদৃঢ় আশ্রয়।


প্রধান পুরোহিত যিহোশূয়, শোন, আমি তোমাকে এবং তোমার সহকর্মীদের বলছি: (কারণ তারা সুলক্ষণযুক্ত), দেখ, আমি আমার দাস ‘পল্লবকে’ আনব।


তাঁর এ দুঃখ-যন্ত্রণা, লাঞ্ছনা, নিপীড়ন, দেখলেন প্রভু পরমেশ্বর! তিনি আরোগ্য দান করলেন তাঁর ভক্তদাসকে, দান করলেন তাঁকে দীর্ঘজীবন, এই ভক্তদাসই পূর্ণ করবেন প্রভু পরমেশ্বরের অভিপ্রায়।


আমার ভাবী প্রজন্ম করবে তাঁর আরাধনা, বর্ণনা করবে প্রভুর কীর্তি কাহিনী তাদের উত্তরপুরুষের কাছে।


সিয়োনে অধিষ্ঠিত প্রভু পরমেশ্বরের স্তুতি গান কর তোমরা। সকল জাতির কাছে কর ঘোষণা তাঁর সুমহান কীর্তিকাহিনী।


তোমরা এখন সিয়োন পর্বতে জাগ্রত ঈশ্বরের নগরী স্বর্গীয় জেরুশালেমে এসেছ। অসংখ্য দূতবাহিনীর উৎসব-সমাবেশে,


যেদিন পরমেশ্বরের ভাস্বর মহিমায় চাঁদ-সূর্য লজ্জায় মুখ ঢাকবে, চাঁদের বুকে নেমে আসবে অন্ধকার, সূর্য আর আলো দেবে না কারণ সর্বশক্তিমান প্রভু পরমেশ্বরই রাজ্যভার গ্রহণ করবেন। সিয়োন পর্বতের উপরে রাজধানী জেরুশালেম থেকেই তিনি পরিচালনা করবেন, সমগ্র রাজ্য এবং জননায়কেরা দেখবে তাঁর মহিমা।


আনন্দে মুখর হয়ে উচ্চকন্ঠে গাও স্তবগান হে সিয়োন নিবাসী! ইসরায়েলের পরম আরাধ্য পবিত্র ঈশ্বর অতি সুমহান, প্রজাদের মাঝে বসতি যে তাঁর, পেতেছেন সেথায় আসন।


ভাল-মন্দের বিচার করে গ্রহণ এবং বর্জন করতে শেখার আগে যে দুটি দেশের দুই রাজা তোমাদের ঘৃণা ও ভীতি প্রদর্শন করে, সেই দেশ দুটি পরিত্যক্ত হবে।


ফিলিস্তিয়ার দূতদলকে আমরা কি উত্তর দেব? আমরা বলব, প্রভু পরমেশ্বর সিয়োনের ভিত্তিভূমিকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, তাঁর দীন দুঃখী প্রজাবৃন্দ সেখানে নিরাপদ আশ্রয় লাভ করবে।


দাউদ বলেছিলেন, ইসরায়েলের প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের শান্তিতে রেখেছেন এবং তিনি স্বয়ং জেরুশালেমে নিত্য বিরাজ করবেন।


কখনও কখনও তোমরা জনসাধারণের সামনে লাঞ্ছিত অপমানিত হয়েছ। কখনও বা এভাবে নির্যাতিত লোকদের প্রতি তোমরা সহানুভূতি দেখিয়েছ।


প্রভু পরমেশ্বর যিশাইয়কে বললেন, তোমার পুত্র শার-যাশুবকে নিয়ে তুমি রাজা আহসের সঙ্গে দেখা কর। ঝরণার উৎস থেকে জল আনার জন্য যে খাল কাটা হয়েছে, তার শেষ প্রান্তে ধোপার মাঠে, রাজপথে তোমরা তার দেখা পাবে।


আমি তাকে সকলের সামনে ভয়াবহ দৃষ্টান্তস্বরূপ করব। আমি তাকে আমার প্রজাসমাজ থেকে উৎখাত করব। তখন তোমরা জানবে যে, আমিই প্রভু পরমেশ্বর।


এর কিছুদিন পরে আমার স্ত্রী সন্তানসম্ভবা হল। আমাদের পুত্রের জন্ম হলে প্রভু পরমেশ্বর আমাকে বললেন, এর নাম দাও ‘দ্রুত লুন্ঠন, ত্বরায় অপহরণ’।


তোমার সঙ্গে এরা কারা? যাকোব বললেন, ঈশ্বর অনুগ্রহ করে আপনার দাসকে এই সন্তান সন্ততি দিয়েছেন।


এগুলি তোমাদের ও তোমাদের বংশধরদের কাছে যুগে যুগে ঈশ্বরের উদাহরণ স্বরূপ হয়ে থাকবে।


অসদোদ অধিকৃত হওয়ার পর প্রভু পরমেশ্বর বললেন, আমার দাস যিশাইয় আজ তিন বছর নগ্ন পদে, বিবস্ত্র অবস্থায় রয়েছে। মিশর এবং সুদানের অবস্থা কি হবে, এ তারই সঙ্কেত।


আমি, প্রভু পরমেশ্বর, এই দেশেই তোমাদের শাস্তি দেব, তার প্রমাণ স্বরূপ তোমাদের উপর ধ্বংস আনার যে প্রতিজ্ঞা আমি করেছি, তা সত্য হবে।


এবার একটা লোহার পাত নিয়ে তোমার ও জেরুশালেমের ছবির মাঝখানে প্রাচীরের মত স্থাপন কর এবং তার দিকে মুখ করে থাক। এতে বোঝা যাবে, নগর অবরুদ্ধ হয়েছে, তুমিই যেন তার অবরোধকারী। ইসরায়েল জাতির কাছে এ হবে প্রতীক চিহ্ন।


তারা দেখবে, পোঁটলাটা কাঁধে ফেলে অন্ধকারে তুমি বেরিয়ে যাচ্ছ। তোমার চোখ দুটো ঢাকা থাকবে যেন তুমি কোথায় যাচ্ছ, তা দেখতে না পাও। তোমার এই সমস্ত ক্রিয়াকলাপ ইসরায়েলীদের কাছে হবে আগামীদিনের সঙ্কেত স্বরূপ।


যিনি রক্তপাতের প্রতিফলদাতা নিহতদের কথা তিনি স্মরণে রাখেন, বিস্মৃত হন না উৎপীড়িতের আর্তক্রন্দন।


মেষপালকদের কথা যারা শুনল তারা সকলেই খুব অবাক হয়ে গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন