Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 5:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আমি কি এর জন্য কোন কিছু করতে বাকী রেখেছি? তাহলে যে ভাল আঙুর আমি প্রত্যাশা করেছিলাম, তার পরিবর্তে টক, বুনো আঙুর কেন ফলল?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আমার আঙ্গুর-ক্ষেতে এমন আর কি করা যেত, যা আমি করি নি? আমি যখন অপেক্ষা করলাম যে, আঙ্গুর ফল ধরবে, তখন কেন তাতে বন্য আঙ্গুর ধরলো?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 আমি আমার দ্রাক্ষাক্ষেত্রের জন্য যা করেছি, তার থেকে বেশি আর কী করা যেত? যখন আমি উৎকৃষ্ট দ্রাক্ষার অপেক্ষা করলাম, তাতে কেবলই বুনো আঙুর কেন ধরল?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আমার দ্রাক্ষাক্ষেত্রের প্রতি এমন আর কি করিতে পারা যাইত, যাহা আমি করি নাই? আমি যখন অপেক্ষা করিলাম যে, দ্রাক্ষাফল ধরিবে, তখন কেন তাহাতে বুনো আঙ্গুর ধরিল?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আমি আমার দ্রাক্ষাক্ষেতের জন্য সাধ্যমত সবকিছুই করেছি। আমি তার জন্য আর কিই বা করতে পারতাম? আমি ভালো দ্রাক্ষার আশা করেছিলাম। কিন্তু শুধু বাজে দ্রাক্ষা ফলেছিল। কেন এমনটা ঘটল?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আমার আঙ্গুর ক্ষেতের জন্য কি আরো কি করতে পারা যেত, যা আমি করিনি? যখন আমি ভাল আঙ্গুরের জন্য অপেক্ষা করলাম কেন তাতে বুনো আঙ্গুর উত্পন্ন হল?

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 5:4
15 ক্রস রেফারেন্স  

জেরুশালেম, ওগো জেরুশালেম, তুমি নবীদের হত্যা করেছ এবং তোমার কল্যাণের জন্য যাঁরা প্রেরিত হয়েছিলেন, তাঁদের করেছ প্রস্তরাঘাত। পক্ষীজননী যেমন নিজের ডানার নীচে তার শাবকদের জড়ো করে রাখে, তেমনি কতবার আমি তোমার সন্তানদের একত্র করতে চেয়েছি, কিন্তু তা তুমি করতে দাওনি।


প্রভু পরমেশ্বর বলেছেনঃ আমার বিরুদ্ধে তোমাদের পূর্বপুরুষেরা কি কি অভিযোগ এনেছে? আমার মধ্যে কোন দোষ তারা পেয়েছে, যাতে তারা আমার কাছ থেকে চলে গেছে মুখ ফিরিয়ে? অসার প্রতিমার পূজা করে তারাও হয়েছে অসার।


জেরুশালেম তোমার ভ্রষ্টাচার তোমাকে অশুচি করেছে। যদিও আমি অনেক চেষ্টা করেছি তোমাকে শুচি করতে, তবুও তুমি অশুচিই রয়ে গেলে। যতক্ষণ না তুমি আমার চরম ক্রোধের জ্বালা অনুভব করতে পারছ ততক্ষণ তুমি শুচি হবে না।


কেন তোমরা বিদ্রোহ করে চলেছ? তোমরা কি আরও বেশী শাস্তি পেতে চাও? হে ইসরায়েল, এরই মধ্যে তোমার মাথা ক্ষতে ভরে গেছে, তোমার হৃদয় ও মন আঘাতে জর্জরিত।


সেরা একটি দ্রাক্ষালতার চারার মত তোমায় রোপণ করেছিলাম আমি। সে চারা তৈরি করা হয়েছিল উৎকৃষ্ট বীজ থেকে। কিন্তু দেখ, এখন তুমি কি হয়েছ! তুমি এখন একটি নিকৃষ্ট বুনো দ্রাক্ষালতা।


মিশর দেশ থেকে বেরিয়ে আসার দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাদের কাছে আমার দাস নবীদের বার বার পাঠিয়েছি।


তা সত্ত্বেও আমার কথা তোমরা কেউ শুনলে না। তোমরা তোমাদের পূর্বপুরুষদের চেয়েও হয়ে উঠেছ আরও জেদী, আরও অবাধ্য।


প্রথম ঝুড়িতে ছিল ভাল পাকা ডুমুর, আর অন্যটিতে খারাপ ডুমুর, খাওয়ার অযোগ্য।


শাখা ও কুঁড়িগুলি কাণ্ডের সঙ্গে অখণ্ডভাবে যুক্ত ছিল এবং সব কিছুই পেটাই করা খাঁটি সোনা দিয়ে তৈরী করা হয়েছিল।


ইসরায়েল ফলভারে সমৃদ্ধ এক দ্রাক্ষালতার মত, ফলের উৎপাদন তার যত বেড়েছে, ততই সে নির্মাণ করেছে বেদী; তার দেশ যত সমৃদ্ধ হয়েছে, ততই উৎকর্ষ লাভ করেছে তার শিলাস্তম্ভগুলি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন