17 প্রভু পরমেশ্বর তোমাদের উপরে, তোমাদের দেশবাসীর উপরে ও তোমাদের রাজপরিবারের উপরে এমন এক দুর্দৈব আনবেন, যা ইসরায়েল রাজ্য থেকে যিহুদীয়া বিচ্ছিন্ন হবার আগে কোনদিন ঘটে নি। এই দুর্দৈব বহন করে আনবে আসিরিয়ারাজ।
17 এহুদা থেকে আফরাহীমের পৃথক হবার দিন থেকে যে রকম সময় কখনও হয় নি, মাবুদ তোমার প্রতি, তোমার লোকদের ও তোমার পিতৃ-কুলের প্রতি সেই রকম সময় উপস্থিত করবেন, আসেরিয়া দেশের বাদশাহ্কে আনবেন।
17 ইফ্রয়িম যিহূদা থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় অবধি, যা কখনও হয়নি, সদাপ্রভু তোমার প্রতি, তোমার প্রজাদের প্রতি ও তোমার পিতৃকুলের প্রতি সেরকম সময় উপস্থিত করবেন—তিনি আসিরিয়ার রাজাকে নিয়ে আসবেন।”
17 যিহূদা হইতে ইফ্রয়িমের পৃথক্ হইবার দিনাবধি যাদৃশ সময় কখনও হয় নাই, সদাপ্রভু তোমার প্রতি, তোমার প্রজাদের প্রতি ও তোমার পিতৃকুলের প্রতি তাদৃশ সময় উপস্থিত করিবেন, অশূরের রাজাকে আনিবেন।
17 “তোমাদের প্রভুকে ভয় পাওয়া উচিৎ। কারণ তিনি তোমাদের জন্য দুঃসময় আনবেন। এই দুঃসময় তোমাদের কাছে, তোমাদের লোকদের কাছে এবং তোমাদের পিতৃকুলেও আসবে। ঈশ্বর কি করবেন? তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি অশূরের রাজাকে আমন্ত্রণ জানাবেন।
হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, কত সুমহান তুমি! কী ভয়ঙ্কর, কী অসীম ক্ষমতা তোমার! তুমি রক্ষা করে থাক তোমার চুক্তির শপথ পরম নিষ্ঠাভরে। সে কোন সুদূর অতীতে যেদিন আসিরীয় রাজারা আমাদের উপর করত উৎপীড়ন, সেইদিন থেকে আজও আমরা ভোগ করছি বিষম যন্ত্রণা! আমাদের রাজারা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের পুরোহিত ও নবীরা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের জাতির সকলেই ভোগ করছি এই যন্ত্রণা, ভেবে দেখ, হে পরমেশ্বর কি দুঃসহ যাতনা সহ্য করেছি আমরা!
সুতরাং প্রভু পরমেশ্বর আসিরিয়ার সেনাপতিদের দিয়ে যিহুদীয়া আক্রমণ করে অধিকার করালেন। তারা মনঃশিকে বন্দী করে হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেল।
তুমি কি লক্ষ্য করেছ, কি ভাবে লোকেরা বলছে যে, যে দুটি পরিবারকে আমি মনোনীত করেছিলাম, সেই ইসরায়েল ও যিহুদীয়াকে আমি পরিত্যাগ করেছি: তাই তারা আমার প্রজাদের ঘৃণার চোখে দেখে, তাদের একটি জাতিরূপে আর মূল্য দেয় না।