Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 54:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 নোহের কালে আমি করেছিলাম অঙ্গীকার ভাসাব না এ ধরণী প্লাবনে কখনও আর। আর আমি হব না ক্রুদ্ধ তোমার উপর, করলাম আমি আজ এই অঙ্গীকার, করব না ভৎর্সনা তোমায়, দণ্ডও দেব না আর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 বস্তুত আমার কাছে এসব নূহের দিনগুলোর মত; কারণ আমি যেমন শপথ করেছি যে, নূহের জলরাশি আর ভূতল প্লাবিত করবে না, তেমনি এই শপথ করলাম যে, তোমার প্রতি আর ক্রুদ্ধ হব না, তোমাকে আর ভর্ৎসনাও করবো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 “আমার কাছে এ যেন নোহের সময়ের মতো, যখন আমি শপথ করেছিলাম যে, নোহের সময়কালীন জলরাশি আর কখনও পৃথিবীকে প্লাবিত করবে না। সেরকমই, এখন আমি প্রতিজ্ঞা করছি, তোমার উপরে আর ক্রুদ্ধ হব না, তোমাকে আর কখনও তিরস্কার করব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 বস্তুতঃ আমার নিকটে ইহা নোহের জলসমূহের সদৃশ; কারণ আমি যেমন শপথ করিয়াছি যে, নোহের জলসমূহ আর ভূতল আপ্লাবিত করিবে না, তেমনি এই শপথ করিলাম যে, তোমার প্রতি আর ক্রুদ্ধ হইব না, তোমাকে আর ভর্ৎসনাও করিব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 ঈশ্বর বলেন, “নোহর সময়ের কথা স্মরণ কর, আমি পৃথিবীকে বন্যা দিয়ে শাস্তি দিই। কিন্তু আমি নোহকে প্রতিশ্রুতি দিয়েছিলাম পুনরায় বন্যা দিয়ে পৃথিবীকে ধ্বংস করব না। ঠিক সে রকম তোমাদের কথা দিচ্ছি, তোমাদের ওপর আর ক্রুদ্ধ হব না এবং তোমাদের আর কখনও বাজে কথা বলব না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 “কারণ আমার কাছে এটা নোহের জলসমূহের মত; আমি যেমন শপথ করেছিলাম যে, নোহের দিন কার জলের মত জল আর কখনও পৃথিবীকে অতিক্রম করবে না, তেমনি এই শপথ করলাম যে, তোমার ওপর আর রাগ করব না, তোমাকে আর ভর্ত্সনা করব না।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 54:9
18 ক্রস রেফারেন্স  

সেইদিন প্রজাবৃন্দ গাইবে: আমি তব স্ততিগান গাই, হে প্রভু পরমেশ্বর! আমার প্রতি তুমি ক্রুদ্ধ হলেও আজ আর সেই ক্রোধ নাই, দুর্দশা থেকে মুক্ত করে তুমি সান্ত্বনা দিয়েছ আমায়।


শিশুকাল থেকেই মানুষের চিন্তা ভাবনা যত মন্দই হোক না কেন, আমি তাদের অপরাধে ভূমিকে আর অভিশপ্ত করব না, শৈশব থেকেই তো মানুষের অন্তরের ভাবনা-কল্পনা মন্দ। যেভাবে সকল প্রাণীকে আমি সংহার করেছি সেভাবে আর কখনও করব না।


আমার ভোজ সভায় তারা অশ্ব, অশ্বারোহী, সৈন্যবাহিনী ও যোদ্ধাদের মাংস প্রাণভরে খাবে। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বললাম।


ঠিক তেমনি অব্যর্থ আমার মুখ নিঃসৃত বাণী বিফল হয় না আমার পরিকল্পনা সম্পাদনে, হয় না নিষ্ফল তার সার্থক রূপায়ণে। তোমরা মহানন্দে যাত্রা করবে এই নির্বাসন থেকে।


তুমি নির্দিষ্ট করেছ তার সীমা যেন এই জলরাশি তার সীমা অতিক্রম করে পুনরায় পৃথিবীকে না করে প্লাবিত।


চেয়ে দেখ চারিদিকে, কি ঘটনা ঘটছে তোমাকে ঘিরে! তারা একত্রে সমবেত হচ্ছে, ঘরে ফিরে আসছে সন্তানেরা তোমার। আমি যে জাগ্রত ঈশ্বর, এ যেমন ধ্রুব সত্য এ তেমনই সত্য কথা, তুমি গর্বিত হবে তোমার প্রজাগৌরবে, যেমন গর্বিত হয় বধূ তার মহামূল্য অলঙ্কারে।


শপথ করেছেন প্রভু পরমেশ্বর, সমগ্র শক্তি দিয়ে পালন করবেন তিনি এ অঙ্গীকার, অন্যথা হবে না কখনও—আর আমি দেব না তুলে তোমাদের মুখের অন্ন শত্রুদের মুখে, দেব না তুলে বিদেশীর হাতে তোমাদের শ্রমলব্ধ সুরা।


তারপরই আমার ক্রোধ প্রশমিত হবে। আমি সেইদিন হব শান্ত। আর আমি ক্রুদ্ধ হব না, ঈর্ষান্বিত হব না কখনও।


আমি ইসরায়েলী প্রজাদের উপর আমার আত্মা সঞ্চারিত করব, আর কোন দিন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেব না। আমি, সর্বাধিপতি প্রভু, এই কথা বললাম।


তখন তোমরা সমস্ত দুর্দশার কথা তোমার স্মৃতি থেকে মুছে যাবে। বিগত দিনের বন্যার স্মৃতির মত সব তুমি ভুলে যাবে।


ঊর্ধ্বে আকাশমণ্ডলের দিকে চোখ তুলে দেখ, চেয়ে দেখ নিম্নে ধরাতলে! আকাশমণ্ডল মিলিয়ে যাবে ধোঁয়ার মত, পুরাতন বস্ত্রের মত জীর্ণ হবে পৃথিবীর অবস্থা, পতঙ্গের মত মরে যাবে প্রাণীকুল কিন্তু আমার পরিত্রাণ চিরকালের অন্তহীন আমার এই পরিত্রাণ চূড়ান্ত আমার এ বিজয়।


পোকায় কাটা বস্ত্রের মত জীর্ণ হয়ে যাবে তারা, জীর্ণ হয়ে যাবে কীটদষ্ট পশমের মত! কিন্তু যে পরিত্রাণ আমি তোমাদের দেব, তা হবে অক্ষয়, আমার এ বিজয় চিরকালের।


প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর তোমাদের পক্ষ তিনি করেছেন অবলম্বন, বলেছেন তিনি, দারুণ ক্রোধে যে পানপাত্র আমি তুলে দিয়েছিলাম তোমাদের হাতে ফিরিয়ে নিলাম আমি সেই পাত্রখানি, তোমরা আর করবে না পান সেই পাত্রের সুরা যা মত্ত করে তোমাদের।


যদি কোনদিন আকাশকে মাপা হয়, যদি খুঁড়ে ফেলা হয় ধরিত্রীর ভিত্তিমূল, একমাত্র সেদিনই তাদের কর্মের প্রতিফলে ইসরায়েলকে তিনি করবেন প্রত্যাখ্যান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন