Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 48:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 তিনি যখন তাঁর প্রজাদের রুক্ষ তপ্ত মরুর মধ্য দিয়ে নিয়ে এসেছিলেন, তখন তৃষ্ণায় কষ্ট পায় নি তারা বারিধারা এনেছিলেন তিনি তাদের জন্য শৈলের বুক থেকে। শৈলকে তিনি করলেন দ্বিধাবিভক্ত, প্রবাহিত হল বারিধারা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 তিনি যখন শুকনো স্থান দিয়ে তাদেরকে নিয়ে গেলেন, তারা তৃষ্ণার্ত হল না, তিনি তাদের জন্য শৈল থেকে স্রোত বহালেন; তিনি শৈল ভেদ করলেন, পানি প্রবাহিত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 মরুভূমির মধ্য দিয়ে তাদের নিয়ে যাওয়ার সময় তারা পিপাসিত হয়নি; তাদের জন্য তিনি শিলাপ্রস্তর বিদীর্ণ করে জল প্রবাহিত করেছিলেন; তিনি শিলা বিদীর্ণ করেছিলেন আর জল প্রবাহিত হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 তিনি যখন শুষ্ক স্থান দিয়া তাহাদিগকে লইয়া গেলেন, তাহারা তৃষ্ণার্ত্ত হইল না, তিনি তাহাদের জন্য শৈল হইতে স্রোত বহাইলেন; তিনি শৈল ভেদ করিলেন, জল প্রবাহিত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 প্রভু তাঁর লোকদের মরুভূমির ওপর দিয়ে নিয়ে গেলেন কিন্তু তারা কখনও তৃষ্ণার্ত হয়নি। কেন? কারণ প্রভু তাঁর লোকদের জন্য পাথর থেকে জলপ্রবাহের সৃষ্টি করেছিলেন। তিনি পাথরটি ভাঙলেন এবং জল প্রবাহিত হতে লাগল!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 তাদের পিপাসা পায়নি যখন তিনি মরুপ্রান্তের মধ্যে দিয়ে তাদের নিয়ে যাচ্ছিলেন; তিনি পাথর থেকে তাদের জন্য জল বইয়ে দিয়েছিলেন; তিনি পাথর ভেঙে দিয়েছিলেন এবং তাতে জল বের হয়ে এসেছিল।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 48:21
15 ক্রস রেফারেন্স  

হোরেবের শিলাখণ্ডের উপর আমি তোমাকে দর্শন দেব। সেই শিলাখণ্ডে তুমি আঘাত করবে। তখন ঐ শিলা থেকে জলধারা বেরিয়ে আসবে। ইসরায়েলীরা সেই জল পান করবে। মোশি ইসরায়েলী নেতাদের সামনে সেইমত কাজ করলেন।


তিনি উন্মুক্ত করলেন শিলাবক্ষ, উৎসারিত হল জলস্রোত মরুভূমির মাঝে হল প্রবাহিত।


যেদিন তোমাদের শত্রুদের সমস্ত দুর্গ অধিকৃত হবে এবং তাদের সমস্ত লোক নিহত হবে, সেইদিন প্রত্যেকটি পর্বত ও পাহাড় থেকে নির্গত হবে জলধারা,


তিনি আঘাত করলেন শিলাখণ্ডে, ফলে নির্গত হল বারিধারা, প্রবাহিত হল জলস্রোত। কিন্তু তিনি কি পারেন অন্ন দিতে? অথবা তাঁর প্রজাদের আহারের জন্য পারেন কি মাংস জোগাতে?


মোশি তখন তাঁর হাতের যষ্ঠি তুলে পাহাড়ের গায়ে দুবার আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে জলস্রোত সবেগে নির্গত হল এবং জনতা ও তাদের পশুপাল সেই জল পান করল।


কখনও তারা ক্ষুধিত হবে না, হবে না কখনও তৃষিত। রৌদ্রের খরতাপ আর তপ্ত মরুবালি দগ্ধ করবে না তাদের, কারণ তাদের পরিচালনা করে নিয়ে যাবেন এমন একজন, যিনি ভালবাসেন তাদের, জলের উৎসমুখে তিনি নিয়ে যাবেন তাদের।


ক্ষুধায় যখন কাতর হয়েছিল তারা দিয়েছিলে তুমি খাদ্য তাদের স্বর্গলোক থেকে পাষাণের বুক চিরে দিয়েছিলে তুমি তৃষ্ণার জল। যে দেশ তাদের দেবার জন্য করেছিলে অঙ্গীকার তুমি বলেছিলে তাদের, সেই দেশে যা, কর অধিকার।


জলভরা চোখে তারা ফিরে আসবে, আমি পথ দেখিয়ে নিয়ে যাব তাদের পরম মমতায়। নিয়ে যাব আমি সমতল পথে স্রোতস্বিনীর তীরে, যে পথে তারা উছোট খাবে না, লাগবে না ব্যথা পায়ে। ইসরায়েলের জনক আমি, জ্যেষ্ঠপুত্র আমার ইফ্রয়িম।


প্রান্তরে শৈল বিদারণ করে তিনি তাদের জল পান করালেন, সাগরের অফুরাণ জলরাশির মতই জল পেয়েছিল তারা।


নির্ঝরিণী ও স্রোতস্বিনীর পথ তুমিই করেছ মুক্ত, চিরপ্রবাহিনী তটিনীকে তুমিই করেছ বিশুদ্ধ।


শিলাবক্ষ থেকে তিনি নর্গত করলেন জলস্রোত, নদীর মত প্রবাহিত করলেন সেই জলধারা।


সকল কর্তব্যের দিয়েছিলে নির্দেশ আপন মহত্ত্বে পালন করেছ তাদের ক্ষুধায় মান্না আর তৃষ্ণায় জল দিয়ে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন