Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 66:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তোমরা যারা প্রভু পরমেশ্বরের ভক্তি সম্ভ্রম কর, শোন তোমরা কি বলেছেন তিনি: আমার প্রতি বিশ্বস্ত থাকায় তোমাদের স্বজাতির কিছু লোক তোমাদের ঘৃণা করে এবং তোমাদের পরিহার করে চলে। তারা তোমাদের উপহাস করে বলে, ‘প্রভু পরমেশ্বর উদ্ধার করুন তোমাদের, দেখি তাঁর কত মহিমা! দেখব তোমরা কত আনন্দে থাক!’ এই লোকেরা জর্জরিত হবে লজ্জায় অপমানে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তোমরা যারা মাবুদের কালামে কেঁপে উঠ, তোমরা তাঁর কালাম শোন; তোমাদের যে ভাইয়েরা তোমাদেরকে ঘৃণা করে, আমার নামের দরুন তোমাদেরকে বের করে দেয়, তারা বলেছে, মাবুদ মহিমান্বিত হোন, যেন আমরা তোমাদের আনন্দ দেখতে পাই; কিন্তু ওরাই লজ্জিত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তোমরা সদাপ্রভুর বাক্য শ্রবণ করো, তোমরা তাঁর বাক্যে কাঁপতে থাকো: “তোমাদের যে ভাইয়েরা তোমাদের ঘৃণা করে, আমার নামের জন্য যারা তোমাদের সমাজচ্যুত করে, তারা বলেছে, ‘সদাপ্রভু মহিমান্বিত হোন যেন আমরা তোমাদের আনন্দ দেখতে পাই!’ তবুও তারা লজ্জিত হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তোমরা যাহারা সদাপ্রভুর বাক্যে কম্পমান, তোমরা তাঁহার বাক্য শুন; তোমাদের যে ভ্রাতৃগণ তোমাদিগকে ঘৃণা করে, আমার নাম প্রযুক্ত তোমাদিগকে বাহির করিয়া দেয়, তাহারা বলিয়াছে, সদাপ্রভু মহিমান্বিত হউন, যেন আমরা তোমাদের আনন্দ দেখিতে পাই; কিন্তু উহারাই লজ্জিত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তোমরা যারা প্রভুর আদেশ মান্য কর তাদের উচিৎ‌ প্রভুর কথা শোনা। “তোমাদের ভাইরা তোমাদের ঘৃণা করেছিল। তোমরা যেহেতু আমাকে অনুসরণ করেছিলে সেহেতু তারা তোমাদের বিরুদ্ধাচরণ করেছিল। তোমাদের ভাইরা বলেছিল, ‘প্রভুকে সম্মান জানাবার সময় আমরা তোমাদের কাছে আসব। তখন তোমাদের সঙ্গে আমরাও সুখী হব।’ ঐ বাজে লোকগুলি শাস্তি পাবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তোমরা যারা সদাপ্রভুর কথায় কাঁপ, তোমরা তাঁর কথা শোন। “তোমাদের যে ভাইয়েরা তোমাদের ঘৃণা করে এবং আমার নামের জন্য তোমাদের বের করে দেয়, তারা বলে, ‘সদাপ্রভু মহিমান্বিত হোক, যেন আমরা তোমাদের আনন্দ দেখতে পাই।’ কিন্তু তারা লজ্জায় পড়বে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 66:5
32 ক্রস রেফারেন্স  

আমি স্বয়ং সৃষ্টি করেছি এই বিশ্বসংসার! এ সবই আমার। যারা দলিত ও নিপীড়িত, যারা আমার ইচ্ছা পালন করে এবং আমাকে ভক্তি সম্ভ্রম করে, তাদের প্রতি আমার দৃষ্টি সজাগ, আমি তাদের ভালবাসি।


আমার জন্যই তোমরা সকলের পাত্র হবে। কিন্তু যে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারবে। সে-ই পরিত্রাণ লাভ করবে।


উপকারের বিনিময়ে যারা অপকার করে তারাই আমার বিপক্ষ কারণ আমি চলি সৎপথে।


তাঁরা বললেন, পাপেই জন্মেছিস তুই। আর তুই কি না এসেছিল আমাদের জ্ঞান দিতে?-এই বলে তাঁরা তাকে সমাজভবন থেকে তাড়িয়ে দিলেন।


পাঠ শেষ হলে পর তারা ভীত চকিত হয়ে একে অন্যের সাথে দৃষ্টি বিনিময় করল এবং তারপর বারুককে বলল, আমরা এসব কথা রাজাকে জানাব।


তোমরা অবজ্ঞাভরে বলে থাক, প্রভু পরমেশ্বর যা করবেন বলেছেন, অবিলম্বে করুন, আমরা একবার দেখি। ইসরায়েলের আরাধ্য পবিত্র ঈশ্বর তাঁর পরিকল্পনা কার্যকর করুন, আমরা দেখি, তাঁর মনে কি আছে!


শ্যামা বলে ঘৃণা করো না আমায়, দগ্ধ এ তনু মোর প্রখর তপন তাপে। ক্রোধে ও অন্ধ ভাইয়েরা আমার করেছে আমায় পালিকা তাদের দ্রাক্ষাকুঞ্জ বনের, আমার দেহকুঞ্জের রূপ তাই বিশুষ্ক মলিন অযত্নে অনাদরে।


বন্ধুগণ, সংসার যদি তোমাদের ঘৃণা করে তাহলে অবাক হয়ো না।


তাঁর এই কথায় তাঁর বিপক্ষ দলের লোকের লজ্জিত হল কিন্তু জনতা তাঁর অলৌকিক কাজের জন্য খুব আনন্দ প্রকাশ করল।


সৎ পরামর্শ যে অবহেলা করে সে নিজের বিপদ ডেকে আনে, কিন্তু যে সসম্ভ্রমে অনুশাসন পালন করে তার কোন বিপদ ঘটে না।


তেমনি অনেকের পাপ মোচনের জন্য খ্রীষ্টকে একবারই বলিদান করা হয়েছে। দ্বিতীয়বার তিনি আবির্ভূত হবেন। এবার আর পাপস্খালন নয়, কিন্তু যারা তাঁর প্রতীক্ষায় রয়েছে তাদের পরিত্রাণের জন্য।


এবং সেই শুভ দিনের আশায় আছি যেদিন আমাদের পরম আরাধ্য এবং পরিত্রাতা যীশু খ্রীষ্টের মহিমা প্রকাশিত হবে।


তারা তোমাদের সমাজচ্যুত করবে। এমনও দিন আসবে যখন কেউ তোমাদের হত্যা করলে সে ভাববে যে সে ঈশ্বরের সেবা করছে।


একদিন তুমি ছিলে জনহীন পরিত্যক্ত, ঘৃণিত এক নগরী। কিন্তু এবার আমি সাজাব তোমায় রাজকীয় মর্যাদা দিয়ে সমুন্নত মহিমায়, এ হবে আনন্দ নিকেতন যুগে যুগে, চিরকাল।


আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহে আমাদের প্রভু যীশুর নাম তোমাদের মাঝে মহিমান্বিত হোক এবং তোমরাও তাঁকে আশ্রয় করে গৌরবান্বিত হও।


সেইজন্য, আমি তোমাদের বলছি, আমার অনুগত ভক্তদের খাদ্য ও পানীয়ের অভাব হবে না কিন্তু তোমরা জর্জরিত হবে তৃষ্ণায় ও ক্ষুধার জ্বালায়। আমার সেবকেরা অবগাহন করবে আনন্দধারায়, তোমরা অধোবদন হবে লজ্জায়।


যখন আমি তাদের শত্রুর বিরুদ্ধে তেজদৃপ্ত কণ্ঠে সিংহের মত হুঙ্কার দেব, তখন আমার প্রজাবৃন্দ আমার অনুসরণ করবে। তখন পশ্চিম থেকে কম্পিত পদে ছুটে আসবে আমার সন্তানেরা।


তিনি আরও বললেন, পুরোহিত হিল্‌কিয় আমাকে এই বইটি দিয়েছেন। তারপর শাফন রাজাকে বইটি পড়ে শোনালেন।


তুমি অনুতপ্ত হয়ে নিজেকে আমার কাছে অবনত করেছ এবং জেরুশালেম ও তার অধিবাসীদের উপর কিভাবে দণ্ডাজ্ঞা নেমে আসবে সে কথা শুনে তুমি পরণের পোষাক ছিঁড়ে ফেলে অশ্রুপাত করেছ। তাই আমি তোমার প্রার্থনা গ্রাহ্য করেছি


সান্ধ্যকালীন বলিদানের সময় পর্যন্ত আমি গভীর বেদনায় বসেই রইলাম এবং নির্বাসন থেকে প্রত্যাগত ইসরায়েলীদের এই ঘৃণ্য আচরণে ক্ষুব্ধ প্রকৃত ঈশ্বরভক্ত লোকেরা চারিদিকে সমবেত হতে শুরু করল।


তোমার প্রতি সম্ভ্রমে, ভয়ে ও বিস্ময়ে সঙ্কুচিত আমি, আমি ভয় করি তোমার বিচার ও শাসনবিধি।


তোমার শত্রুপক্ষ জানে না যে তুমি তাদের দণ্ড দান করবে হে প্রভু পরমেশ্বর, তাদের তুমি লজ্জায় ফেল, জর্জরিত হোক তারা নিদারুণ যন্ত্রণায়। তাদের জন্য তোমার নিরূপিত দণ্ড ভোগ করুক তারা। তুমি দেখিয়ে দাও তাদের, তোমার প্রজাদের কত ভালবাস তুমি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন