Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 54:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 আমি সৃষ্টি করেছি কর্মকারকে, যে প্রজ্বলিত অঙ্গারের সাহায্যে অস্ত্র গড়ে, সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করে যে সৈনিক, সেও আমারই সৃষ্টি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 দেখ, যে কর্মকার জ্বলন্ত অঙ্গারে বাতাস দেয়, আর তার কাজের জন্য অস্ত্র গঠন করে, আমিই তাকে সৃষ্টি করেছি, বিনাশ করার জন্য নাশকের সৃষ্টিও আমিই করেছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 “দেখো, আমি সেই কর্মকারকে সৃষ্টি করেছি, যে হাপরে বাতাস দিয়ে অঙ্গার প্রজ্বলিত করে ও কাজের উপযুক্ত এক অস্ত্র গঠন করে। বিনাশককে ধ্বংস করার জন্য আমিই সৃষ্টি করেছি;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 দেখ, যে কর্ম্মকার জ্বলদঙ্গারে বাতাস দেয়, আর আপন কার্য্যের জন্য অস্ত্র গঠন করে, আমিই তাহার সৃষ্টি করিয়াছি, বিনাশ করণার্থে নাশকের সৃষ্টিও আমিই করিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 “দেখো, আমি কামারকে সৃষ্টি করেছি। সে আগুনে ফুঁ দিয়ে তাকে উত্তপ্ত করে। তারপর সে আগুন ব্যবহার করে গরম লোহার সাহায্যে নিজের ইচ্ছেমত যন্ত্র বানায়। ঠিক সে ভাবেই আমি সৃষ্টি করেছি ‘ধ্বংসকারকদের’ জিনিস ধ্বংস করার জন্য।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 “দেখ, যে কামার জ্বলন্ত কয়লায় বাতাস দেয় এবং তার কাজের জন্য অস্ত্র তৈরী করে আমিই তার সৃষ্টি করেছি, ধ্বংস করার জন্য ধ্বংসকারীকে আমিই সৃষ্টি করেছি।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 54:16
14 ক্রস রেফারেন্স  

পরমেশ্বরের সৃষ্ট সব কিছুরই রয়েছে নির্দিষ্ট পরিণতি, দুর্জনের জন্যও নির্দিষ্ট রয়েছে দুর্দিন।


কিন্তু তোমার কাছে আমার শক্তির পরিচয় দেওয়ার জন্য এবং সারা পৃথিবীতে আমার নাম মাহাত্ম্য প্রচারের জন্যই আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি।


আমি পূর্বদেশ থেকে আহ্বান করছি এক ব্যক্তিকে সে বাজপাখির মত আকস্মিক আঘাত হানবে, সার্থক করে তুলবে আমার পরিকল্পনা। আমার মুখনিঃসৃত বাক্যের অন্যথা হবে না।


কিন্তু প্রভু পরমেশ্বর বলেন, কোন কুঠার কি কাঠুরিয়ার চেয়ে নিজেকে বড় বলে দাবী করতে পারে? কোন করাত কি করাত চালকের চেয়ে বেশী প্রয়োজনীয়? লাঠি কখনো মানুষকে তোলে না, মানুষই বরং লাঠি তোলে।


শোন নি কি তুমি, এ তো আমি, প্রভু পরমেশ্বর বহুকাল আগে করেছি নিরূপণ, করেছি তার পরিকল্পনা অতি পুরাকালে আজ আমি সেই পরিকল্পনা রূপায়িত করেছি বাস্তবে, প্রাকার বেষ্টিত নগরী তুমি ধ্বংসস্তূপে করেছ পরিণত আমারই ক্ষমতায়।


যীশু বললেন, ঈশ্বর তোমায় এ ক্ষমতা না দিলে আমার উপর কোন কর্তৃত্বই তোমার থাকত না। তবে যারা আমাকে তোমার হাতে তুলে দিয়েছে তাদের পাপ আরও গুরুতর।


সেই সময়ে ইসরায়েল দেশে কোন কর্মকার ছিল না। কারণ ফিলিস্তিনীদের নিষেধাজ্ঞায় ইসরায়েলীরা নিজেদের জন্য কোন খড়্গ বা বর্শা তৈরী করতে পারত না।


যদি কেউ তোমায় করে আক্রমণ জেন, এতে সম্মতি নেই আমার, যুদ্ধ করবে যে তোমার বিরুদ্ধে পতন তার অনিবার্য।


কিন্তু কোন অস্ত্র সক্ষম হবে না আঘাত করতে তোমায় তোমার বিরুদ্ধে অভিযোগকারীদের উপযুক্ত জবাব দেবে তুমি। আমি আমার দাসদের রক্ষা করব, দান করব বিজয় তাদের। এই তাদের প্রাপ্য উত্তরাধিকার, বলেন, প্রভু পরমেশ্বর।


এরপরে প্রভু আমাকে চারজন কর্মকারকে দেখালেন।


আমি আরও দেখলাম, জরীপের দড়ি হাতে এক ব্যক্তি।


তুমি দৌড়ে গিয়ে ঐ আমীন যুবককে বল, জেরুশালেমের মানুষ ও পশুপালের সংখ্যাধিক্যের জন্য এটি একটি প্রাচীরবিহীন উন্মুক্ত নগর হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন