Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 6:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তাঁদের কন্ঠের স্বরধ্বনিতে মন্দিরের ভিত্তিমূল পর্যন্ত কেঁপে উঠল, মন্দির ধোঁয়ায় ভরে গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 তখন ঘোষণাকারীর আওয়াজে প্রবেশ-দ্বারের কবাটগুলো কাঁপতে লাগল ও গৃহ ধোঁয়ায় পরিপূর্ণ হতে লাগল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তাদের কণ্ঠস্বরের শব্দে দরজার চৌকাঠগুলি কেঁপে উঠল এবং মন্দির ধোঁয়ায় পূর্ণ হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 তখন ঘোষণাকারীর রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল, ও গৃহ ধূমে পরিপূর্ণ হইতে লাগিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তাদের চিৎকারে দরজার কাঠামো কেঁপে উঠলো। মন্দির ধোঁয়ায় ভরে যেতে লাগল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তাদের আওয়াজে দরজা ও গোবরাটগুলো কেঁপে উঠল যারা চিত্কার করছিল এবং ঘরটা ধোঁয়ায় ভরে গেল।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 6:4
12 ক্রস রেফারেন্স  

তখন ঈশ্বরের প্রতাপ ও পরাক্রম থেকে নির্গত দূমে মন্দির পূর্ণ হল। সেই সপ্ত দূতের সপ্ত মারী সমাপ্ত না হওয়া পর্যন্ত কেউ মন্দিরে প্রবেশ করতে পারল না।


এর পর স্বর্গে ঈশ্বরের মন্দির উন্মুক্ত হল। ভিতরে তাঁর চুক্তি সিন্দুকটি দেখা গেল। তখন বিদ্যুৎ চমকাতে লাগল, নানা ধরণের ভয়াবহ শব্দ, বজ্রনাদ, ভূমিকম্প ও প্রচণ্ড শিলাবৃষ্টি হতে লাগল।


প্রাণীদের ডানার প্রচণ্ড আওয়াজ বহির্প্রাঙ্গণ থেকেও শোনা যাচ্ছিল। সে আওয়াজ যেন সর্বশক্তিমান ঈশ্বরের বজ্রকন্ঠের আওয়াজ।


তখন একখণ্ড মেঘ এসে সম্মিলন শিবিরটিকে আবৃত করল এবং প্রভু পরমেশ্বরের মহিমায় সমগ্র শিবির পরিপূর্ণ হল।


আমি আবার দেখলাম প্রভু বেদীর পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বললেনঃ তুমি স্তম্ভের চূড়ায় আঘাত হানো যেন চৌকাঠগুলো কেঁপে ওঠে। চূড়া ভেঙ্গে সকলের মাথার উপরে নিক্ষেপ কর। অবশিষ্ট যারা থাকবে তাদের আমি তরবারির আঘাতে বধ করব। তাদের কেউ-ই পালাতে পারবে না, রক্ষা পাবে না একজনও।


তাঁর নাসারন্ধ্র থেকে উদ্গীর্ণ হল ধূম, মুখ থেকে নির্গত হল সর্বগ্রাসী অগ্নিশিখা ও জ্বলন্ত অঙ্গাররাশি।


ওড়ার সময় তাদের ডানার আওয়াজ আমি শুনেছি। সে আওয়াজ সাগর গর্জনের মত, বিশাল জনতার কোলাহলের মত, সর্বশক্তিমান ঈশ্বরের বজ্র গম্ভীর কণ্ঠস্বরের মত। ওড়া বন্ধ করলে তারা ডানা দুটি মুড়ে রাখে।


মেঝে থেকে শুরু করে জানালা পর্যন্ত সব কাঠে মোড়া। সব জানালাগুলিতেই রয়েছে কাঠের জাফরি।


তারপর তিনি আমাকে উত্তরের দেউড়ি দিয়ে মন্দিরের সামনে নিয়ে গেলেন। মন্দিরের দিকে তাকাতেই দেখলাম, প্রভু পরমেশ্বরের জ্যোতির্ময় বিভূতিতে মন্দির পরিপূর্ণ। আমি মাটিতে উবুড় হয়ে পড়লাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন