Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 6:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 সেই জ্বলন্ত অঙ্গার দিয়ে আমার ওষ্ঠাধর স্পর্শ করে বললেন, এই অঙ্গার তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে। এবার ঘুচে গেল তোমার অপরাধ, ক্ষমা করা হল তোমার পাপ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর তিনি আমার মুখে তা স্পর্শ করে বললেন, দেখ, এই তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে, তোমার অপরাধ ঘুচে গেল ও তোমার গুনাহ্‌র কাফ্‌ফারা হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 তা দিয়ে তিনি আমার মুখ স্পর্শ করলেন এবং বললেন, “দেখো, এটি তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে; তোমার অপরাধ অপসারিত এবং তোমার পাপের প্রায়শ্চিত্ত করা হয়েছে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করাইয়া কহিলেন, দেখ, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 দূতটি গরম কয়লা আমার ঠোঁটে ছোঁয়াল। তারপর দূতটি বলল, “যে মূহুর্তে এই গরম কয়লা তোমার ঠোঁট স্পর্শ করল, তোমার সমস্ত অপরাধ মুছে গেল। তোমার সব পাপ মুছে গেল।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তিনি আমার মুখে তা ছোঁয়ালেন এবং বললেন, “দেখ, এটা তোমার ঠোঁট ছুঁয়েছে; তোমার অপরাধ দূর করা হল এবং তোমার পাপের প্রায়শ্চিত্ত হল।”

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 6:7
15 ক্রস রেফারেন্স  

তারপর প্রভু পরমেশ্বর নিজের হাতখানা বাড়িয়ে দিলেন, স্পর্শ করলেন আমার ওষ্ঠাধর। আমাকে তিনি বললেন, শোন, তোমাকে যা বলতে হবে, আমি তোমার মুখে সেই বাণী দিলাম।


তিনি যেমন জ্যোতির মাঝে বিরাজ করেন তেমনি আমরা যদি জ্যোতির মাঝে বিচরণ করি, তাহলে আমরা পরস্পর সংযুক্ত থাকি। তাঁর পুত্র যীশুর রক্ত সর্ব পাপ থেকে আমাদের শুচিশুদ্ধ করে।


তবু, আমি, আমিই সেই ঈশ্বর, আমি নিজগুণে মার্জনা করি আপন মহত্বে ক্ষমা করি তোমার পাপ, রাখব না স্মরণে আমি পাপরাশি তোমার।


তখন মানবরূপী সেই দূত হাত বাড়িয়ে আমার ঠোঁট দুটি স্পর্শ করলেন। আমার বাক্‌শক্তি ফিরে এল। আমি বললাম, প্রভু, দর্শনটি দেখে আমি কাতর হয়ে এত ভেঙ্গে পড়েছি যে অত্যন্ত দুর্বল বোধ করছি।


কয়েকজন লোক একজন পক্ষাঘাতগ্রস্তকে খাটিয়ায় শুইয়ে তাঁর কাছে নিয়ে এল। তাদের বিশ্বাস দেখে যীশু সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, ভয় নেই, তোমার সব পাপ ক্ষমা করা হল।


তাঁর এ দুঃখ-যন্ত্রণা, লাঞ্ছনা, নিপীড়ন, দেখলেন প্রভু পরমেশ্বর! তিনি আরোগ্য দান করলেন তাঁর ভক্তদাসকে, দান করলেন তাঁকে দীর্ঘজীবন, এই ভক্তদাসই পূর্ণ করবেন প্রভু পরমেশ্বরের অভিপ্রায়।


অথচ তাঁর এ আঘাত আমাদেরই পাপের ফল, প্রহারিত তিনি আমাদের অপরাধে। তাঁর এ যন্ত্রণাভোগে আমরা লাভ করলাম আরোগ্য, আমাদের হয়ে তাঁর প্রচণ্ড আঘাত গ্রহণে আমরা হলাম পরিশুদ্ধ, লাভ করলাম পূর্ণতা।


তাঁরা তখন মাটিতে উবুড় হয়ে পড়লেন। মোশি হারোণকে বললেন, তোমরা ধূপদানিটি নাও এবং বেদীর উপর থেকে আগুন নিয়ে তার মধ্যে রাখ ও তাতে ধূপ ছড়িয়ে শিগগির জনতার কাছে গিয়ে তাদের জন্য প্রায়শ্চিত্ত কর, কারণ প্রভুর ক্রোধ প্রজ্বলিত হয়েছে এবং মহামারী শুরু হয়েছে।


দান কর উৎসাহ জেরুশালেমবাসীকে। বল তাদের, দীর্ঘকাল তারা সয়েছে যাতনা, এবার সকল অপরাধ তাদের হয়েছে ক্ষমা। তাদের সকল পাপের সমুচিত শাস্তিরও অধিক দিয়েছি আমি।


আমরা হয়েছিলাম পথভ্রান্ত হারানো মেষের মত, নিজেরাই বেছে নিয়েছিলাম নিজেদের পথ। কিন্তু প্রভু পরমেশ্বর আমদের সমস্ত অপরাধের দায় তুলে দিলেন তাঁর উপরে।


দূরে বা নিকটে যে যেখানেই থাকুক না কেন, সকলকে আমি দান করব শান্তি! সুস্থ করব আমি আমার প্রজাবৃন্দকে।


তারপর আমি সর্বজাতির চিত্তশুদ্ধি ঘটাব, যেন একচিত্তে তারা আমার নাম গান করে, যেন শুধু আমারই সেবা করে।


তাঁর পরণে ছিল ময়লা পোষাক। দূত তাঁর সেবকদের বললেন, এঁর গায়ের এই ময়লা পোষাক খুলে ফেল এবং যিহোশূয়কে বললেন, দেখ, আমি তোমার পাপ ধুয়ে দিয়েছি। আমি তোমাকে রাজবসন পরাব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন