Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 48:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আমি জানতাম তুমি অবাধ্য, লৌহের মত কঠিন, অনমনীয় ব্রোঞ্জের মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 কারণ আমি জানতাম যে, তুমি অবাধ্য, তোমার ঘাড় লোহার শলাকার মত, তোমার কপাল ব্রোঞ্জের;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 কারণ আমি জানতাম, তোমরা কেমন অনমনীয়; তোমাদের ঘাড়ের পেশিগুলি সব লোহার, তোমাদের কপাল ছিল পিতলের মতো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 কারণ আমি জানিতাম যে, তুমি অবাধ্য, তোমার গ্রীবা লৌহশলাকাবৎ, ও তোমার কপাল পিত্তলময়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আমি সেটা করেছিলাম কারণ আমি জানি তোমরা একরোখা জেদী। আমি যা বলেছিলাম তার কোন কিছুকেই তোমরা বিশ্বাস করনি। তোমরা ছিলে বড় একরোখা লোহার মত যাকে বাঁকানো যায় না, একরোখা ছিলে ব্রোঞ্জের মতো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 কারণ আমি জানতাম যে তোমরা একগুঁয়ে ছিলে, তোমাদের ঘাড়ের মাংসপেশী লোহার মত এবং কপাল ব্রোঞ্জের মত।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 48:4
27 ক্রস রেফারেন্স  

হে উদ্ধত জনসাধারণ, হৃদয় তোমাদের অইহুদীদের মত অপবিত্র, শ্রবণ তোমাদের ঈশ্বরের বাণীর প্রতি বিমুখ। চিরকালই তোমরা পবিত্র আত্মার বিরোধিতা করছ। যেমন ছিল তোমাদের পূর্বপুরুষেরা তেমনিই হয়েছ তোমরাও।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমি এই লোকদের চিনি, এরা অত্যন্ত অবাধ্য এক জাতি


সংশোধনের জন্য তিরস্কার করলেও যে নিজের জিদ ছাড়ে না, অকস্মাৎ একদিন তার পতন হবে আর কখনও সে উঠবে না।


কিন্তু তুমি হৃদয় কঠিন ও অনমনীয় করে বিচার দিনের জন্য তোমার দণ্ড সঞ্চয় করে রাখছ। সেই দিনে ঈশ্বরের ন্যায়বিচার সকলে প্রত্যক্ষ করবে এবং


সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর বলেছেন যে তিনি এই নগরী ও তার সন্নিহিত সমস্ত জনপদের উপর তাঁর সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত শাস্তি বর্ষণ করবেন, কারণ তোমরা জেদী, তাঁর কোনও কথাই তোমরা শোন না।


প্রভু পরমেশ্বর চান বিশ্বস্ততা, তিনি আঘাত করলেন তোমাদের, তবু তোমরা গ্রাহ্য করলে না। তিনি তোমাদের বিপর্যস্ত করলেন, তবু তোমরা সংশোধন করলে না নিজেদের। চরম ঔদ্ধত্যে একগুঁয়েমি করলে, ফিরে এলে না পাপের পথ থেকে।


কারণ তোমাদের বিরুদ্ধাচরণ ও অবাধ্যতার কথা আমি জানি। দেখ, তোমাদের মাঝে আজ আমি জীবিত থাকতেই তোমরা প্রভুর বিরুদ্ধাচরণ করছ, আমার মৃত্যুর পরে তোমরা আরও কি না করবে?


প্রভু পরমেশ্বর মোশিকে বলেছিলেন, ইসরায়েলীদের তুমি বল: তোমরা অত্যন্ত অবাধ্য এক জাতি। যদি আমি তোমাদের সঙ্গে যাই তাহলে মুহূর্তে হয়তো আমি তোমাদের সমূলে ধ্বংস করে ফেলব। তোমরা এখন সমস্ত অলঙ্কার খুলে ফেল, তারপর তোমাদের সম্পর্কে কি করা যায় তা আমি স্থির করব।


তারা যেন তাদের পিতৃপুরুষদের মত না হয়, যারা ছিল অবাধ্য ও বিদ্রোহী, যাদের ছিল না চিত্তের স্থিরতা ঈশ্বরের প্রতি যারা ছিল না বিশ্বস্ত।


হয়ো না উদ্ধত, বলো না কোন কথা স্পর্ধাভরে।


শস্য শ্যামলা প্রাচুর্যময় এক দেশে তোমরা যাবে, কিন্তু আমি তোমাদের সঙ্গে যাচ্ছি না, কারণ তোমরা অত্যন্ত অবাধ্য এক জাতি, পথেই হয়তো আমি তোমাদের সংহার করব।


হে উদ্ধত জেদী প্রজাবৃন্দ, তোমরা যারা ভেবেছ, সুদূর পরাহত সেই বিজয় দিনের আশা, শোন আমার কথা, আমি ত্বরাম্বিত করেছি সেই বিজয় দিনের আশা, শোন আমার কথা,


রাজা নেবুকাডনেজার সেদেকিয়াহকে ঈশ্বরের নামে শপথ করিয়ে তাঁর অনুগত থাকতে বাধ্য করেছিলেন কিন্তু সেদেকিয়াহ নেবুকাডনেজারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তিনি ঔদ্ধত্যে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসতে অস্বীকার করেন।


‘আজকের দিন’ যতক্ষণ বর্তমান থাকে, ততক্ষণ প্রতিদিন তোমরা পরস্পরকে উৎসাহ দাও। তোমরা কেউ পাপের মোহে মনকে অসাড় করে তুলো না।


কিন্তু তিনি হয়ে উঠলেন উদ্ধত, স্বেচ্ছাচারী, নিষ্ঠুর। ফলে তাঁকে সিংহাসনচ্যুত করা হল। তিনি হারালেন তাঁর গৌরব।


তা সত্ত্বেও আমার কথা তোমরা কেউ শুনলে না। তোমরা তোমাদের পূর্বপুরুষদের চেয়েও হয়ে উঠেছ আরও জেদী, আরও অবাধ্য।


সেইজন্য বর্ষা রুদ্ধ হয়েছে, বসন্তে আর বৃষ্টি নামে না। তোমাকে এখন ব্যভিচারিণীর মতই দেখায়, কোন লাজ-লজ্জা নেই তোমার।


তাদের মত তোমরা জেদী ও উদ্ধত হয়ো না, প্রভু পরমেশ্বরের বাধ্য হও। যে মন্দির তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর চিরদিনের জন্য পবিত্র করেছেন, জেরুশালেমের সেই মন্দিরে এস, আরাধনা কর তাঁর, যেন তোমাদের উপর থেকে তাঁর ক্রোধ নিবৃত্ত হয়।


কিন্তু তারা সেকথা গ্রাহ্য করল না। তাদের আরাধ্য পরমেশ্বরে আস্থাহীন পূর্বপুরুষদের মত তারাও ছিল অবাধ্য একগুঁয়ে।


অতএব তোমরা হৃদয় পরিবর্তন কর, আর অবাধ্য হয়ো না,


শান্তি ফিরে এল। কিন্তু আবার পাপ করল তারা এবং আবার তুমি তাদের শত্রুকবলিত করলে। তথাপি যখনই তারা অনুতপ্ত হয়েছে, বিনতি জানিয়েছে উদ্ধার লাভের জন্য, স্বর্গলোক থেকে তুমি শুনেছ তাদের কান্না, মহাকরুণায় তুমি তাদের করেছ উদ্ধার বারংবার।


তারা একগুঁয়ে, জেদী। আমাকে মানে না। তুমি গিয়ে তাদের বল, যে প্রভু পরমেশ্বর এই কথা বলেন’–—


ফারাও খবর নিয়ে জানতে পারলেন যে ইসরায়েলীদের একটি পশুও মারা যায় নি, কিন্তু তা সত্ত্বেও তিনি কঠোর হয়ে রইলেন ইসরায়েলীদের মুক্তি দিলেন না।


এরা সবসময় ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে, সবসময় মিথ্যাচরণ করে, সবসময় ঈশ্বরের উপদেশ শ্রবণে ও পালনে অস্বীকার করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন