Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 5:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 তাদের কারো ক্লান্তি আসে না, হোঁচট‌্ খায় না কেউ। কারো চোখে তন্দ্রা নামে না, ঘুমিয়ে পড়ে না কেউ। শিথিল হয় না কারো কটি বন্ধনী, ছিন্ন হয় না কারো পাদুকার বন্ধন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 তাদের মধ্যে কেউ ক্লান্ত হবে না, হোঁচট খাবে না, কেউ ঢলে পড়বে না, ঘুমিয়ে পড়বে না; তাদের কোমরবন্ধনী খুলে যাবে না, তাদের জুতার ফিতা ছিঁড়বে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 তাদের মধ্যে কেউই ক্লান্ত হয় না বা হোঁচট খায় না, কেউই ঢুলে পড়ে না বা ঘুমিয়ে যায় না; তাদের কোমরের কারও বেল্ট খসে পড়ে না, জুতো-চটির একটি ফিতেও ছিঁড়ে যায় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 তাহাদের মধ্যে কেহ ক্লান্ত হইবে না, উছোট খাইবে না, কেহ ঢুলিয়া পড়িবে না, নিদ্রা যাইবে না; তাহাদের কটিবন্ধন খুলিয়া যাইবে না, তাহাদের পাদুকার বন্ধন ছিঁড়িবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 এই শত্রুরা কখনও ক্লান্ত হবে না, হোঁচট খাবে না এবং ঘুমিয়ে পড়বে না। তাদের অস্ত্রের কটিবন্ধন খুলে যাবে না। তাদের জুতোর ফিতে কখনই ছিঁড়ে যাবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 তাদের মধ্যে কেউই ক্লান্ত হবে না, হোঁচটও খাবে না; কেউই ঢুলে পড়বে না বা ঘুমাবে না; তাদের কোমর-বন্ধনী খুলে যাবে না, জুতার ফিতেও ছিঁড়বে না;

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 5:27
14 ক্রস রেফারেন্স  

তিনি রাজাদের সিংহাসনচ্যুত করেন, তাদের কটিদেশে পরান জীর্ণবাস।


শাকসকদের তিনি লজ্জিত করেন, বলবানদের করেন বলহীন।


তাঁর বুকের ভেতরটা কেঁপে উঠল, ভয়ে তাঁর মুখ ছাইয়ের মত সাদা হয়ে গেল, হাত-পা নিয়ন্ত্রণ হারাল, পা দুটি ঠক্‌ঠক্‌ করে কাঁপতে লাগল।


আমিই প্রভু পরমেশ্বর, এক এবং অদ্বিতীয়। তোমার প্রয়োজনীয় শক্তি আমি দেব তোমায়, যদিও তুমি জান না আমার পরিচয়।


প্রভু পরমেশ্বর মনোনীত করেছেন সাইরাসকে, রাজা হওয়ার জন্য! জাতিবৃন্দকে জয় করার জন্য নিয়োগ করেছেন তাকে, প্রেরণ করেছেন তাকে রাজন্যবর্গের ক্ষমতা কেড়ে নিতে, স্বয়ং প্রভু পরমেশ্বর খুলে দেবেন শহর-নগরের রুদ্ধ দুয়ার।


পরিপূর্ণ ধর্মনিষ্ঠা ও ন্যায়পরতায় তিনি প্রজাদের শাসন ও পালন করবেন।


প্রভু পরমেশ্বরই রাজাধিরাজ, মহিমায় বিভূষিত তিনি, সুশোভিত তিনি গৌরব ও পরাক্রমে, এ জগতও প্রতিষ্ঠিত সুদৃঢ় ভিত্তিতে,


এই ঈশ্বরই আমাকে করেছেন পরাক্রান্ত, আমার পথকে করেছেন নিরঙ্কুশ।


তোমার নিশ্চয়ই মনে আছে, সরূয়ার পুত্র যোয়াব আমার সঙ্গে কি ব্যবহার করেছিল। ইসরায়েলী বাহিনীর দুই সেনাপতি নেরের পুত্র অবনের ও যেথরের পুত্র অমাসাকে কি ভাবে হত্যা করেছিল। নিশ্চয়ই তোমার আরও মনে আছে, যুদ্ধের সময় ওরা যাদের বধ করেছিল, তারই প্রতিশোধে শান্তির সময়ে এদের হত্যা করে। সেই সাথে নিরপরাধ লোকদেরও হত্যা করে। আজ তার কর্মের ফল ভোগ করতে হচ্ছে আমাকে।


বাইরে খড়্গাঘাতে, ঘরে মহাত্রাসে জর্জরিত হবে তারা, তরুণ, তরুণী, পতিত হবে মৃত্যুর করাল গ্রাসে দুগ্ধপোষ্য শিশু ও শুক্লকেশ বৃদ্ধ—কেউ পাবে না নিস্তার।


যোহন পরতেন উটের লোমের তৈরী পোষাক আর চামড়ার কটিবন্ধ। পঙ্গপাল ও বনমধু ছিল তাঁর খাদ্য।


তাহলে তুমি নির্ভয়ে পথ চলতে পারবে আঘাত লাগবে না তোমার পায়ে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন