Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 48:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 পাপাচারী কখনও শান্তি পাবে না, বলেন প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 মাবুদ বলেন, দুষ্ট লোকদের কোনই শান্তি নেই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 সদাপ্রভু বলেন, “দুষ্ট লোকেদের কোনো শান্তি নেই।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 সদাপ্রভু কহেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 প্রভু আরও বলেছেন, “শয়তান লোকদের জন্য কোথাও শান্তি থাকবে না!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 “দুষ্টদের জন্য কোন শান্তি নেই।” সদাপ্রভু বলছেন।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 48:22
9 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর বলেন, পাপীরা কখনও শান্তি পাবে না।


বললেন, তোমার শান্তির জন্য কি দরকার, তা যদি অন্ত আজ জানতে পারতে। কিন্তু আজ তা তোমার দৃষ্টির আড়ালে।


শান্তির সরণি তাদের অজানা,


শোন আমার কথা হে সুদূরের জাতিবৃন্দ, শোন তোমরা বসতি যাদের বহুদূরে! প্রভু পরমেশ্বর আমার জন্মের পূর্বেই মনোনীত করেছেন আমাকে, করেছেন নিয়োগ আমায় তাঁর দাসের পদে।


অশ্বারোহী দূত যেহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, রাজামশাই জানতে চান, আপনারা মিত্রভাবে আসছেন তো? যেহু বললেন, মিত্রভাবে কিনা, তা দিয়ে তোমার কী দরকার? তুমি আমার পিছনে এস। প্রহরী রাজাকে জানাল যে অশ্বারোহী দূত ওদের কাছে গেল ঠিকই কিন্তু সে ফিরে আসছে না।


তখন আর একজন দূতকে পাঠান হল। সে গিয়ে একই কথা জিজ্ঞাসা করল যেহুকে। যেহু তাকেও বললেন, মিত্রভাবে কিনা, তাতে তোমার কী দরকার! তুমি আমার পিছনে এস।


কিন্তু দুষ্টেরা অশান্ত সমুদ্রের মত, যে সমুদ্র তরঙ্গের আলোড়ন কখনও শান্ত হয় না, যা তুলে আনে, শুধু পাঁক ও আর্বজনা।


উৎসব শেষে ফিরে যাবার সময় তারা দেখবে তাদের মৃতদেহ, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তাদের দেহ কুরে কুরে খাচ্ছে যে কীটগুলি, সেগুলি কখনও মরবে না, যে আগুন দগ্ধ করছে তাদের, সে আগুন নিভবে না কখনও। তাদের বীভৎসরূপ দেখে ঘৃণা জাগবে মানুষের মনে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন