Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 48:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 চলে যাও তোমরা ব্যাবিলন থেকে তোমরা মুক্ত, স্বাধীন! মহোল্লাসে উচ্চকন্ঠে জানাও এ সংবাদ, কর সর্বত্র ঘোষণা—প্রভু পরমেশ্বর তাঁর দাস ইসরায়েলকে করেছেন উদ্ধার!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 তোমরা ব্যাবিলন থেকে বের হও; কল্‌দীয়দের মধ্য থেকে পালিয়ে যাও, আনন্দগানের রবসহকারে এই প্রচার কর, এই সংবাদ দাও, দুনিয়ার সীমা পর্যন্ত এই বিষয় উল্লেখ কর; তোমরা বল, মাবুদ তাঁর গোলাম ইয়াকুবকে মুক্ত করেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 তোমরা ব্যাবিলন ত্যাগ করো, ব্যাবিলনীয়দের কাছ থেকে পলায়ন করো! আনন্দরবের সঙ্গে একথা প্রচার করো, ঘোষণা করো সেই বার্তা। পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত তা পৌঁছে দাও; বলো, “সদাপ্রভু তাঁর দাস যাকোবকে মুক্ত করেছেন।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 তোমরা বাবিল হইতে বাহির হও, কল্‌দীয়দের মধ্য হইতে পলায়ন কর, আনন্দগানের রবসহকারে ইহা প্রচার কর, এই সংবাদ দেও, পৃথিবীর সীমা পর্য্যন্ত এই বিষয় উল্লেখ কর; তোমার বল, সদাপ্রভু আপন দাস যাকোবকে মুক্ত করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 আমার লোকরা বাবিল ত্যাগ করো! আমার লোকরা কল‌্দীয়দের কাছ থেকে পালাও। আনন্দের সঙ্গে লোকদের এই সংবাদ দাও। পৃথিবীর দূর দূর স্থানে এই বার্তা পৌঁছে দাও! লোককে বলো, “প্রভু তাঁর ভৃত্য যাকোবকে উদ্ধার করেছেন!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 তোমরা ব্যাবিলন থেকে বেরিয়ে এসো! কলদীয়দের কাছ থেকে পালাও। আনন্দে চিৎকার করে জানাও, এটা ঘোষণা কর। পৃথিবীর শেষ সীমা পর্যন্ত এ কথা বল, ‘সদাপ্রভু তাঁর দাস যাকোবকে মুক্ত করেছেন’।”

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 48:20
39 ক্রস রেফারেন্স  

হে ইসরায়েল, পালাও, পালাও সেখান থেকে! আমার ভয়াবহ ক্রোধের করাল গ্রাস থেকে পালাও!


মিলিত কন্ঠের আনন্দধ্বনিতে উচ্চকিত কর দশদিক হে জেরুশালেমের সমস্ত ধ্বংসস্তূপ! প্রভু পরমেশ্বর উদ্ধার করবেন তাঁর নগরীকে, মুছে দেবেন সমস্ত দুঃখ বেদনা তাঁর প্রজাদের।


ব্যাবিলন ত্যাগ করে শীঘ্র পালাও। প্রাণ নিয়ে পালাও এখান থেকে। নইলে ব্যাবিলনের পাপের জন্য তোমাকেও মরতে হবে। কাল পূর্ণ হয়েছে, এবার আমি তাকে যোগ্য দণ্ডদান্য উদ্যত হয়েছি।


হে ইসরায়েলী, পলায়ন কর ব্যাবিলন থেকে। তোমরা পরিত্যাগ কর এদেশ! সবার আগে পলায়নে তৎপর হও।


এর পরে আমি স্বর্গ থেকে আর এক বাণীশুনলাম: “হে আমার প্রজাবৃন্দ, ওর মধ্যে থেকে বেরিয়ে এস তোমরা, তাহলে ওর পাপের অংশীদার তোমরা হবে না, তোমাদের উপরে বর্তাবে নাতার দণ্ডের ভাগ।


সকল দুঃখ যন্ত্রণা থেকে। কোন দূত নয়, স্বয়ং প্রভু পরমেশ্বরই উদ্ধার করলেন তাদের। তিনি তাঁর প্রেম ও করুণায় তাদের মুক্ত করলেন। অতীতে তিনি সর্বদা তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতেন, যত্ন নিতেন, নিয়ে যেতেন কোলে তুলে,


হে আকাশমণ্ডল মুখরিত হও সঙ্গীতে! আনন্দ ধ্বনি কর হে ধরিত্রী! পর্বতমালা উচ্ছ্বসিত হোক গানে গানে! প্রভু পরমেশ্বর দূর করবেন তাঁর প্রজাবৃন্দের দুঃখ দুর্দশা, দান করবেন তাদের সান্ত্বনা, দুঃখভারে জর্জরিত প্রজাদের উপর বর্ষণ করবেন করুণাধারা।


সেইদিন সমাগত যেদিন যিহুদীয়ার মানুষ গাইবে এই গানঃ অতি সুদৃঢ় আমাদের নগরী! সুরক্ষিত করেছেন স্বয়ং ঈশ্বর নগরীর প্রাকার সমূহ।


“হে স্বর্গরলোক, আনন্দ কর তার এ দশায়,পুণ্যাত্মা, প্রেরিত-শিষ্য ওপ্রবক্তা নবীরাও উল্লসিত হও,কারণ তোমাদের প্রতি তার অন্যায়েরবিচার করে ঈশ্বর তাকেদিয়েছেন চরম প্রতিফল।”


উত্তর দেশ থেকে আগত ধ্বংসকারীদের হাতে যখন ব্যাবিলন বিপর্যস্ত হবে, তখন এই পৃথিবী ও আকাশমণ্ডলে যা কিছু আছে, সকলে আনন্দে হর্ষধ্বনি করবে।


জাতিবৃন্দের কাছে এ কথা পৌঁছে দাও! দাও সঙ্কেত, ঘোষণা কর সংবাদ! গোপন রেখো না এ কথা–— পতন হয়েছে ব্যাবিলনের! তার দেবতা মরোদক ভূলুণ্ঠিত, ব্যাবিলনের সমস্ত প্রতিমা আনতশির, ঘৃণ্য অলীক মূর্তি হয়েছে চূর্ণ।


প্রভু পরমেশ্বর বলেন, হে জাতিবৃন্দ, শোন আমার কথা, ঘোষণা কর আমার বাণী দূর-দূরান্তরে, সুদূর দিগন্তে। আমি ছড়িয়ে দিয়েছিলাম আমার প্রজাদের, কিন্তু একত্র করব তাদের আবার। রাখব তাদের সতর্ক প্রহরায়, মেষপালক যেমন রাখে তার মেষপাল।


বার হয়ে এস ব্যাবিলন থেকে তোমরা যারা মন্দিরে ব্যবহারের দ্রব্যসামগ্রী বহন করে থাক! স্ স্পর্শ করো না কোন অশুচি বস্তু। শুচিশুদ্ধ রাখ নিজেদের, ত্যাগ কর তাদের সংস্পর্শ!


যা কিছু আমি বলেছিলাম, সবই আজ হয়েছে সফল। আমার ভবিষ্যদ্বাণী যে সঠিক—একথা এবার স্বীকার করতেই হবে তোমায়। এবার আমি বলব তোমায় নতুন বিষয়, আগামী দিনের নতুন ঘটনার কথা যা তুমি শোন নি কোনদিন যা আমি পূর্বে কখনও করি নি প্রকাশ।


প্রভু পরমেশ্বর যখন সিয়োনবাসীদের বন্দিদশা থেকে মুক্ত করে ফিরিয়ে আনলেন স্বদেশে, তখন স্বপ্নাবিষ্টের মত ছিলাম আমরা।


সেইদিন প্রজাবৃন্দ গাইবে: আমি তব স্ততিগান গাই, হে প্রভু পরমেশ্বর! আমার প্রতি তুমি ক্রুদ্ধ হলেও আজ আর সেই ক্রোধ নাই, দুর্দশা থেকে মুক্ত করে তুমি সান্ত্বনা দিয়েছ আমায়।


তোমার প্রজা ইসরায়েলের মত আর কোন জাতি আছে এ ভূমণ্ডলে, যাদের তুমি নিজের প্রজা করার জন্য উদ্ধার করে এনেছ দাসত্বের বন্ধন থেকে? যে মহান ও অত্যাশ্চার্য কাজ তুমি করেছ তাতে তোমার নাম ও মহিমা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। যাদের তুমি নিজের প্রজা করার জন্য মিশর দেশ থেকে মুক্ত করে এনেছিলে, তাদের তোমার প্রতিশ্রুত দেশে নিয়ে যাবার সাথে সাথে সমস্ত জাতি ও তাদের দেবতাদের বিতাড়িত করেছিলে।


তোমরা যদি বিতাড়িত হয়ে পৃথিবীর প্রান্তে গিয়ে পড়, তাহলে সেখান থেকেও তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সংগ্রহ করে আবার ফিরিয়ে আনবেন।


সেইদিন প্রজাবৃন্দ গাইবে: কৃতজ্ঞতা নিবেদন কর প্রভুর চরণে! সাহায্য চাও তাঁর, ডাক তাঁকে! ঘোষণা কর জাতিবৃন্দের কাছে তাঁর মহান কীর্তির কথা! জানাও তাদের—কত মহান তিনি!


মুষ্টিমেয় যারা রক্ষা পাবে, আনন্দে গান গাইবে তারা। পশ্চিম দেশের মানুষ বলবে, প্রভু পরমেশ্বর কত মহান!


নূতন সঙ্গীত গাও প্রভু পরমেশ্বরের উদ্দেশে, এ বিশ্বচরাচর গাও তাঁর স্তবগান! সমুদ্র পথে যাতায়াত কর যারা স্তবগান গাও তাঁর, সাগরের বুকে বসতি যাদের, তোমরা স্তুতিগান গাও তাঁর! হে সুদূরের দেশবাসীগণ, তোমরা সকলে গাও তাঁর স্তবগান!


হে ইসরায়েল, তোমার স্রষ্টা প্রভু পরমেশ্বর বলেন, ভয় করো না, আমি তোমাকে করেছি উদ্ধার। তোমার নাম ধরে তোমাকে ডেকেছি আমি, তুমি আমার!


মেঘের মত আমি উড়িয়ে নিয়ে যাব পাপরাশি তোমাদের। কুয়াশার মত বিলীন করে দেব তোমাদের অধর্মরাশি। ফিরে এস আমার কাছে, আমিই সেই অদ্বিতীয় ঈশ্বর, আমিই রক্ষা করি তোমাদের।


প্রভু পরমেশ্বর বলেছেন আমায়, হে আমার দাস, আমি দেব তোমায় মহত্তর কর্মের মহান দায়িত্বভার। যাকোবের কুলকে পুনরুদ্ধার করে মহান জাতিরূপে প্রতিষ্ঠা করাই একমাত্র কাজ নয় তোমার, এ তো সামান্য কাজ। তুমি হবে আলোকস্বরূপ জাতিবৃন্দের কাছে, সারা জগতের কাছে তুমি পৌঁছে দেবে আমার পরিত্রাণ।


বন্দী যারা, মুক্তি পাবে তারা অচিরেই লাভ করবে দীর্ঘজীবন, অন্নের অভাব তার হবে না কখনও।


প্রভু পরমেশ্বর ব্যবহার করবেন তাঁর অমিত পরাক্রম, রক্ষা করবেন তাঁর প্রজাদের, দেখবে সমগ্র বিশ্বচরাচর।


স্বয়ং প্রভু পরমেশ্বর পৃথিবীর প্রান্ত পর্যন্ত সমস্ত জাতির উদ্দেশে ঘোষণা করে বলছেনঃ সিয়োন কন্যাকে বল, তোমার ত্রাণকর্তা আসছেন! সাথে নিয়ে আসছেন তাদের, যাদের তিনি করেছেন উদ্ধার।


আমি মুক্ত করেছি ইসরায়েলকে, পরাক্রান্ত জাতির কবল থেকে করেছি উদ্ধার।


চিহ্নিত কর তোমার পথ, স্থাপন কর পথের নিশানা, খুঁজে বার কর সেই পথ, যে পথ ধরে তুমি গিয়েছ চলে। ফিরে এস হে কুমারী ইসরায়েল তোমার নগরে, ফিরে এস তোমার আপন ঘরে।


দেখ, উদ্বাস্তুরা ব্যাবিলন থেকে জেরুশালেমে পালিয়ে এসেছে। এই মন্দিরের প্রতি ব্যাবিলনীয়রা যে ব্যবহার করেছে, তার প্রতিশোধ প্রভু পরমেশ্বর কিভাবে নিয়েছেন, সেই কথা তারা বলছে।


ব্যাবিলনরাজ নেবুকাডনেজার যাদের বন্দীরূপে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন তারা যিহুদীয়া ও জেরুশালেমে নিজ নিজ বাসস্থানে ফিরে এসেছিল। তাদের নেতৃত্ব দিয়েছিলেন।


প্রভু পরমেশ্বর বলছেন, হে জেরুশালেমবাসী! আন্দগান কর, উল্লাস কর। আমি আসছি, তোমাদের সঙ্গেই আমি বাস করব।


আমি তাদের সঙ্কেত দিয়ে ডেকে আনব, একত্র করব তাদের, কারণ আমি তাদের করব স্বাধীন জাতি, আগের মতই তাদের সংখ্যাবৃদ্ধি হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন