Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 51:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 করুণা করব আমি জেরুশালেমকে, করুণা করব তার ধ্বংসস্তূপের অধিবাসীদের। যদিও জেরুশালেমের ভূমি আজ ঊষর মরু, আমি তাকে পরিণত করব এক উদ্যানে, ঠিক সেই এদনে আমার সাজানো উদ্যানের মত। সেখানে বিরাজ করবে আনন্দ ও উল্লাস, আমারই স্তবগানে মুখরিত হবে উদ্যানের আকাশ-বাতাস ধ্বনিত হবে কৃতজ্ঞতার সুললিত সুরের লহরী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 বস্তুত মাবুদ সিয়োনকে সান্ত্বনা দিয়েছেন, তিনি তার সমস্ত উৎসন্ন স্থানকে সান্ত্বনা দিয়েছেন এবং তার মরুভূমিকে আদনের মত ও তার শুকনো ভূমিকে মাবুদের বাগানের মত করেছেন; তার মধ্যে আমোদ ও আনন্দ, প্রশংসা-গজল ও সঙ্গীতের ধ্বনি পাওয়া যাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 সদাপ্রভু নিশ্চয়ই সিয়োনকে সান্ত্বনা দেবেন ও তার সমস্ত ধ্বংসস্তূপগুলির প্রতি সহানুভূতি দেখাবেন; তিনি তার মরুপ্রান্তরগুলিকে এদন উদ্যানের মতো করবেন, তার জনশূন্য ভূমিকে সদাপ্রভুর উদ্যানের ন্যায় করবেন। তার মধ্যে পাওয়া যাবে আনন্দ ও উৎফুল্লতা, পাওয়া যাবে ধন্যবাদ জ্ঞাপন ও সংগীতের ঝংকার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 বস্তুতঃ সদাপ্রভু সিয়োনকে সান্ত্বনা করিয়াছেন, তিনি তাহার সমস্ত উৎসন্ন স্থানকে সান্ত্বনা করিয়াছেন, এবং তাহার প্রান্তরকে এদনের ন্যায়, ও তাহার শুষ্ক ভূমিকে সদাপ্রভুর উদ্যানের ন্যায় করিয়াছেন; তাহার মধ্যে আমোদ ও আনন্দ, স্তবগান ও সঙ্গীতের ধ্বনি পাওয়া যাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 একইভাবে, প্রভু সিয়োনের ওপরও কৃপা করবেন। সিয়োন ও তার লোকদের তিনি আরাম দেবেন। তিনি সিয়োনের জন্য মহান কাজ করবেন। প্রভু মরুভূমির পরিবর্তন করবেন। মরুভূমি এদনের বাগানের মতো সুন্দর হয়ে উঠবে। সিয়োনের জমি ছিল পরিত্যক্ত কিন্তু তা প্রভুর বাগানের মত হয়ে উঠবে। সেখানকার লোকরা সুখী, খুব সুখী হবে। তারা তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটাবে। তারা ধন্যবাদ ও জয়সূচক গান গাইবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 হ্যাঁ, সদাপ্রভু সিয়োনকে সান্ত্বনা দেবেন; তিনি তার সব ধ্বংসস্থানগুলিকে সান্ত্বনা দেবেন; তার মরুভূমিকে তিনি এদোন বাগানের মত করবেন এবং তার শুকনো ভূমিকে যর্দ্দন নদীর উপত্যকার পাশে সদাপ্রভুর বাগানের মত করবেন। তার মধ্যে আনন্দ, সুখ, ধন্যবাদ ও গানের আওয়াজ পাওয়া যাবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 51:3
36 ক্রস রেফারেন্স  

হে আকাশমণ্ডল মুখরিত হও সঙ্গীতে! আনন্দ ধ্বনি কর হে ধরিত্রী! পর্বতমালা উচ্ছ্বসিত হোক গানে গানে! প্রভু পরমেশ্বর দূর করবেন তাঁর প্রজাবৃন্দের দুঃখ দুর্দশা, দান করবেন তাদের সান্ত্বনা, দুঃখভারে জর্জরিত প্রজাদের উপর বর্ষণ করবেন করুণাধারা।


মিলিত কন্ঠের আনন্দধ্বনিতে উচ্চকিত কর দশদিক হে জেরুশালেমের সমস্ত ধ্বংসস্তূপ! প্রভু পরমেশ্বর উদ্ধার করবেন তাঁর নগরীকে, মুছে দেবেন সমস্ত দুঃখ বেদনা তাঁর প্রজাদের।


তারা যেন সর্বগ্রাসী অগ্নি, তৃণগুল্ম, গাছপালা গ্রাস করে চলে, এদন উদ্যানের মত সবুজ শ্যামল দেশ করে দেয় ঊষর মরুভূমি।


তোমরা তাঁকে না দেখেও ভালবেসেছ, না দেখা সত্ত্বেও এখনি তাঁকে বিশ্বাস করে অনির্বচনীয় পরম আনন্দ উপভোগ করছ


আমি অবসন্ন মানুষের অবসাদ দূর করব, ক্ষুধায় ক্লিষ্ট মানুষকে তৃপ্ত করব আহার্য দানে।


লোট দেখলেন সোয়ারের দিকে জর্ডন উপত্যকার সমগ্র অঞ্চল সুজলা, প্রভু পরমেশ্বরের রচিত উদ্যান ও মিশর দেশের মত। কারণ প্রভু পরমেশ্বর তখনও সদোম ও ঘমোরা নগর ধ্বংস করেননি।


প্রভু পরমেশ্বর বলেন, আমিই সেইজন যিনি তোমায় করেন শক্তিমান, তবে কেন কর ভয় সেই মর্ত্যমানবকে তৃণের চেয়ে বেশি নয় আয়ু যার?


কিন্তু যখন আমার দাস ভবিষ্যদ্বাণী করে, যখন আমি প্রেরণ করি আমার বার্তাবহকে আমার পরিকল্পনা প্রকাশের উদ্দেশে তখন সফল করি আমার সমস্ত পরিকল্পনা, সফল করি সকল ভবিষ্যদ্বাণী। আমি জেরুশালেমকে বলেছি এ কথা, মানুষ আবার বসতি করবে তোমার কোলে, তারা পুনরায় করবে নির্মাণ যিহুদীয়ার নগর জনপদ।


এই ঘটনা ঘটলে প্রত্যেকে বলবে, ইনি আমাদের ঈশ্বর! আমরা এঁরই উপরে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি, তিনি আমাদের উদ্ধার করেছেন। তিনিই আমাদের প্রভু পরমেশ্বর! আমরা তাঁরই উপরে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি। এখন আমরা আনন্দিত ও সুখী কারণ তিনি আমাদের উদ্ধার করেছেন।


সেইদিন প্রজাবৃন্দ গাইবে: আমি তব স্ততিগান গাই, হে প্রভু পরমেশ্বর! আমার প্রতি তুমি ক্রুদ্ধ হলেও আজ আর সেই ক্রোধ নাই, দুর্দশা থেকে মুক্ত করে তুমি সান্ত্বনা দিয়েছ আমায়।


আমি শুনব আমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বাণী, তিনি দান করেছেন শান্তির প্রতিশ্রুতি তাঁর প্রজাবৃন্দের কাছে, কিন্তু তারা যেন আর ফিরে না যায় ভ্রান্ত পথে।


প্রভু পরমেশ্বর তাঁর প্রজাবৃন্দকে বলেছেন, উদ্ধারের সময় হলেই লাভ করবে তুমি আমার কৃপা, সাহায্যের জন্য তোমার কাতর ক্রন্দনে সাড়া দেব আমি। আমি রক্ষা করব তোমায় সতর্ক প্রহরায় তোমারই মাধ্যমে আমি সম্পাদন করব এক সন্ধিচুক্তি প্রজাবৃন্দের সাথে। তোমার আপন দেশে, যে দেশ আজ বিধ্বস্ত, বসতিহীন জনমানবশূন্য।


মরুভূমি বুকে প্রবাহিত হবে স্রোতধারা প্রবাহিত হবে তপ্তমরুতে সুশীতল জল ধারা,


তুমি উড়িয়ে দেবে তাদের বাতাসের মুখে, বায়ুপ্রবাহ নিয়ে যাবে তাদের, তারা ছড়িয়ে যাবে ঘূর্ণী ঝড়ের দাপটে। তখন তোমরা আনন্দে জয়ধ্বনি করবে, কারণ আমি তোমাদের আরাধ্য ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম ঈশ্বর, মুখরিত হবে তোমরা আমার স্তুতিগানে।


দেখ, আমি এক নতুন কর্ম করতে চলেছি, সূত্রপাত হয়ে গেছে তার এবার তুমি দেখবে সে কাজ! মরুপ্রান্তরের মাঝখান দিয়ে আমি নির্মাণ করব এক রাজপথ প্রবাহিত করব সেখানে নদী-নির্ঝর।


বিধ্বস্ত ও জনমানবশূন্য হয়েছিল তোমার দেশ আজ যারা ফিরে আসছে এখানে বসতি করতে এ দেশের পরিসর হবে বড় ছোট তাদের পক্ষে। আর যারা তোমায় করেছিল পরিত্যাগ ধ্বংসস্তূপের মধ্যে বিদূরিত হবে তারা।


জেরুশালেম উল্লসিত মহা আনন্দে, পরিয়েছেন তাকে প্রভু পরমেশ্বর মহার্ঘ বসন, বিবাহ বাসরে বরের মত, বিবাহের সাজে সজ্জিত বধূর মত ভূষিত করেছেন তাকে পরিত্রাণ ও বিজয়ের অমূল্য ভূষণে।


আমার এ সৃষ্টিতে উল্লসিত হও তোমরা, চিরায়ত হোক আনন্দ তোমাদের। আমার সৃষ্ট নতুন জেরুশালেম হবে আনন্দভূমি, তার অধিবাসীরা হবে আনন্দের উৎস।


তুমি ছিলে এদনে ঈশ্বরের উদ্যানে, সর্বপ্রকার মণিমাণিক্য ছিল তোমার ভূষণ: চুণি, পান্না, হীরক, বৈদুর্যমণি, নীলা, পোখরাজ, নীলকান্তমণি, গোমেদ আর মরকতে খচিত তোমার সুবর্ণ অলঙ্কার। তোমার সৃষ্টিলগ্নেই তোমারই জন্য রচিত হয়েছিল এগুলি।


আমি জাতির জনসংখ্যা ও পশুপালের সংখ্যা বৃদ্ধি করব। সংখ্যা এত বৃদ্ধি পাবে যা আগে কখনও হয় নি, লাভ করবে তোমরা বহু সন্তান-সন্ততি, আগের মতই আমি তোমাদের সেখানে বাস করতে দেব, তোমাদের এত সমৃদ্ধি দান করব যা আগে কোনদিন হয় নি। তখন তোমরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


যে দেখবে সে-ই বলবে, একদিন যে জায়গা ধূ ধূ করত, আজ সেখানে উদ্যানের মনোরম শোভা বিরাজ করছে। যে সমস্ত নগর-জনপদ ভেঙ্গে-চূরে তছনছ হয়ে গিয়েছিল, লুন্ঠিত ও বিধ্বস্ত হয়ে গিয়েছিল, এখন সেগুলিতে আবার জনবসতি হড়ে উঠেছে এবং সেগুলি হয়েছে সুরক্ষিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন