Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 48:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 আমি জানতাম, তুমি বিশ্বাসঘাতক, বিশ্বাস করা যায় না তোমাকে তুমি বিদ্রোহী, এই তোমার পরিচয়, এই কারণেই কোন কথা জানানো হয় নি তোমায়, ঘুণাক্ষরেও শোনানো হয় নি কোনদিন কিছু।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তুমি তো শোন নি, জানও নি, আগে থেকে তোমার কান খোলাও হয় নি; কেননা আমি জেনেছিলাম, তুমি নিতান্ত বিশ্বাসঘাতক, গর্ভ থেকে অধর্মাচারী বলে আখ্যাত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তোমরা কিছুই শোনোনি, বোঝোওনি; প্রাচীনকাল থেকেই তোমাদের কান খোলা থাকেনি। তোমরা যে কেমন বিশ্বাসঘাতক, তা আমি ভালোভাবেই জানি; জন্ম থেকেই তোমরা বিদ্রোহী নামে আখ্যাত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তুমি ত শুন নাই, জ্ঞাতও হও নাই, এবং পূর্ব্ব হইতে তোমার কর্ণ খোলাও হয় নাই; কেননা আমি জানিয়াছিলাম, তুমি নিতান্ত বিশ্বাসঘাতক ও গর্ভ হইতে অধর্ম্মাচারী বলিয়া আখ্যাত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তবুও তোমরা আমার কথা শোননি! তোমরা কোন কিছুই শেখোনি! আমি যা বলেছি তোমরা তা শুনতে অস্বীকার করেছ। আমি জানি শুরু থেকেই তোমরা আমার বিরুদ্ধাচরণ করবে। জন্মাবার সময় থেকেই তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তোমরা কখনই শোন নি; তোমরা জানোনা; এ জিনিসগুলো খোলা ছিলনা তোমার কানের কাছে আগে থেকে। কারণ আমি জানতাম যে তোমরা খুব প্রতারণাপূর্ণ এবং জন্ম থেকে তোমাদের বিদ্রোহী বলা হয়।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 48:8
33 ক্রস রেফারেন্স  

মাতৃগর্ভ থেকেই দুষ্টেরা বিপথগামী, জন্মাবধি মিথ্যাভাষণের ফলে তারা বিভ্রান্ত।


ইহুদী জাতি বিশ্বাস ভঙ্গ করেছে, তারা ইসরায়েল দেশে ও জেরুশালেমে জঘন্য অনাচার করেছে। তারা পরমেশ্বরের প্রিয় পীঠস্থান অশুচি করেছে। তারা বিধর্মী কন্যাদের বিবাহ করেছে যারা অন্য দেবতার উপাসনা করে।


তারা প্রভু পরমেশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, উৎপাদন করেছে জারজ সন্তান। অমাবস্যার অন্ধকার এখন গ্রাস করবে তাদের, গ্রাস করবে তাদের সম্পত্তি।


আমি বললাম, যদি আমি এইসব কথা বলতে যাই, কে আমার কথা শুনবে? ওরা জেদী, একগুঁয়ে। তোমার কথা তারা কানেই তুলবে না। তুমি আমাকে যা বলতে বললে, সেই কথা শুনে তারা হাসবে।


আমরাও এককালে তাদের মতই জৈব কামনার বশে চলতাম। নিজেদের দেহ ও মনের অভিলাষ অনুযায়ী আচরণ করতাম। অন্যান্য সকলের মত আমরাও স্বভাবতঃ ছিলাম ঈশ্বরের ক্রোধের পাত্র।


ইসরায়েল ও যিহুদীয়ার মানুষ আমার সঙ্গে করেছে চরম বিশ্বাসঘাতকতা। আমি প্রভু পরমেশ্বর এ কথা বলছি।


কিন্তু অবিশ্বাসিনী স্ত্রীর মত কখনও তুমি হলে না একনিষ্ঠ আমার প্রতি। আমি প্রভু পরমেশ্বর বলছি এই কথা।


প্রভু পরমেশ্বর খুলে দিয়েছেন আমার উপলব্ধির দ্বার, বিরোধিতা করি নি আমি মুখ ফিরিয়ে যাই নি চলে।


আমি জানতাম তুমি অবাধ্য, লৌহের মত কঠিন, অনমনীয় ব্রোঞ্জের মত।


মনে কর এ কথা, হে পাপাচারীগণ স্মরণ কর তোমাদের কার্যকলাপ।


তোমার শত্রুপক্ষ জানে না যে তুমি তাদের দণ্ড দান করবে হে প্রভু পরমেশ্বর, তাদের তুমি লজ্জায় ফেল, জর্জরিত হোক তারা নিদারুণ যন্ত্রণায়। তাদের জন্য তোমার নিরূপিত দণ্ড ভোগ করুক তারা। তুমি দেখিয়ে দাও তাদের, তোমার প্রজাদের কত ভালবাস তুমি।


ভয়াবহ এক নৃশংস ঘটনার দিব্যদর্শন আমি দেখেছি, দেখেছি প্রতারণা এবং সর্বনাশা ধ্বংসের দিব্যদর্শন। ইলমের সৈন্যবাহিনী আক্রমণ কর! মিডিয়ার সৈন্যবাহিনী অবরোধ কর শহর-নগর। ব্যাবিলন যে দুঃখ বিপর্যয় এনেছিল, ঈশ্বর তার অবসান ঘটাবেন।


জন্মলগ্ন থেকেই আমি মন্দতায় পূর্ণ ছিলাম, আমার সৃষ্টি মুহূর্তেই গ্রাস করেছিল আমায় পাপের প্রভাব।


বলিদান ও নৈবেদ্যে তুমি প্রীত নও, চাও না তুমি হোম আর প্রায়শ্চিত্ত বলি, কিন্তু তুমি উৎসুক করেছ আমায় তোমার বাক্য শ্রবণে।


আদমের মতই তারা শর্তভঙ্গ করেছে, আমার সঙ্গে করেছে বিশ্বাসঘাতকতা।


শোন, নির্বোধ, মূর্খের দল, তোমাদের চোখ থাকতেও তোমরা অন্ধ, কান থাকতেও বধির।


আমাদের শত্রুরা ধ্বংস হয়ে গেল! লুন্ঠিত ও প্রতারিত না হওয়া সত্ত্বেও তারা অপরকে লুন্ঠন ও প্রতারণা করেছে। কিন্তু এবার তাদের লুন্ঠন ও প্রতারণা করার দিন শেষ হয়ে গেল। তারা নিজেরাই লুন্ঠিত ও প্রতারিত হবে।


তাই তিনি তাঁর ভয়াবহ ক্রোধের আগুনে দগ্ধ করলেন আমাদের ভোগ করালেন প্রচণ্ড যুদ্ধের যন্ত্রণা। তাঁর ক্রোধ অগ্নির মত দগ্ধ করল সমগ্র ইসরায়েলকে কিন্তু আমরা জানলাম না কোনদিন এ ঘটনার কথা এ ঘটনা থেকে কোন শিক্ষাই আমরা পারলাম না গ্রহণ করতে।


বিপর্যয় নেমে আসবে তোমার উপর অকস্মাৎ ঘটবে এই বিপদপাত, তোমার কোন যাদুবিদ্যা পারবে না তা করতে রোধ, যা তুমি ভাব নি স্বপ্নেও!


একমাত্র আমিই ঘটাচ্ছি এই সব ঘটনা, যা কখনও ঘটে নি আগে। যদি ঘটত, তাহলে বলতে, এ সবই তোমার জানা।


কোন মুখে তোমরা অপরকে উপহাস কর? মিথ্যাবাদী তোমরা! কি করে তোমরা অন্যকে বিদ্রূপ কর?


বিদেশীরা তার শক্তি শোষণ করছেকিন্তু সে কথা সে জানে না। তার চুলে যে পাক ধরেছে, তাও সে জানে না।


প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তোমার পূর্ব পুরুষদের সঙ্গে তুমিও শীঘ্রই সমাহিত হবে এবং এই লোকেরা যে দেশ অধিকার করতে যাচ্ছে সেখানে গিয়ে তারা যখন ভিন্ন জাতির মানুষের সঙ্গে বসবাস করবে তখন তারা আমাকে পরিত্যাগ করে সেই দেশের দেবতাদের উপাসনা করবে এবং তাদের সঙ্গে আমার স্থাপিত সম্বন্ধের চুক্তি ভঙ্গ করবে।


তারা অন্য দেবতাদের অনুগামী হবে। নানাপ্রকার অপকর্ম করবে। তার জন্যই তখন আমি তাদের প্রতি বিমুখ হব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন