Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 56:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 এই রকম মানুষের প্রতি প্রভু পরমেশ্বর বলেছেন, তোমরা যদি পবিত্রভাবে সাব্বাথ দিন পালন, আমার প্রীতিজনক কার্য সম্পাদন এবং বিশ্বস্তভাবে আমার সন্ধিচুক্তির শর্ত পালন কর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 কেননা মাবুদ এই কথা বলেন যে, যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমার সন্তোষজনক বিষয় মনোনীত করে ও আমার নিয়ম দৃঢ় করে রাখে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 কারণ সদাপ্রভু এই কথা বলেন, “যে নপুংসকেরা আমার সাব্বাথ-দিন পালন করে, যা আমার প্রীতিজনক, তাই বেছে নেয় এবং আমার নিয়মের প্রতি অবিচল থাকে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 কেননা সদাপ্রভু এই কথা কহেন যে, যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমার সন্তোষকর বিষয় মনোনীত করে, ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 এই নপুংসকদের একথা বলা উচিৎ‌ নয়। কারণ প্রভু বলেন, “এই নপুংসকদের মধ্যে অনেকে আমার বিশ্রামের দিনের বিধি মেনে চলে। তারা আমার পছন্দের কাজ করে। তারা সত্যিই আমার চুক্তি মেনে চলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 কারণ সদাপ্রভু এই কথা বলেন, “যে যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমি যা পছন্দ করি তাই বেছে নেয় আর আমার নিয়ম শক্ত করে বেঁধে রাখে,

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 56:4
12 ক্রস রেফারেন্স  

কিন্তু একটি বিষয়ই সবচেয়ে দরকারী। মরিয়ম সেই অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টিই বেছে নিয়েছে যা কখনও তার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না।


তবে আমার প্রজাদের শত্রুরা যদি আমার শরণ নিতে চায়, তাহলে তারা এসে আমার সঙ্গে শান্তির সম্পর্ক স্থাপন করুক। হ্যাঁ, আমার সঙ্গে তাদের শান্তির সম্পর্কই কাম্য।


তোমার বিধানসমূহ আমার চিরকালের উত্তরাধিকার, আমার চিত্তের আনন্দস্বরূপ।


প্রভু পরমেশ্বরের সেই বিদেশী ভক্তবৃন্দ, যারা তাঁর প্রজারূপে পরিগণিত হয়েছে, যারা তাঁকে ভালবাসে, তাঁর সেবা করে, যারা পবিত্রভাবে সাব্বাথ দিন পালন করে, বিশ্বস্তভাবে পালন করে তাঁর সন্ধিচুক্তির শর্ত, তাদের উদ্দেশে প্রভু পরমেশ্বর বলেন,


এইভাবেই ঈশ্বর আমার কুল ধন্য করবেন কারণ তিনি আমার সঙ্গে সম্পাদন করেছেন চিরকালের এক চুক্তি, এমন এক চুক্তি যা কোনদিন বদলাবে না, এমন এক প্রতিজ্ঞা যা কখনও ভাঙ্গবে না। এই-ই আমার একান্ত কামনা, এতেই আমার পরিপূর্ণতা ঈশ্বর এই কামনা পূরণ করবেন।


যদি প্রভুর সেবা ও আরাধনা করতে তোমাদের ভাল না লাগে, তাহলে আজই তোমরা স্থির করে নাও কার সেবা-আরাধনা তোমরা করবে—ইউফ্রেটিস নদীর ওপারে তোমাদের পূর্বপুরুষদের উপাস্য দেবতাদের, অথবা যাদের দেশে তোমরা বাস করছ, সেই ইমোরীদের উপাস্য দেবতাদের? তবে আমি ও আমার পরিবারের সকলে—আমরা প্রভু পরমেশ্বরেরই সেবা ও আরাধনা করব।


ঈশ্বরও তেমনি তাঁর প্রতিশ্রুত আশীর্বাদের উত্তরাধিকারীদের কাছে তাঁর সঙ্কল্প যে অপরিবর্তনীয় সে কথা যখন আরও সুস্পষ্ট ভাবে প্রকাশ করতে ইচ্চুক গলেন তখন তিনি শপথের দ্বারা সেই প্রতিশ্রুতি সুনিশ্চিত করলেন।


তারা জানতে চাইবে সিয়োনের পথ এবং সেই নির্দেশিত পথ ধরেই তারা এগিয়ে যাবে। তারা বলবে, ‘চল আমরা প্রভু পরমেশ্বরের সঙ্গে চিরস্থায়ী এক চুক্তিতে আবদ্ধ হই। সে চুক্তি কোনদিনও ভাঙ্গবে না।’


ধন্য সেইজন যে আমার অনুশাসন মেনে চলে। যারা নিষ্ঠার সঙ্গে পবিত্রভাবে সাব্বাথ দিন পালন করে, তাদের আমি আশীর্বাদ করব। আমি আশীর্বাদ করব তাদের যারা কোন অন্যায় করে না।


তোমরা আমার কাছে এস, লাভ করবে সার্থক জীবন! শোন, তোমাদের সঙ্গে আমি স্থাপন করব এক চিরস্থায়ী সন্ধি চুক্তি, দাউদের প্রতি ছিল আমার যে অবিচল প্রেম সেই প্রেম বর্ষিত হবে তোমাদের উপর।


প্রভু পরমেশ্বর বলেন, যদি তোমরা সাব্বাথ দিনকে পবিত্রভাবে পালন কর এবং ঐ দিন নিজেদের স্বার্থসিদ্ধির তাগিদে ব্যস্ত না হও, যদি ভ্রমণ, কর্ম ও অযথা বাক্যালাপ না করে আমার এই পবিত্র দিনটিকে উপযুক্ত মর্যাদা দান কর,


যারা রক্ষা করে তাঁর স্থাপিত সন্ধিচুক্তি, পালন করে তাঁর অনুশাসন তাদের পথ প্রভুরই অবিচল প্রেম ও সত্যের পথ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন