Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 7:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 কেন ঘটবে না? কারণ সিরিয়ার রাজধানীই তো দামাস্কাস, আর সেই রাজধানীতেই রাজা রৎসীনের বাস। কি এমন তার বাহুবল! আর ইসরায়েল, মাত্র পঁয়ষট্টি বছরের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যাবে, একটি জাতিরূপে তার আর কোন চিহ্ন থাকবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 কেননা অরামের মাথা দামেস্ক ও দামেস্কের মাথা রৎসীন। আর পঁয়ষট্টি বছর গত হলে আফরাহীম বিনষ্ট হবে, আর জাতি হিসেবে থাকবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 কারণ অরামের মস্তক হল দামাস্কাস, আর দামাস্কাসের মস্তক হল কেবলমাত্র রৎসীন। পঁয়ষট্টি বছরের মধ্যে ইফ্রয়িম এমন ধ্বংস হবে যে, আর জাতি থাকবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 কেননা অরামের মস্তক দম্মেশক ও দম্মেশকের মস্তক রৎসীন। আর পঁয়ষট্টি বৎসর গত হইলে ইফ্রয়িম বিনষ্ট হইবে, আর জাতি থাকিবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 রৎসীন যতদিন দম্মেশকের শাসক থাকবে, ততদিন তাদের অভিসন্ধি খাটবে না। এখন ইফ্রয়িম (ইস্রায়েল) একটি দেশ, কিন্তু ভবিষ্যতে আজ থেকে 65 বছর পরে সেটি আর একটি দেশ থাকবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 কারণ অরামের মাথা দম্মেশক ও দম্মেশকের মাথা রত্সীন। পঁয়ষট্টি বছরের মধ্যে ইফ্রয়িম ধ্বংস হবে এবং জাতি আর থাকবে না।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 7:8
12 ক্রস রেফারেন্স  

রাত্রিকালে তিনি তাঁর লোকজনসহ শত্রুদের ঘেরাও করে হঠাৎ আক্রমণ করলেন এবং দামাস্কাসের উত্তরে হোবা পর্যন্ত তাদের তাড়া করে নিয়ে গেলেন।


ছেলেটি ‘মা-বাবা’ বলে ডাকতে শেখার আগেই দামাস্কাসের সমস্ত ধন ঐশ্বর্য আর শমরিয়ার সমস্ত লুন্ঠিত ধন আসিরিয়ারাজ নিয়ে চলে যাবে।


সরুব্বাবিল এবং গোষ্ঠীপতিদের সঙ্গে দেখা করে বলল, আমরাও তোমাদের সঙ্গে মন্দির নির্মাণের কাজে যোগ দিতে চাই। তোমরা যে ঈশ্বরের আরাধনা কর আমরাও সেই একই ঈশ্বরের আরাধনা করি এবং আসিরিয়ার সম্রাট এসরহদ্দন যেদিন থেকে এখানে বসবাস করতে আমাদের পাঠিয়েছেন, সেই দিন থেকেই তাঁরই উদ্দেশ্যে আমরা হোমবলি উৎসর্গ করে আসছি।


দাউদ দামাস্কাস এলাকায় সৈন্যদলের ছাউনি ফেললেন। সিরিয়ার লোকেরা তাঁর বশ্যতা স্বীকার করল এবং কর দিতে লাগল। এইভাবে প্রভু পরমেশ্বর দাউদকে সর্বত্র বিজয়ী করতে লাগলেন।


সমগ্র ইসরায়েল জাতি, যারা শমরিয়া নগরে বাস করে, তারা জানবে যে, তিনিই এ কাজ করেছেন। এখন তারা গর্বিত ও উদ্ধত। তারা বলে,


প্রভু পরমেশ্বর তাদের আক্রমণ করার জন্য তাদের শত্রুদের উত্তেজিত করে তুলেছেন।


দামাস্কাস সম্বন্ধে প্রভু পরমেশ্বর এই কথা বলেন, হমাৎ ও অর্পদ নিবাসীরা বিচলিত ও বিষাদগ্রস্ত, কারণ তারা দুঃসংবাদ শুনেছে। বিক্ষুব্ধ সাগর তরঙ্গের মত দুর্ভাবনা তাদের উপরে বয়ে চলেছে, স্বস্তি পাচ্ছে না তারা।


দামাসকাসের লোকেরা তোমার পণ্য ও উৎপাদিত দ্রব্যসম্ভার কিনে নিয়ে যেত এবং মূল্যস্বরূপ দিয়ে যেত হেলবোনের সুরা এবং সাহার -এর পশম। তোমার পণ্যের বিনিময়ে তারা তোমাকে দিত পেটা লোহা আর মশলা।


ইসরায়েল কথা বললে লোকে কাঁপত, ইসরায়েলকুলে সে লাভ করেছিল উন্নতি, কিন্তু তার মরণ হল বেল দেবতার পূজার অপরাধে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন