Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 52:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বলেন, যখন তোমরা দাস হয়েছিলে তখন তোমাদের জন্য ক্রয়মূল্য কেউ দেয় নি, সুতরাং এখন বিনা অর্থেই তোমাদের মুক্ত করা হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 কারণ মাবুদ এই কথা বলেন, তোমাকে বিনামূল্যে বিক্রি করা হয়েছিলে, আর বিনামূল্যেই মুক্ত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 কারণ সদাপ্রভু এই কথা বলেন, “তোমাকে বিনামূল্যে বিক্রি করা হয়েছে, অর্থ ছাড়াই তোমাকে মুক্ত করা হবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 কারণ সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বিনামূল্যে বিক্রীত হইয়াছিলে, আর বিনারৌপ্যে মুক্ত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রভু বলেন, “তোমরা টাকার জন্য বিক্রি হওনি। তাই তোমাদের মুক্ত করতেও টাকার প্রয়োজন হবে না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 কারণ সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা বিনামূল্যে বিক্রিত হয়েছিল আবার বিনামূল্যেই মুক্ত হবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 52:3
13 ক্রস রেফারেন্স  

আমিই সাইরাসকে প্রেরণা দিয়ে করে তুলেছি কর্মচঞ্চল আমারই উদ্দেশ্য সাধনে, সবাইকে আনবে সে সঠিক পথে, আমি সমতল করে দেব তার চলার পথ। পুনর্নির্মাণ করবে সে আমার নগরী জেরুশালেম। করবে মুক্তিদান আমার প্রজাদের, এর জন্য কেউ তাকে দেয় নি উৎকোচ অথবা দেয় নি তাকে কোন মূল্য, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন একথা।


তোমরা জান যে পরম্পরাগত অসার রীতিনীতি ও সংস্কারের বন্ধন থেকে সোনা বা রূপোর মত কোন নশ্বর বস্তুর বিনিময়ে তোমরা মুক্ত হওনি,


এ যেন নামমাত্র মূল্যে তুমি বিকিয়ে দিয়েছ তোমার প্রজাদের, মূল্যহীন তারা আজ তোমার কাছে।


প্রভু পরমেশ্বর আমাকে বললেনঃ আমার প্রজাদের ধনসম্পদ লুণ্ঠন করার জন্য আমি শত্রু পাঠাব। সারা দেশ জুড়ে যে পাপাচার তারা করেছে, তারই ফলে তাদের এই শাস্তি!


প্রভু পরমেশ্বর বলেন, তোমরা কি মনে কর বিতাড়িত করেছি আমি আমার প্রজাদের সেই ব্যক্তির মত, যে স্ত্রীকে ত্যাগপত্র দেয়? যদি তাই হয়, তবে সেই ত্যাগপত্র কোথায়? ভাব কি তোমরা, বিক্রয় করেছি আমি তোমাদের ক্রীতদাসরূপে সেই ব্যক্তির মত যে দাসরূপে বিক্রয় করে আপন সন্তানদের? তাই যদি হয়, তবে বিক্রয় করেছি তোমাদের কার কাছে? শোন, তোমাদেরই পাপের ফলে বন্দী হয়েছিলে তোমরা দাসত্বের শৃঙ্খলে। নির্বাসিত হয়েছিলে তোমরা নিজেদের অপরাধে!


প্রভু পরমেশ্বর ন্যায়নিষ্ঠ। তিনি জেরুশালেমকে ও অনুতপ্ত জেরুশালেমবাসীকে রক্ষা করবেন।


‘ঈশ্বরের পবিত্র প্রজা’ নামে আখ্যাত হবে তারা, আখ্যাত হবে, ‘প্রভু পরমেশ্বরের পরিত্রাণপ্রাপ্ত প্রজা’ রূপে। জেরুশালেমকে বলা হবে, ‘ঈশ্বরের অন্বেষিতা প্রিয়নগরী’, যে নগরীকে তিনি পরিত্যাগ করবেন না কখনও।


আমার প্রজাদের উদ্ধারের জন্য পূর্ণ হয়েছিল আমার নিরূপিত কাল, তাদের শত্রুকুলেরও দণ্ডলাভের নির্ধারিত সময় হয়েছিল সমাসন্ন।


রাস্তার মোড়ে মোড়ে তুমি মূর্তিপূজার বেদী তৈরী করেছ আর সেখানে দেহপসারিণীর মত আচরণ করেছ কিন্তু সাধারণ বারবধূর মত অর্থের জন্য তুমি এ পথে আসো নি।


গাছ ফল দান করবে, শস্যের ক্ষেত ফসল ফলাবে, সবাই তাদের আপন দেশে নিরাপদে বাস করবে। আমি যখন আমার প্রজাদের শৃঙ্খল মোচন করব, মুক্তিদান করব বন্দীত্ব থেকে, সেইদিনই তারা বুঝবে যে আমিই প্রভু পরমেশ্বর।


যদি উক্ত উপায়গুলিতে সে মুক্ত হতে না পারে, তবে জুবিলির বছরে সে পুত্রকন্যাসহ মুক্ত হবে।


প্রতিবেশীদের কাছে আমাদের তুমি করেছ উপহাসের পাত্র, তাদের বিদ্রূপবাণে আমরা আজ জর্জরিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন