Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 7:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 প্রভু পরমেশ্বর যিশাইয়কে বললেন, তোমার পুত্র শার-যাশুবকে নিয়ে তুমি রাজা আহসের সঙ্গে দেখা কর। ঝরণার উৎস থেকে জল আনার জন্য যে খাল কাটা হয়েছে, তার শেষ প্রান্তে ধোপার মাঠে, রাজপথে তোমরা তার দেখা পাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তখন মাবুদ ইশাইয়াকে বললেন, তুমি ও তোমার পুত্র শার-যাশূব উভয়ে আহসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য উপরিস্থ পুষ্করিণীর প্রণালীর মুখের কাছে ধোপাদের ক্ষেতের রাজপথে যাও এবং তাকে বল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তখন সদাপ্রভু যিশাইয়কে বললেন, “তুমি ও তোমার পুত্র শার-যাশূব বাইরে যাও ও রজকদের মাঠ অভিমুখী রাস্তায়, উচ্চতর পুষ্করিণীর জলপ্রণালীর মুখে, আহসের সঙ্গে সাক্ষাৎ করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তখন সদাপ্রভু যিশাইয়কে কহিলেন, তুমি ও তোমার পুত্র শার-যাশূব উভয়ে আহসের সহিত সাক্ষাৎ করণার্থে উপরিস্থ পুষ্করিণীর প্রণালীর মুখের নিকটে রজকদের ক্ষেত্রস্থ রাজপথে যাও, এবং তাহাকে বল, সাবধান, সুস্থির হও;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তখন প্রভু যিশাইয়কে বললেন, “তুমি এবং তোমার পুত্র শার-যাশূব যাবে এবং আহসের সঙ্গে কথা বলবার জন্য ধোপাদের মাঠের রাস্তার পাশে যেখানে জল উচ্চতর জলাশয়ের মধ্যে দিয়ে বইছে, সেখানে দেখা করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তখন সদাপ্রভু যিশাইয়কে বললেন, তুমি ও তোমার ছেলে শার-যাশূব আহসের সঙ্গে দেখা করার জন্যে উপরের পুকুরের জলনির্গমন-প্রণালীর মুখের কাছে ধোপার মাঠের রাস্তায় যাও।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 7:3
14 ক্রস রেফারেন্স  

তারপর তিনি তাঁর সৈন্যাধ্যক্ষ রবশাকিকে বিরাট এক সৈন্যবাহিনী নিয়ে লাখিশ থেকে জেরুশালেমে পাঠালেন। আদেশ দিলেন যেন তিনি রাজা হিষ্কিয়কে আত্মসমর্পণ করতে বাধ্য করেন। দীঘি থেকে জল নিকাশের জন্য কেটে আনা খালের পাশে ধোপাদের মাঠ। তার পাশ দিয়ে চলে গেছে রাজপথ। রব্‌শাকি সেই রাজপথ অবরোধ করে রইলেন।


আসিরিয়া সম্রাট জেরুশালেমে রাজা হিষ্কিয়কে আক্রমণের জন্য লাখীশ থেকে তিনজন সেনাপতি—টাটান, রবসারিস ও রবশাখির নেতৃত্বে বিরাট এক সৈন্যবাহিনী পাঠালেন। জেরুশালেমে এসে তাঁরা উপরের জলাশয়ের কাছে ধোপাখানার মাঠের পথ আগলে ঘাঁটি করলেন।


ইসরায়েল সম্বন্ধে যিশাইয় সোচ্চারে ঘোষণা করেছেন, “ইসরায়েল সন্তানদের সংখ্যা সাগরবেলার বালুরাশির মত অগণিত হলেও অতি ক্ষুদ্রাংশই উদ্ধার পাবে।


এমন কি সেখানে যদি দশজনের মধ্যে একজনও বেঁচে থাকে, সেও ধ্বংস হয়ে যাবে। সে হবে কেটে ফেলা একটি ওকগাছের গুঁড়ির মত। (ঈশ্বরের প্রজাদের নবায়িত জীবনের সুচনার প্রতিভূ হল এই গুঁড়ি)।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন, যিহুদীয়ার রাজপ্রাসাদে যাও। সেখানে গিয়ে বল, ‘হে যিহুদীয়ারাজ দাউদের বংশধর, তুমি ও তোমার পারিষদবর্গ ও প্রজাবৃন্দ, তোমরা প্রভু পরমেশ্বরের কথা শোন। তিনি বলেছেন,


দুষ্টেরা পরিত্যাগ করুক তাদের জীবনযাত্রার পথ, পরিহার করুক দুর্জন মন্দ চিন্তাধারা, অনুতপ্ত হৃদয়ে ফিরে আসুক আমাদের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বরের কাছে, করুণাময় তিনি, তাঁর কাছে আছে অসীম ক্ষমা।


ইসরায়েল জাতির মধ্যে থেকে অবশিষ্ট মাত্র কয়েকজন তাদের পরাক্রমশালী ঈশ্বরের কাছে ফিরে আসবে।


রাজা হিষ্কিয়ের সমস্ত কীর্তি-কাহিনী তাঁর বীরত্ব, তাঁর তৈরী জলাধার, নগরে জল সরবরাহের জন্য সুড়ঙ্গপথ খননেন বিবরণ যিহুদীয়ার রাজবংশের ইতিহাসে লেখা আছে।


ফারাও যখন সকালে নদীতে স্নান করতে যাবে তখন তার সঙ্গে গিয়ে দেখা কর। তুমি নদীতীরে তার জন্য অপেক্ষা করবে এবং যে লাঠিটা সাপে পরিণত হয়েছিল সেটা সঙ্গে নেবে।


তারপরে বেথসূর প্রদেশের অর্ধেক অংশের শাসক, অস্‌বুকের পুত্র নহিমিয় দাউদের সমাধির বিপরীত দিকে মাটি কেটে তৈরী সরোবর এবং বীরদের গৃহ পর্যন্ত মেরামত করেছিলেন।


রেমালিয়ার পুত্র ইসরায়েলরাজ পেকাহ্-র রাজত্বের সপ্তদশ বছরে যিহুদীয়ারাজ যোথামের পুত্র


তুমি নগরের ভেতরে একটা বাঁধ তৈরী করলে যাতে পুরানো দীঘি থেকে বয়ে আসা জল ঐ বাঁধে এসে জমা হয়। কিন্তু ঈশ্বরের দিকে তুমি মনোযোগ দিলে না, যে ঈশ্বর বহুকাল আগে এ সবের পরিকল্পনা করেছিলেন এবং এ সব ঘটনা ঘটিয়েছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন