Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 49:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 প্রভু পরমেশ্বর বলেছেন আমায়, হে আমার দাস, আমি দেব তোমায় মহত্তর কর্মের মহান দায়িত্বভার। যাকোবের কুলকে পুনরুদ্ধার করে মহান জাতিরূপে প্রতিষ্ঠা করাই একমাত্র কাজ নয় তোমার, এ তো সামান্য কাজ। তুমি হবে আলোকস্বরূপ জাতিবৃন্দের কাছে, সারা জগতের কাছে তুমি পৌঁছে দেবে আমার পরিত্রাণ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তিনি বলেন, এটি লঘু বিষয় যে, তুমি যে ইয়াকুবের বংশগুলোকে উঠাবার জন্য, ইসরাইলের রক্ষাপ্রাপ্ত লোকদেরকে পুনর্বার আনবার জন্য আমার গোলাম হও, আমি তোমাকে জাতিদের দীপ্তিস্বরূপ করবো, যেন তুমি দুনিয়ার সীমা পর্যন্ত আমার উদ্ধারস্বরূপ হও।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তিনি বলেন, “যাকোবের বিভিন্ন গোষ্ঠীকে পুনঃস্থাপিত করার এবং আমার সংরক্ষিত ইস্রায়েলের লোকদের ফিরিয়ে আনার জন্য তুমি যে আমার দাস হবে, তা অতি সামান্য ব্যাপার। আমি তোমাকে অইহুদিদের কাছে দীপ্তিস্বরূপ করব, যেন পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত তুমি আমার পরিত্রাণ নিয়ে আসতে পারো।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 —তিনি বলেন, তুমি যে যাকোবের বংশ সকলকে উঠাইবার জন্য ও ইস্রায়েলের রক্ষিত লোকদিগকে পুনর্ব্বার আনিবার জন্য আমার দাস হও, ইহা লঘু বিষয়; আমি তোমাকে জাতিগণের দীপ্তিস্বরূপ করিব, যেন তুমি পৃথিবীর সীমা পর্য্যন্ত আমার পরিত্রাণস্বরূপ হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 প্রভু আমাকে বলেন, “তুমি আমার খুবই গুরুত্বপূর্ণ দাস। ইস্রায়েলের লোকরা এখন বন্দী। কিন্তু তাদের আমার কাছে আনা হবে। যাকোবের পরিবারগোষ্ঠী আমার কাছেই ফিরে আসবে। কিন্তু তোমার অন্য কাজ আছে, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই কাজ! আমি তোমাকে সমস্ত জাতির আলো হিসেবে তৈরি করব। বিশ্ববাসীকে রক্ষা করতে তুমিই হবে আমার পথ।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তিনি বলেন, “এটা তোমার কাছে ছোটো বিষয় আমার দাস হওয়ার জন্য যাকোবের বংশকে পুনরায় প্রতিষ্ঠিত করবার জন্য এবং ইস্রায়েলের বেঁচে থাকা লোকদের ফিরিয়ে আনবার জন্য। আমি তোমাকে অন্য জাতির কাছে আলোর মত করব যাতে তুমি আমার পরিত্রাতা হও পৃথিবীর শেষ পর্যন্ত।”

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 49:6
30 ক্রস রেফারেন্স  

প্রভু আমাদের এই আদেশই দিয়েছেনঃ'অইহুদীদের জন্য আমি তোমাদের আলোকবর্তিকারূপে নিযুক্ত করেছি, পৃথিবীর প্রত্যন্ত প্রদেশে তোমরা পৌঁছে দেবে মুক্তির বার্তা।’


আমি প্রভু পরমেশ্বর, আহ্বান করেছি তোমাকে, দান করেছি ক্ষমতা, যেন ন্যায়ের প্রতিষ্ঠা হয় এই পৃথিবীতে। সর্বমানবের সঙ্গে তোমারই মাধ্যমে আমি সম্পাদন করব এক চুক্তি, তোমারই মাধ্যমে আমি এনে দেব আলো সর্বজাতির কাছে।


ইনিই সেই জ্যোতি —যিনি অন্যান্য জাতির কাছে ব্যক্ত করবেন তোমার সত্য। ইনিই তোমার প্রজা ইসরায়েলের গৌরব।


প্রভু পরমেশ্বর ব্যবহার করবেন তাঁর অমিত পরাক্রম, রক্ষা করবেন তাঁর প্রজাদের, দেখবে সমগ্র বিশ্বচরাচর।


তোমার দীপ্তিতে আকৃষ্ট হবে জাতিবৃন্দ, রাজন্যকুল আসবে তোমার কাছে নতুন দিনের নবীন সূর্যোদয়ে।


তুমি তাদের মর্মচক্ষু খুলে দেবে যেন তারা অন্ধকার থেকে আলোয় আসে, শয়তানের অধীনতাপাশ থেকে মুক্ত হয়ে ঈশ্বরের কাছে ফিরে আসে এবং আমার উপর বিশ্বাস স্থাপন করে পাপের ক্ষমা লাভ করতে পারে ও ঈশ্বরের নিজস্ব প্রজামণ্ডলীর অন্তর্ভুক্ত হতে পারে।’


সেই দিন আগত প্রায়, যে দিন দাউদের রাজবংশে আবির্ভূত সেই নতুন রাজা হবেন জাতিবৃন্দের কাছে এক প্রতীকস্বরূপ। তারা একত্র হবে তাঁর রাজধানীতে, ভূষিত করবে তাঁকে সম্মানে।


আমি ত্বরাম্বিত করেছি সেই বিজয়দিনের আগমন–—বিলম্ব নেই আর, আসন্ন আমার জয়। আমি উদ্ধার করব জেরুশালেমকে ভূষিত করব ইসরায়েলকে গৌরবের মহামহিমায়।


কিন্তু এ তো পরমেশ্বরের পক্ষে সামান্য একটা কাজ। তিনি মোয়াবীদের উপর আপনাকে জয়ীও করবেন।


হিষ্কিয় বললেন, ছায়াকে দশ ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সহজ, আপনি বরং দশ ধাপ পিছিয়ে দিন।


তাঁরা বলেছিলেন, খ্রীষ্টকে যন্ত্রণাভোগ করতে হবে আর তিনিই মৃতদের মধ্য থেকে প্রথম পুনরুত্থিত হবেন এবং ইহুদী অইহুদী সকলের কাছে আলোকের বার্তা ঘোষণা করবেন।


যিহুদার হাত থেকে রাজদণ্ড, তার ক্রোড় থেকে শাসনদণ্ড কখনও হবে না বিচ্যুত যতদিন না হয় প্রকৃত অধিকারীর আগমন তাঁরই বশ্যতা স্বীকার করবে জাতিবৃন্দ।


প্রভু পরমেশ্বর ন্যায়বিচারে সুপ্রসন্ন, তিনি পরিত্যাগ করেন না তাঁর ভক্তদের, চিরকাল তাদের করেন রক্ষা, কিন্তু দুষ্টদের বংশ হবে নির্মূল।


প্রভু পরমেশ্বর তাদেরই ভালবাসেন যারা মন্দকে ঘৃণা করে। তিনি তাঁর ভক্তদের জীবন রক্ষা করেন, দুর্বৃত্তদের কবল থেকে তাদের করেন উদ্ধার।


নূতন সঙ্গীত গাও প্রভু পরমেশ্বরের উদ্দেশে, এ বিশ্বচরাচর গাও তাঁর স্তবগান! সমুদ্র পথে যাতায়াত কর যারা স্তবগান গাও তাঁর, সাগরের বুকে বসতি যাদের, তোমরা স্তুতিগান গাও তাঁর! হে সুদূরের দেশবাসীগণ, তোমরা সকলে গাও তাঁর স্তবগান!


হে সমগ্র পৃথিবীর মানব, ফিরে এস আমার কাছে, লাভ কর পরিত্রাণ আমিই একমাত্র ঈশ্বর এক এবং অদ্বিতীয়।


চলে যাও তোমরা ব্যাবিলন থেকে তোমরা মুক্ত, স্বাধীন! মহোল্লাসে উচ্চকন্ঠে জানাও এ সংবাদ, কর সর্বত্র ঘোষণা—প্রভু পরমেশ্বর তাঁর দাস ইসরায়েলকে করেছেন উদ্ধার!


শোন হে আমার প্রজাবৃন্দ, শোন আমার কথা, আমি জাতিবৃন্দকে দান করব আমার শিক্ষা আমার বিধান তাদের দান করবে দীপ্তি।


এবার তোমরা আহ্বান করবে তোমাদের অজানা জাতিবর্গকে, একদিন যারা জানত না তোমাদের পরিচয়, তারা ছুটে আসবে তোমাদের কাছে! আমি, প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম ঈশ্বর, আমিই সংঘটিত করব এই সমস্ত ঘটনা, আমিই দান করব তোমাদের গৌরব ও মহিমা।


স্বয়ং প্রভু পরমেশ্বর পৃথিবীর প্রান্ত পর্যন্ত সমস্ত জাতির উদ্দেশে ঘোষণা করে বলছেনঃ সিয়োন কন্যাকে বল, তোমার ত্রাণকর্তা আসছেন! সাথে নিয়ে আসছেন তাদের, যাদের তিনি করেছেন উদ্ধার।


যদি তারা সর্বান্তঃকরণে আমার প্রজাদের অনুসৃত ধর্মপথে চলে এবং একসময় যেভাবে তারা আমার প্রজাদের বেলদেবের নামে শপথ নিতে শিখিয়েছিল, সেইভাবে তারা ‘জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য’ এই বলে যদি শপথ গ্রহণ করে, তবে তারাও আমার প্রজাদের একটি অংশ হবে এবং সমৃদ্ধিলাভ করবে।


মহাপরাক্রান্ত রাজা হয়ে এই ব্যক্তিই মন্দির নির্মাণ করবে এবং শাসনকার্য পরিচালনা করবে। তার সিংহাসনের পাশে একজন পুরোহিত থাকবে এবং তাদের দুজনের মধ্যে থাকবে শান্তিপূর্ণ বোঝাপড়া।


বহু দেশের লোক ও শক্তিশালী জাতিসমূহ তাঁর আরাধনা ও অনুগ্রহ ভিক্ষা করতে জেরুশালেমে আসবে।


হে ঈশ্বর, লোকে করুক তোমার মহিমা কীর্তন, স্তব গান করুক সর্বজাতি।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, যিনি তাঁর প্রজা ইসরায়েলকে নির্বাসন থেকে ফিরিয়ে এনে একত্র করেন, সেই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, যাদের আমি একত্র করেছি, তাদের সঙ্গে আরও অনেককে সম্মিলিত করব।


এই কারণে প্রসববেদনাতুরা নারীর সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তিনি ইসরায়েলকে তুলে দেবেন অন্যের হাতে। পরে তার অবশিষ্ট নির্বাসিত ভ্রাতৃবৃন্দফিরে আসবে ইসরায়েলীদের কাছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন