Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 66:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 প্রতি অমাবস্যায় এবং প্রতি সাব্বাথ দিনে সমস্ত মানুষ এই জেরুশালেমে সমবেত হয়ে আমার আরাধনা করবে, এই কথা বলেছেন প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 আর প্রতি অমাবস্যায় ও প্রতি বিশ্রামবারে সমস্ত মানুষ আমার সম্মুখে সেজ্‌দা করতে আসবে, মাবুদ এই কথা বলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 এক অমাবস্যা থেকে অন্য অমাবস্যা ও এক সাব্বাথ-দিন থেকে অন্য সাব্বাথ-দিন পর্যন্ত সমস্ত মানবজাতি এসে আমার সামনে প্রণিপাত করবে,” সদাপ্রভু এই কথা বলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 আর প্রতি অমাবস্যায় ও প্রতি বিশ্রামবারে সমস্ত মর্ত্ত্য আমার সম্মুখে প্রণিপাত করিতে আসিবে, ইহা সদাপ্রভু কহেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 সব লোকরা প্রার্থনার দিনে আমার উপাসনা করতে আসবে। তারা প্রতি মাসের প্রথম দিন এবং বিশ্রামের দিন আমার উপাসনা করতে আসবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 এক মাস থেকে আর এক মাস ও এক বিশ্রামবার থেকে পরের বিশ্রামবার পর্যন্ত, সমস্ত লোক আমার সামনে নত হতে আসবে, এই কথা সদাপ্রভু বলেন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 66:23
25 ক্রস রেফারেন্স  

সর্বাধিপতি প্রভু বললেন, কাজের ছয়দিন অন্দর প্রাঙ্গণের পূর্ব দেউড়ি বন্ধ থাকবে কিন্তু সাব্বাথ ও অমাবস্যার উৎসবে ঐ দেউড়ি খোলা থাকবে।


তখন জেরুশালেমের বিরুদ্ধে আগত বিভিন্ন জাতির মধ্যে যারা অবশিষ্ট থাকবে তারা প্রতি বছর তাদের রাজা সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের উপাসনা ও কুটিরোৎসব পালন করতে সেখানে যাবে।


অমাবস্যা তিথি পার্বণে তাকে উৎসর্গ করতে হবে একটি বৃষ বৎস, ছয়টি মেষশাবক এবং একটি মেষ। সবগুলিই নিখুঁত হওয়া চাই।


হে প্রভু, তোমার সৃষ্ট সর্বজাতি তোমার সম্মুখে এসে করবে প্রণিপাত হবে মুখর তোমার গৌরব গানে।


হে প্রভু, তোমাকে কে না ভয় করে? কে না গায় তোমার নামের মহিমা? কারণ একমাত্র তুমিই পবিত্র, সর্বজাতি তোমারই আরাধনা করবে কারণ প্রকাশিত হয়েছে তোমার ন্যায়বিচার।”


কিন্তু এমন সময় আসছে, এমন কি এখনই সেই সময়, যখন প্রকৃত উপাসকেরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে। পিতা এমন উপাসকেরই সন্ধান করেন।


উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সর্বজাতির মাঝে আমি পূজিত এবং সর্বস্থানে আমার নামে নিবেদিত হয় সুগন্ধি ধূপ ও শুচিশুদ্ধ নৈবেদ্য, কারণ সর্বজাতি আমাকে সম্ভ্রম করে।


এমনকি যিহুদীয়াও জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং প্রতিবেশী সমস্ত জাতির ধনসম্পদ–সোনা, রূপো, পোষাক পরিচ্ছদ প্রচুর পরিমাণে সংগৃহীত হবে।


তুমি প্রার্থনা শুনে থাক, তাই তোমারই কাছে আসবে সর্বমানব।


তাঁর স্বামী তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি আজ কেন তাঁর কাছে যাবে? আজ তো বিশ্রাম বারও নয় বা শুক্লা প্রতিপদের উৎসবও নয়। মহিলাটি বললেন, তা নাই বা হল।


প্রভু পরমেশ্বর মিশরীদের কাছে নিজেকে ব্যক্ত করবেন এবং তখন তারা তাঁকে চিনবে ও তাঁর উপাসনা করবে, তাঁর কাছে উৎসর্গ করবে বলি ও নৈবেদ্য। তারা তাঁর কাছে দেওয়া প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করবে।


সেইদিন মিশর থেকে আসিরিয়া পর্যন্ত গড়ে উঠবে একটি রাজপথ;। ঐ দুই দেশের মানুষ দুই দেশের মধ্যে যাতায়াত করবে এবং দুই জাতির মানুষ একসাথে ঈশ্বরের আরাধনা করবে।


সেইদিন আসিরিয়া ও মিশরের নির্বাসিত সমস্ত ইসরায়েলীদের তুরী ধ্বনি করে ডেকে আনা হবে। তারা পবিত্র পর্বত জেরুশালেমে এসে প্রভু পরমেশ্বরের আরাধনা করবে।


জাতিবৃন্দের ঘৃণার পাত্র, শাসকবর্গের ভৃত্য ও মানুষের অবজ্ঞার পাত্র সেই ব্যক্তিকে ইসরায়েলের মুক্তিদাতা পবিত্রতম ঈশ্বর বলেন, নৃপতিবৃন্দ তোমাকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়াবে, রাজপুরুষেরা প্রণিপাত করবে তোমায় সসম্মানে। পবিত্রতম প্রভু পরমেশ্বর মনোনীত করেছেন তাঁর দাসকে তিনি রক্ষা করেন তাঁর প্রতিশ্রুতি।


সেদিন আমার পবিত্র পর্বতে, ইসরায়েলীদের পবিত্রতম পর্বতে সমগ্র ইসরায়েলী সমাজ এসে আমার উপাসনা করবে। আমি তোমাদের উপর তুষ্ট হব এবং তোমাদের কাছ থেকে বলি উপহার সর্বোত্তম নৈবেদ্য ও পবিত্র মানতই প্রত্যাশা করব।


প্রতি অমাবস্যায়, সাব্বাথে ও অন্যান্য সমস্ত উৎসবে, পালা-পার্বণে এই শাসকের কর্তব্য হবে, হোমবলির পশু, শস্য নৈবেদ্য ও পানীয় নৈবেদ্যের উপকরণ যোগান দেওয়া। তাঁকে দিতে হবে প্রায়শ্চিত্তের নৈবেদ্য, শস্য নৈবেদ্য এবং হোমবলি ও স্বস্ত্যয়ন বলির নৈবেদ্যের উপকরণ, যাতে সমগ্র ইসরায়েলী প্রজার পাপের স্খালন হয়।


তিনিই সর্বজাতির অধীশ্বর সকল রাজকীয় পরাক্রম তাঁরই।


অধর্মের ভারে যখন আমরা বিপর্যস্ত তখন শুধু তুমিই স্খালন করে থাক আমাদের অপরাধ।


মন্দির দণ্ডায়মান রয়েছে যে পর্বতের উপরে, সেই পর্বত একদিন সকল পর্বতশ্রেণীর চেয়ে হবে উচ্চতম, সকল গিরিশৃঙ্গের উপরে শোভা পাবে সেই পর্বতশৃঙ্গ। স্রোত ধারার মত সমস্ত জাতির মানুষ আসবে তার কাছে,


মিশরের কোন গোষ্ঠী যদি সেখানে উপস্থিত না হয়, তাহলে কুটিরোৎসব পালন করতে না আসা জাতির মতই তিনি তাদের সেই একই দণ্ড দেবেন।


মিশরী ও অন্যান্য যে সব জাতি কুটিরোৎসব পালন করতে জেরুশালেমে যাবে না, এই হবে তাদের দণ্ড।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন