Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 6:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সরাফেরা তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের প্রত্যেকের ছয়টি ডানা। প্রত্যেকে দুটি ডানা দিয়ে মুখ আর দুটি ডানা দিয়ে দেহ ঢেকে রেখেছেন। আরও দুটি ডানা তাঁরা ওড়ার জন্য ব্যবহার করেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তাঁর কাছে সরাফগণ দণ্ডায়মান ছিলেন; তাঁদের মধ্যে প্রত্যেক জনের ছয়টি করে পাখা, প্রত্যেকে দু’টি পাখা দিয়ে নিজের মুখ আচ্ছাদন করেন ও দু’টি পাখা দ্বারা পা অচ্ছাদন করেন ও দু’টি পাখা দ্বারা উড়ে বেড়ান।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তাঁর নিকটে উপস্থিত ছিলেন ছয় ডানাবিশিষ্ট সরাফেরা। দুটি ডানা দিয়ে তারা মুখ ঢেকেছিলেন, দুটি ডানা দিয়ে তারা তাদের পা ঢেকেছিলেন এবং দুটি ডানা দিয়ে তারা উড়ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তাঁহার নিকটে সরাফগণ দণ্ডায়মান ছিলেন; তাঁহাদের মধ্যে প্রত্যেক জনের ছয় ছয় পক্ষ, প্রত্যেকে দুই পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, দুই পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন, ও দুই পক্ষ দ্বারা উড্‌ডীন হন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 প্রভুর বিশেষ দূত সরাফরা তাঁর চারপাশে দাঁড়িয়েছিল। তাদের প্রত্যেকের ছয়টি করে ডানা ছিল। তারা দুটি ডানা দিয়ে মুখ ঢাকে, দুটি ডানা দিয়ে পা ঢাকে এবং বাকি দুটি ডানা তারা ওড়ার কাজে ব্যবহার করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তাঁর উপরে ছিলেন সরাফরা; তাঁদের প্রত্যেকের ছয়টা করে ডানা ছিল, প্রত্যেকে দুটি ডানা দিয়ে নিজেদের মুখ ঢাকতেন এবং দুটি ডানা দিয়ে পা ঢাকেন এবং দুটি ডানা দিয়ে তাঁরা ওড়েন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 6:2
34 ক্রস রেফারেন্স  

সেই প্রাণী চতুষ্টয়ের প্রত্যেকের ছয়টি পাখা। তাদের সর্বাঙ্গে, ভিতরে ও বাইরে রয়েছে অসংখ্য চক্ষু। দিবসরজনী অবিরাম তাঁরা উচ্চারণ করে চলেছেন, “পবিত্র, পবিত্র, পবিত্র প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি ছিলেন, তিনি আছেন এবং তাঁর আবির্ভাব আসন্ন।”


প্রত্যেকটি প্রাণীর দুটি ডানা উপরদিকে তোলা যাতে পাশের প্রাণীর ডানার শেষ প্রান্ত ছুঁতে পারে এবং অপর ডানা দুটি দিয়ে তাদের দেহ ঢাকা।


তুমি বায়ু রাশিকে নিযুক্ত করেছ আপন দূতরূপে বিদ্যুৎ শিখাকে করেছ তোমার পরিচারক।


হে মহাশক্তিধর দূতবৃন্দ তোমরা, যারা তাঁর বাক্য শ্রবণ কর, ও পালন কর তাঁর নির্দেশ, তোমরা তাঁর মহিমা কীর্তন কর।


তখন একজন সরাফ যজ্ঞবেদী থেকে চিমটা দিয়ে একটি জ্বলন্ত অঙ্গার তুলে নিয়ে আমার কাছে এলেন।


করূবপৃষ্ঠে আরোহণ করে তিনি হলেন উড্ডীন, দুরন্ত ঝড়ের ডানায় ভর করে উড়ে এলেন তিনি।


দুটি মূর্তিই ছিল এক মাপের এবং প্রত্যেকটিরই দুটি করে ডানা। প্রত্যেকটি ডানা পাঁচ হাত লম্বা এবং দুটি ডানার প্রান্তভাগের দূরত্ব ছিল দশ হাত।


এর পর আমি মধ্যাকাশে উ্জীন এক স্বর্গদূতকে দেখলাম। তাঁর কাচে রয়েছে শাশ্বত সুসমাচার, পৃথিবীর সর্বজাতি, গোষ্ঠী, সমাজ ও ভাষাভাষী লোকের কাছে প্রচাএরর জন্য।


তখন আমি তাকিয়ে দেখলাম মধ্য-আকাশে উড়ন্ত এক ঈগল। তাকে উচ্চকণ্ঠে বলতে শুনলাম, “অবশিষ্ট যে তিনজন স্বর্গদূত তূর্যধ্বনি করতে উদ্যত, তাঁদের তূরীধ্বনির সঙ্গে সঙ্গে মর্ত্যলোকবাসীরদের চরম বিপর্যয়, ঘোর বিপর্যয়।”


সিংহাসন, প্রবীণ মণ্ডলী ও প্রাণীচতুষ্টয়ের চারিদিকে যে স্বর্গদূতবৃন্দ দাঁড়িয়ে ছিলেন, তাঁরা সিংহাসনের সম্মুখে সাষ্টাঙ্গে প্রণিপাত করে ঈশ্বরের আরাধনা করে বললেনঃ


স্রোতের মত আগুন বেরিয়ে আসছে সেখান থেকে। হাজার হাজার লোক তাঁর সেবায় ব্যস্ত। লক্ষ লক্ষ লোক তাঁর আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে। শুরু হল বিচারসভা। সব নথিপত্র খোলা হল।


প্রত্যেকের চারটি করে মুখ ও চারটি করে ডানা। ডানার তলায় মানুষের মত হাত।


ওড়ার সময় তাদের ডানার আওয়াজ আমি শুনেছি। সে আওয়াজ সাগর গর্জনের মত, বিশাল জনতার কোলাহলের মত, সর্বশক্তিমান ঈশ্বরের বজ্র গম্ভীর কণ্ঠস্বরের মত। ওড়া বন্ধ করলে তারা ডানা দুটি মুড়ে রাখে।


প্রত্যেকটি প্রাণীর ডানার শেষপ্রান্ত পরস্পরের ডানার শেষপ্রান্তকে ছুঁয়েছে। ফলে একটা চতুষ্কোণ সৃষ্টি হয়েছিল। এগিয়ে যাবার সময় সকলে একসঙ্গে দলগতভাবেই এগোচ্ছে, দেহ তাদের একটুও এদিক-ওদিক ঘুরছে না।


কিন্তু প্রত্যেকের চারটি মুখ আর চারটি ডানা।


ঈশ্বর পবিত্র স্বর্গদূতেরও বিশ্বাস করেন না, তারাও তাঁর দৃষ্টিতে শুচিশুদ্ধ নয়।


একদিন স্বর্গদূতেরা প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সমবেত হল। শয়তানও ছিল তাদের সঙ্গে।


মিখাইয়া বলে চললেন, এবার শুনুন পরমেশ্বর কি বলছেন। আমি দেখলাম প্রভু, পরমেশ্বর স্বর্গে তাঁর সিংহাসনে বসে আছেন। তাঁর সমস্ত দূতবাহিনী তাঁর দুই পাশে দাঁড়িয়ে আছেন।


করূব দুটির মেলা ডানা চুক্তি সিন্দুক ও তার বহনদণ্ড দুটি ঢেকে রাখল।


মূর্তি দুটিকে মহাপবিত্র স্থানে এমনভাবে পাশাপাশি বসান হল যাতে মূর্তি দুটির মেলে দেওয়া ডানার একটির শেষ মাথা ঘরের মাঝামাঝি আর একটির ডানাকে ছুঁয়ে থাকে এবং দুজনেরই অপর ডানাটি মন্দিরের দুইদিকের দেওয়াল ছুঁয়ে থাকে।


করূব মূর্তি দুটি উপরের দিকে পাখা বিস্তার করে ঢাকনাটি আড়াল করে রেখেছিল। মূর্তি দুটি মুখোমুখিভাবে স্থাপিত ছিল এবং তাদের দৃষ্টি ঢাকনার উপরে নিবন্ধ ছিল।


করূব দুটির পাখা উপরের দিকে বিস্তার করা থাকবে এবং তার দ্বারা তারা আবরণটি ঢেকে রাখবে। তারা মুখোমুখি থাকবে এবং তাদের দৃষ্টি আবরণের উপর নিবন্ধ থাকবে।


ঈশ্বর পুণ্যবানদের সমাজে ভয় ও ভক্তির পাত্র তারা সকলে জানায় তোমায় শ্রদ্ধা ও সম্মান।


ঈশ্বর তাঁর ভক্তদের বিশ্বাস করেন না এমন কি স্বর্গদূতেরাও তাঁর কাছে ত্রুতিহীন নয়।


সেই স্বর শোনামাত্র এলিয় নিজের আলখাল্লা দিয়ে মুখ ঢেকে বাইরে বেরিয়ে এসে গুহার মুখে দাঁড়ালেন। এলিয় শুনলেন এই কথা—এলিয়, এখানে তুমি কি করছ?


তিনি আর‍ও বললেন, আমি তোমার পূর্বপুরুষ অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের আরাধ্য ঈশ্বর। তখন মোশি মুখ ঢেকে ফেললেন, কারণ ঈশ্বরের দিকে তাকাবার সাহস তাঁর হল না।


ঈশ্বর তাঁকে বললেন,


স্বর্গদূতদের সম্পর্কে বলা হয়েছে: “তিনি তাঁর দূতদের বায়ুসদৃশ করেন, তাঁর সেবকদের করেন অগ্নিশিখাবৎ।”


তখন বাইরে জনতা ছিল প্রার্থনায় রত।


তাঁর পরণে ছিল ময়লা পোষাক। দূত তাঁর সেবকদের বললেন, এঁর গায়ের এই ময়লা পোষাক খুলে ফেল এবং যিহোশূয়কে বললেন, দেখ, আমি তোমার পাপ ধুয়ে দিয়েছি। আমি তোমাকে রাজবসন পরাব।


এমন সময়ে সেখানে এলেন গাব্রিয়েল। আমি যেখানে ছিলাম সেখানে উড়ে এলেন তিনি। তখন ছিল সান্ধ্য নৈবেদ্যের সময়। ইনি সেইজন যাঁকে আমি আগের দর্শনে দেখেছিলাম।


এবং চলতে থাকে। প্রাণীগুলি যখনই কোথাও যায় বা থামে কিম্বা আকাশে ওড়ে, চাকাগুলিও সেইমত করে। যখন তারা ডানা মেলে আকাশে ওড়ে, চাকাগুলিও তাদের সঙ্গে যায়। তারা থামলে চাকাগুলিও থামে। প্রাণীরা উড়লে চাকাগুলি সাথে যায় কারণ চাকাগুলি তাদের নিয়ন্ত্রণে।


আমি উপর দিকে চেয়ে দেখলাম, উত্তর দিক থেকে প্রবল বেগে ছুটে আসছে ঝড়, তার সাথে আকাশ জোড়া মেঘ। চারপাশে তার উজ্জ্বল আলো, তার মধ্যে ঘন ঘন বিদ্যুৎ ঝলসে উঠছে। সেই বিদ্যুতের আগুনের মাঝখানে উজ্জ্বল পিতলের মত কি যেন জ্বলজ্বল করছিল।


তখন সমবেত ইসরায়েলী জনতা এই প্রার্থনা নিবেদন করল:হে প্রভু পরমেশ্বর, একমাত্র তুমিই আমাদের প্রভু, তুমিই ঈশ্বর তুমিই সৃষ্টি করেছ গগণমণ্ডল, সৃষ্টি করেছ নক্ষত্র নিচয় অনন্ত আকাশে, সমুদ্র ও সমুদ্রগর্ভে যা কিছু আছে সকলই তোমার সৃষ্টি সবারই মাঝে সঞ্চার করেছ তুমিপ্রাণের স্পন্দন। দিব্যলোক বাহিনী করে তোমারই আরাধনা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন