Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 5:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 সেইদিন তারা সমুদ্রের মত গর্জন করে ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়বে। চেয়ে দেখ ঐ দেশের দিকে! ঘোর অন্ধকার আর দুর্দশা! অন্ধকার গ্রাস করেছে আলোকে!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 তারা সেদিন এদের উপরে সমুদ্রগর্জনের মত গর্জে উঠবে; আর, কেউ যদি দেশের প্রতি দৃষ্টিপাত করে, দেখ, অন্ধকার ও সঙ্কট, আর আলোও মেঘমণ্ডলে অন্ধকারময় হয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 সেদিন তারা তার উপরে গর্জন করবে, যেমন সমুদ্রের জলরাশি গর্জন করে। আর কেউ যদি দেশের প্রতি দৃষ্টিপাত করে, সে কেবলই অন্ধকার ও দুর্দশা দেখবে; এমনকি আলোও মেঘমালায় ঢাকা পড়ে অন্ধকার হয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 তাহারা সেই দিন ইহাদের উপরে সমুদ্রগর্জ্জনের ন্যায় গর্জ্জিয়া উঠিবে; আর, কেহ যদি দেশের প্রতি দৃষ্টি করে, দেখ, অন্ধকার ও সঙ্কট, আর আলোক আপন মেঘমণ্ডলে অন্ধকারময় হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 তাই “সিংহ” গর্জন হবে সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো। এবং বন্দী অবরুদ্ধ লোকরা মাটির দিকে তাকাবে। কিন্তু দেখবে শুধুই অন্ধকার। ঘন মেঘে সমস্ত আলো অন্ধকারে ঢেকে যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 সেই দিন তারা সমুদ্রের গর্জনের মত শিকার করবে; আর কেউ যদি দেশের দিকে তাকায়, দেখ, অন্ধকার, চরম দুর্দশা, আর আলো মেঘের দ্বারা অন্ধকারময় হয়েছে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 5:30
24 ক্রস রেফারেন্স  

তারা যত এগিয়ে চলে, পৃথিবী কাঁপতে থাকে, শিউরে ওঠে আকাশ, সূর্য-চন্দ্র আঁধারে ঢেকে যায়, নক্ষত্রপুঞ্জ হয় দীপ্তিহীন।


এর পরে আমি দেখলাম, তিনি যখন ষষ্ঠ সীলমোহর খুললেন তখন মহাভূমিকম্প হল। সূর্য কালো কম্বলের মত এবং পূর্ণচন্দ্র রক্তের মত হয়ে গেল।


সে সব দিনের দুঃখ ক্লেশের শেষে, সূর্য ঢেকে যাবে অন্ধকারে, চাঁদ আর দেবে না আলো, আকাশ থেকে খসে পড়বে তারকারাজি প্রকম্পিত হবে নভোমণ্ডল।


তারা ধনুর্বাণ ও তরবারিতে সজ্জিত হয়েছে। অত্যন্ত নিষ্ঠুর তারা, দয়ামায়া বলে তাদের কিছুই নেই। অশ্বপৃষ্ঠে তারা যখন ছুটে চলে, তখন সমুদ্রগর্জনের ধ্বনি শোনা যায়। জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত।


আকাশের তারকা ও নক্ষত্ররাজি দীপ্তি হারাবে, উদিত সূর্যের আলোক রশ্মি হবে ম্লান, চাঁদ আর জ্যোৎস্না দেবে না।


প্রভু পরমেশ্বর বলেছেনঃ সেদিন মধ্যাহ্নে আমি সূর্যাস্ত ঘটাব, প্রখর দিবালোকময় সারা পৃথিবীকে করব অন্ধকারাচ্ছন্ন।


নিক্ষেপ করেছেন আমায় তিনি নিবিড় থেকে নিবিড়তর অন্ধকারে।


তাদের হাতে আছে ধনুর্বাণ ও তরবারি, তারা নৃশংস ও নির্মম। অশ্বারোহণে তারা যখন ধাবিত হয়, তখন ওঠে সমুদ্রগর্জনের ধ্বনি। তারা একযোগে ব্যাবিলনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত।


জীবনের সেই সায়াহ্নবেলায় যখন সূর্য, চন্দ্র, তারার আলো তোমার চোখে ক্ষীণ ও নিষ্প্রভ হয়ে আসবে, মেঘাচ্ছন্ন হয়ে যাবে তোমার আকাশ,


ঐ শোন পর্বতমালার মাঝে প্রচণ্ড কোলাহল, যেন বিশাল জনতার মত্ত কলরোল! যেন সমবেত রাজ্য ও জাতিবৃন্দের মহাকোলাহল। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যুদ্ধের জন্য সমাবেশ করছেন সৈন্যবাহিনী।


প্রবল পরাক্রান্ত জাতিসমূহ উত্তেজিত হয়েছে, সমুদ্র গর্জনের মত তাদের কোলাহল শোনা যাচ্ছে, উত্তাল তরঙ্গমালা যেন সশব্দে আছড়ে পড়ছে।


দক্ষিণ মরুর জীবজন্তুদের সম্পর্কে ঈশ্বরের বার্তা এই: রাষ্ট্রদূতেরা বিপদসঙ্কুল দেশের মধ্য দিয়ে যাতায়াত করে। এই সমস্ত দেশে সিংহ, বিষধর সাপ এবং বিষাক্ত উড়ুক্কু সাপের বাস। একটি জাতির জন্য গাধা ও উটের পিঠে বোঝাই করে বহুমূল্য উপহার সামগ্রী তারা নিয়ে যাচ্ছে। এগুলি তাদের কোন সাহায্যে আসবে না।


এই জন্যই লোকে বলে, ন্যায়বিচার থেকে আমরা বঞ্চিত, নিপীড়কের হাত থেকে আমরা উদ্ধার পাই না। আলোর আশায় আমরা চেয়ে থাকি, দেখি শুধু অন্ধকার। আলোয় পথ চলব বলে আশা করে থাকি কিন্তু অন্ধকারেই আমরা পথ চলি।


তোমাদের ঈশ্বর, প্রভু পরমেশ্বরকে মহিমায় ভূষিত কর। তিনি অন্ধকারে দেশ আচ্ছন্ন করার আগে, পর্বতের উপরে তোমাদের উছোট খাওয়ার আগে, ভূষিত কর তাঁকে সম্ভ্রমে ও মর্যাদায়। যে আলোর প্রত্যাশায় তোমরা রয়েছ তাকে ঘন অন্ধকারে ডুবিয়ে দেবার আগে মহিমায় ভূষিত কর তাঁকে।


আমি শুনেছি সন্ত্রাসের চীৎকার শুনেছি ভয়বিহ্বল ক্রন্দন, শান্তি সেখানে নেই।


অতএব আমি, সর্বাধিপতি প্রভু এবার বলছি, হে টায়ার নগরী, আমি তোমার শত্রু। তোমাকে আক্রমণ করার জন্য আমি নিয়ে আসব বহুতর জাতিকে। তারা আসবে সাগর তরঙ্গের মত।


ধিক্‌ তোমাদের, যারা প্রভুর দিনের প্রতীক্ষায় রয়েছ, প্রভুর দিনে তোমাদের কি লাভ? সেদিন অন্ধকারময়, আলোকদীপ্ত নয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন