Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 57:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 সাহায্যের জন্য যখন ডাকবে, তখন তারা কি শুনতে পাবে তোমাদের আর্তস্বর? একটা দমকা হাওয়া তাদের উড়িয়ে নিয়ে যাবে! কিন্তু যারা আমার শরণাগত, তারা দেশে শান্তিতে বসবাস করবে এবং আমার মন্দিরে উপাসনা করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তুমি যখন সাহায্যের জন্য কান্নাকাটি কর, তখন তোমার সঞ্চিত মূর্তিরা তোমাকে উদ্ধার করুক। কিন্তু বায়ু তাদেরকে উড়িয়ে নিয়ে যাবে, একটি নিশ্বাস সেগুলোকে নিয়ে যাবে; কিন্তু যে ব্যক্তি আমার শরণাপন্ন সে দেশের অধিকার পাবে ও আমার পবিত্র পর্বত অধিকার করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 যখন তুমি সাহায্যের জন্য কাঁদতে থাকবে, তখন তোমার সঞ্চিত প্রতিমারাই যেন তোমাকে রক্ষা করে! বাতাস তাদের সবাইকে উড়িয়ে নিয়ে যাবে, সামান্য এক শ্বাসের ফুৎকারে তারা উড়ে যাবে। কিন্তু যে মানুষ আমার শরণাপন্ন হয়, সে দেশের অধিকার পাবে এবং আমার পবিত্র পর্বতের অধিকারী হবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তুমি যখন ক্রন্দন কর, তখন তোমার সঞ্চিত [পুত্তলিগণ] তোমাকে উদ্ধার করুক। কিন্তু বায়ু তাহাদিগকে উড়াইয়া লইবে, একটী নিঃশ্বাস সে সকলকে লইয়া যাইবে; কিন্তু যে ব্যক্তি আমার শরণাপন্ন সে দেশাধিকার পাইবে, ও আমার পবিত্র পর্ব্বত অধিকার করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 যখন তোমাদের সাহায্যের দরকার হত তখন তোমরা মূর্ত্তির সামনে, যাদের তোমরা তোমাদের চারপাশে জড়ো করেছ, কান্নাকাটি করতে। তাদের তোমাদের সাহায্য করতে দাও। কিন্তু আমি বলি, বাতাস তাদের অনেক দূরে নিয়ে চলে যাবে। আকস্মিক বায়ুপ্রবাহে তারা সব চলে যাবে দূরে বহুদূরে। কিন্তু আমার প্রতি আস্থাশীল লোকরা আমার প্রতিশ্রুতি মতো দেশ পেয়ে যাবে। আমার পবিত্র পর্বত তাদের জন্য থাকবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 যখন তুমি চিত্কার কর, তখন তোমার জড়ো করা মূর্তিগুলোই তোমাকে উদ্ধার করুক। পরিবর্তে বাতাস তাদের সবাইকে বয়ে নিয়ে যাবে; একটা নিঃশ্বাস সে সবকে নিয়ে যাবে। তবু যে লোক আমার আশ্রয় নেয় সে দেশের এবং আমার পবিত্র পাহাড়ের অধিকার পাবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 57:13
39 ক্রস রেফারেন্স  

দুষ্টেরা উচ্ছিন্ন হবে কিন্তু যারা প্রভুর প্রতীক্ষা করে তারাই হবে দেশের অধিকারী।


প্রভুর উপর আস্থা রাখ, সদাচরণ কর, তাহলে বাস করতে পারবে আপন দেশে নিরাপদে সেখানে করবে বিচরণ।


নেকড়ে বাঘ ও মেষশাবক একসঙ্গে আহার করবে, সিংহ বলদের মত তৃণভোজী হবে। সর্প আর বিপজ্জনক থাকবে না। আমার পবিত্র পর্বত সিয়োনে হিংসা ও বিনাশের অস্তিত্ব থাকবে না।


আমি তোমাদের আমার পবিত্র পর্বতে নিয়ে আসব, আমার প্রার্থনা গৃহের আনন্দ দান করব তোমাদের এবং আমার বেদীতে যে বলি তোমরা উৎসর্গ করবে, সেই বলি গ্রহণ করব আমি। আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ নামে অভিহিত হবে।


তিনি বলেছেন, আমার ডাকে ওরা যেমন সাড়া দেয়নি তেমনি আমিও ওদের ডাকে সাড়া দিইনি।


এই ঘটনাতেই তোমরা জানবে যে প্রভু তোমাদের ঈশ্বর, আমার পবিত্র শৈল সিয়োনেই আমার বসতি। জেরুশালেম হবে পবিত্র নগরী, আর কখনও এ নগরী হবে না বিজাতীয় পদানত।


সেদিন আমার পবিত্র পর্বতে, ইসরায়েলীদের পবিত্রতম পর্বতে সমগ্র ইসরায়েলী সমাজ এসে আমার উপাসনা করবে। আমি তোমাদের উপর তুষ্ট হব এবং তোমাদের কাছ থেকে বলি উপহার সর্বোত্তম নৈবেদ্য ও পবিত্র মানতই প্রত্যাশা করব।


তারা ঐ সমস্ত জাতিবর্গের মধ্য থেকে তোমার দেশবাসীকে ফিরিয়ে আনবে আমার কাছে উপহারস্বরূপ। অশ্ব, গর্দভ ও উটের পিঠে এবং রথ ও শকটে করে তারা তাদের আনবে আমার পবিত্র পবর্ত জেরুশালেমে ঠিক সেইভাবে, যেভাবে ইসরায়েলীরা শুচিশুদ্ধ আধারে শস্য নৈবেদ্য আনে আমার মন্দিরে।


আমি ইসরায়েলীদের মধ্যে যিহুদা গোষ্ঠীর লোকদের আশীর্বাদ করব। তাদের বংশধরেরা আমার পাহাড় ঘেরা দেশের অধিবাসী হবে। আমার মনোনীত লোকেরা, যারা সেবা করবে আমার, তারাই বাস করবে সেখানে।


ঈশ্বরের পবিত্র পর্বত সিয়োনে হিংসা বা বিনাশের লেশমাত্র থাকবে না। সমুদ্র যেমন অগাধ জলে পরিপূর্ণ, এই ধরণীও তেমনি পূর্ণ হবে ঈশ্বরের সম্যক জ্ঞানে।


প্রভু পরমেশ্বরের উপর নির্ভরশীল যারা তারা সিয়োন পর্বতের মত অটল ও চিরস্থায়ী।


যে দেবতাদের তোমরা বেছে নিয়েছ, যাও তাদের কাছে গিয়ে কান্নাকাটি কর, এই দুর্দশা থেকে তারাই তোমাদের উদ্ধার করুক।


তাই তারা হবে প্রভাতের কুয়াশা কিম্বা শিশিরের মত, যা অচিরেই হয় অবলুপ্ত, খামার থেকে উড়ে যাওয়া তূষের মতচিম্‌নি থেকে নির্গত ধোঁয়ার মত।


ঝড়ের মুখে তোমার নেতারা যাবে উড়ে, যুদ্ধবন্দীরূপে নিয়ে যাওয়া হবে তোমার মিত্রপক্ষের লোকদের। লজ্জা ও অপমানে জর্জরিত হবে তোমার নগরী কারণ যত মন্দ থাকতে পারে, সব করেছ তুমি।


হে জেরুশালেমবাসী, লেবাননে যাও, চীৎকার কর সেখানে গিয়ে, যাও বাশান দেশে, সেখানে চীৎকার কর মোয়াবের পর্বতশ্রেণী থেকে ডাক দাও কারণ পরাজিত হয়েছে তোমার সমস্ত মিত্রপক্ষ।


কিন্তু তোমরা যারা আমায় পরিত্যাগ করেছ, অবজ্ঞা করেছ আমার পবিত্র পর্বতকে এবং ভাগ্যদেবী ও দেবতার আরাধনায় মগ্ন হয়েছ,


তুমি উড়িয়ে দেবে তাদের বাতাসের মুখে, বায়ুপ্রবাহ নিয়ে যাবে তাদের, তারা ছড়িয়ে যাবে ঘূর্ণী ঝড়ের দাপটে। তখন তোমরা আনন্দে জয়ধ্বনি করবে, কারণ আমি তোমাদের আরাধ্য ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম ঈশ্বর, মুখরিত হবে তোমরা আমার স্তুতিগানে।


ছোট্ট চারাগাছের মত তারা, অঙ্কুরিত হয়েছে মাত্র, হয়নি বদ্ধমূল। প্রভু পরমেশ্বর প্রেরণ করেন যখন তপ্ত বায়ু প্রবাহ, শুকিয়ে যায় সেই চারা গাছ, উড়ে যায় শুকনো খড়ের মত।


লোভী বিবাদ সৃষ্টি করে কিন্তু পরমেশ্বরের উপর যে নির্ভর করে তার শ্রীবৃদ্ধি হয়।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, যারা সতত নির্ভর করে তোমার উপর, নিবিড় প্রশান্তি বিরাজ করে তাদের হৃদয়ে।


তোমাদের গড়া পাত্রের গায়ে কাঁটার আগুনের আঁচ লাগার আগেই কাঁচা কি পোড়া সব পাত্রই তিনি বিধবস্ত করবেন ঝড়ে।


কিন্তু দুর্জনেরা তেমন নয় তারা যেন বাতাসের মুখে উড়ে যাওয়া তুষ।


তারা কি বাসতাসের মুখে খড়ের মত উড়ে যায়? ঝড়ে উড়ে যায় তুষের মত?


ইলিশায় ইসরায়েলরাজকে বললেন, কেন আমি আপনাকে সাহায্য করব? যান সেই সব নবীদের কাছে, যারা আপনার বাবা-মাকে পরামর্শ দিত । যোরাম বললেন, না, যাব না। প্রভু পরমেশ্বরই আমাদের এই তিন রাজাকে মোয়াবরাজের হাতে তুলে দিয়েছেন।


মানুষের উপর ভরসা করার চেয়ে প্রভুরই শরণ নেওয়া শ্রেয়।


ফিলিস্তিয়ার দূতদলকে আমরা কি উত্তর দেব? আমরা বলব, প্রভু পরমেশ্বর সিয়োনের ভিত্তিভূমিকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, তাঁর দীন দুঃখী প্রজাবৃন্দ সেখানে নিরাপদ আশ্রয় লাভ করবে।


দরিদ্র ও অসহায় মানুষ পালিয়ে গেছে তোমার কাছে, পেয়েছ পরম আশ্রয় বিপদের দিনে। প্রবল ঝঞ্ঝার কালে তুমি দিয়েছ তাদের পরম আশ্রয়, প্রখর তপন-তাপে দিয়েছ তাদের ছায়া সুশীতল। কারণ হিংস্র নিষ্ঠুর মানুষের আক্রমণ যেন প্রবল ঝঞ্ঝা,


প্রভু পরমেশ্বর তাঁর প্রজাবৃন্দকে বলেছেন, উদ্ধারের সময় হলেই লাভ করবে তুমি আমার কৃপা, সাহায্যের জন্য তোমার কাতর ক্রন্দনে সাড়া দেব আমি। আমি রক্ষা করব তোমায় সতর্ক প্রহরায় তোমারই মাধ্যমে আমি সম্পাদন করব এক সন্ধিচুক্তি প্রজাবৃন্দের সাথে। তোমার আপন দেশে, যে দেশ আজ বিধ্বস্ত, বসতিহীন জনমানবশূন্য।


তোমার প্রজাবৃন্দ হবে ধর্মনিষ্ঠ দেশের অধিকার লাভ করবে চিরতরে। আমি তরুর মত রোপণ করেছি, সৃষ্টি করেছি তাদের যেন প্রকাশিত হয় আমার মহিমা সর্বজনের কাছে।


প্রেমিকেরা ভুলে গেছে তোমাদের, তাদের কাছে তোমাদের আর কোনও মূল্য নেই। শত্রুর মত আমি তোমাদের আক্রমণ করেছি, কঠোর হয়েছে দণ্ড, কারণ অসংখ্য তোমাদের পাপ, দুষ্টতারও নেই কোনও সীমা।


কিন্তু বিনম্র যারা, তারাই হবে দেশের অধিকারী সৌভাগ্যের প্রাচুর্যে তারা হবে আনন্দিত।


প্রভুর আশিস্‌ধন্য যারা, তারাই হবে দেশের অধিকারী কিন্তু তাঁর অভিশাপের পাত্রেরা হবে উচ্ছিন্ন।


ধার্মিকেরা হবে দেশের অধিকারী, চিরকাল তারা সেখানে করবে বসবাস।


প্রভু পরমেশ্বরের প্রতীক্ষায় থাক, তাঁরই পথে চল, তাহলে তিনি তোমাকে করবেন উন্নত দেশে প্রতিষ্ঠা করবেন তোমার অধিকার, প্রত্যক্ষ করবে তুমি দুর্জনের বিনাশ।


প্রভু পরমেশ্বর বলেন, সাম্রাজ্যের পতন কালে জাতিবৃন্দের মধ্য থেকে রক্ষা পেয়েছ যারা, একত্র হও তোমরা সকলে, বিচারের জন্য প্রস্তুত কর নিজেদের।


কোথায় তোমার সেই দেবকুল, যাদের তুমি গড়েছ নিজেদের জন্য? তোমরা যেদিন বিপদে পড়বে, সেদিন তাদেরই বলো উদ্ধার করতে, যদি তারা পারে। যিহুদীয়া, তোমার যত নগর আছে, দেবতাও আছে ততগুলিই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন