Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 66:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 মানুষ নিজেদের ইচ্ছামত কাজ করে থাকে। তাদের পক্ষে বৃষ বলি বা নরবলি একই ব্যাপার, মেষবলি বা কুকুরের ঘাড় ভেঙ্গে উৎসর্গ করা একই। তাদের পক্ষে শস্য নৈবেদ্য বা শূকরের রক্ত নিবেদন একই ব্যাপার, আমার উদ্দেশে ধূপ জ্বালানোর ও অলীক দেবতার কাছে প্রার্থনা করার মধ্যে কোন পার্থক্য নেই। আমার দৃষ্টিতে ঘৃণ্য, বিসদৃশ রীতিতে তারা পূজা-অর্চনা করতেই ভালবাসে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 যে ব্যক্তি গরু কোরবানী করে, সে হত্যা করে; যে ব্যক্তি ভেড়ার বাচ্চা জবেহ্‌ করে, সে কুকুরের গলা ভেঙ্গে ফেলে; যে ব্যক্তি নৈবেদ্য কোরবানী করে, সে শূকরের রক্ত দেয়; যে ব্যক্তি সুগন্ধি ধূপ জ্বালায়, সে মিথ্যা দেবতার শুকরিয়া করে; হ্যাঁ, তারা নিজ নিজ পথ মনোনীত করেছে এবং তাদের প্রাণ নিজ নিজ ঘৃণার বস্তুতে প্রীত হয়;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 কিন্তু যে কেউ ষাঁড় বলিদান করে, সে এক নরঘাতকের তুল্য, যে কেউ মেষশাবক উৎসর্গ করে, সে যেন কুকুরের ঘাড় ভাঙে; যে কেউ শস্য-নৈবেদ্য উৎসর্গ করে, সে শূকরের রক্ত উপহার দেয়, আর যে কেউ সুগন্ধি ধূপ উৎসর্গ করে, সে যেন প্রতিমাপুজো করে। তারা সবাই নিজের নিজের পথ বেছে নিয়েছে, তাদের ঘৃণ্য বস্তুগুলিতে তাদের প্রাণ আমোদিত হয়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 যে ব্যক্তি গো হনন করে, সে নরহত্যা করে; যে ব্যক্তি মেষশাবক বলিদান করে, সে কুকুরের গলা ভাঙ্গিয়া ফেলে; যে ব্যক্তি নৈবেদ্য উৎসর্গ করে, সে শূকরের রক্ত দেয়; যে ব্যক্তি সুগন্ধিধূপ জ্বালায়, সে মিথ্যাদেবের ধন্যবাদ করে; হাঁ, তাহারা আপন আপন পথ মনোনীত করিয়াছে, এবং তাহাদের প্রাণ আপন আপন ঘৃণাই বস্তুতে প্রীত হয়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 কোন কোন লোক বলির জন্য ষাঁড় হত্যা করে কিন্তু তারা মানুষকেও নির্যাতন করে। তারা মেষবলি দিলেও কুকুরের ঘাড় মটকে দেয়! তারা শস্য নৈবেদ্য দিলেও শুয়োরের রক্তও নৈবেদ্য দেয়। সেই মানুষগুলি ধূপ জ্বালালেও ভালবাসে মূল্যহীন মূর্ত্তিগুলোকে। তারা নিজেদের পথে চলতে ভালবাসে এবং ভালবাসে তাদের ভয়ঙ্কর মূর্ত্তিগুলিকে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 যে একটা ষাঁড় বলিদান করে সে সেই ব্যক্তির মত যে মানুষ হত্যা করে, যে একটা ভেড়ার বাচ্চা বলিদান করে, সে সেই ব্যক্তির মত যে কুকুরের ঘাড় ভেঙে ফেলে; যে ব্যক্তি শস্য উৎসর্গ করে, সে যেন শূকরের রক্ত উত্সর্গ করে; যে ব্যক্তি ধূপ উত্সর্গ করে সে অধার্মিকতাকে আশীর্বাদ করে। তারা তাদের পথ বেছে নিয়েছে এবং তারা তাদের ঘৃণার জিনিসগুলোতে আনন্দ পায়।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 66:3
19 ক্রস রেফারেন্স  

দুর্জনের হোমবলি প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ, কিন্তু সজ্জনের প্রার্থনা তাঁর প্রীতিজনক।


প্রভু পরমেশ্বর বলেন, যারা অলীক প্রতিমা পূজার জন্য নিজেদের শুদ্ধ করেছে, যারা উদ্যানে প্রতিষ্ঠিত দেবস্থানে শোভাযাত্রা সহকারে গমন করে এবং শূকর, ইঁদুর ও অন্যান্য নিষিদ্ধ মাংস ভোজন করে তাদের বিনাশ আসন্ন।


খড়্গাঘাতে নির্মম মৃত্যুই হবে তোমাদের বিধিলিপি, কারণ আমার ডাকে তোমরা সাড়া দাও নি, কর্ণপাত কর নি আমার কথায়। যা কিছু আমার দৃষ্টিতে মন্দ, যাতে আমি বিরক্ত হই, আমার অবাধ্য হয়ে সেই মন্দ কাজই তোমরা করে চলেছ।


তারপর সে ঐ নৈবেদ্য হারোণ বংশীয় যাজকদের কাছে নিয়ে যাবে। তাদের একজন ঐ নৈবেদ্য থেকে এক মুঠো মিহি ময়দা, তেল এবং সবটুকু সুগন্ধিদ্রব্য নিয়ে নৈবেদ্যের স্মারকস্বরূপ বেদীর আগুনে আহুতি দেবে। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভক্ষ্য নৈবেদ্য।


দুর্জনের বলিদান প্রভু ঘৃণা করেন, মন্দ উদ্দেশ্যে সে যখন বলি উৎসর্গ করে তখন প্রভু তা আরও বেশী ঘৃণা করেন।


মানত শোধের জন্য গণিকার মজুরী কিংবা পুরুষের বেশ্যাবৃত্তির অর্থ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মন্দিরে তোমরা আনবে না। কারণ এ দুই-ই তাঁর ঘৃণাস্পদ।


শূকরের খুর দ্বিখণ্ডিত কিন্তু তারা জাবর কাটে না তাই শূকরকে তোমরা অশুচি বলে গণ্য করবে। তোমরা তার মাংস খাবে না কিম্বা তার মৃতদেহ স্পর্শ করবে না।


যে দেবতাদের তোমরা বেছে নিয়েছ, যাও তাদের কাছে গিয়ে কান্নাকাটি কর, এই দুর্দশা থেকে তারাই তোমাদের উদ্ধার করুক।


আমি তাদের লোভ ও পাপের জন্য তাদের উপর ক্রুদ্ধ হয়েছিলাম এবং সেইজন্য তাদের পরিত্যাগ করেছিলাম, দিয়েছিলাম দণ্ড। কিন্তু তারা অবাধ্য, দুর্বিনীত, নিজেদের ইচ্ছামতই চলতে লাগল তারা।


যেদিন তারা বেছে নিয়েছিল নতুন আরাধ্য দেবতা, সেদিন তাদের নগর হয়েছিল আক্রান্ত। অস্ত্র ধরে শত্রুকে করে প্রতিহত, ছিল না এমন কেউ! চল্লিশ হাজার ইসরায়েলীর মাঝে।


এই মূর্তির কারিগরের কোন যুক্তি বা কোন বোধবুদ্ধি থাকে না যাতে সে বলতে পারে, কিছুটা কাঠ আমি পুড়িয়েছি, কাঠের আগুনে কিছু খাবার তৈরী করেছি এবং মাংস ঝলসে খেয়েছি আর বাকী কাঠ দিয়ে আমি এই মূর্তি গড়েছি। কাজেই, এখানে আমি এক কাষ্ঠখণ্ডকে প্রণাম করছি।


চরম ঔদ্ধত্যে যারা অন্যায়ের পথে ছুটে চলেছে, আমার সেই স্বেচ্ছাচারী বিদ্রোহী প্রজাদের জন্য সারাদিন আমি দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছি।


আমার জন্য শেবা থেকে আনা ধূপ, দূর দেশ থেকে আনা সুগন্ধি মশলায় আমাকে খুশী করা যাবে না। আমি ওদের উপহার গ্রহণ করব না, তুষ্ট হব না ওদের বলিদানে।


তখনকার দিনে ইসরায়েলীদের কোন রাজা ছিল না। সকলে স্বাধীনভাবে দিন যাপন করত।


আমরা হয়েছিলাম পথভ্রান্ত হারানো মেষের মত, নিজেরাই বেছে নিয়েছিলাম নিজেদের পথ। কিন্তু প্রভু পরমেশ্বর আমদের সমস্ত অপরাধের দায় তুলে দিলেন তাঁর উপরে।


হগয় তখন বললেন, প্রভু বলেছেন, ঐ সব লোক এবং জাতি2 আমার কাছে সেই রকম অশুচি। তাদের সমস্ত কর্মও অশুচি। তারা মন্দিরে যে নৈবেদ্য উৎসর্গ করে তা-ও অশুচি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন