Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 48:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 প্রভু পরমেশ্বর বলেন, হে আমার আহূত প্রজা ইসরায়েল, শোন আমার কথা! আমিই সেই ঈশ্বর, আমি আদি, আমিই অন্ত, একমাত্র ঈশ্বর!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 হে ইয়াকুব, হে আমার আহূত ইসরাইল, আমার কথায় কান দাও; আমিই তিনি, আমি আদি, আবার আমিই অন্ত!

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 “ওহে যাকোব, আমার কথা শোনো, শোনো ইস্রায়েল, যাকে আমি আহ্বান করেছি: আমিই তিনি; আমিই প্রথম ও আমিই শেষ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 হে যাকোব, হে আমার আহূত ইস্রায়েল, আমার বাক্যে কর্ণপাত কর; আমিই তিনি, আমি আদি, আবার আমি অন্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 “যাকোব আমি তোমাকে আমার লোক বলে ডেকেছি। তাই আমার কথা শোন! আমিই আদি! আমিই অন্ত!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আমার কথা শোন যাকোব এবং ইস্রায়েল, যাদের আমি ডাকলাম। আমিই তিনি; আমি আদি এবং আমি অন্ত।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 48:12
28 ক্রস রেফারেন্স  

কে ঘটিয়েছিল এই ঘটনা? কে নিয়ন্ত্রণ করেছিল ইতিহাসের গতি? আমি, প্রভু পরমেশ্বর ছিলাম সেখানে আদির প্রথম লগ্ন থেকে, এবং আমি, প্রভু পরমেশ্বরই থাকব অন্তিমের শেষ লগ্ন পর্যন্ত।


আমিই আল্‌ফা এবং ওমেগা। প্রথম ও শেষ। আদি এবং আন্ত।”


প্রভু পরমেশ্বর বলেন, ‘আমিই আল্‌ফা ও ওমেগা’। তিনি আছেন, ও ছিলেন ও তাঁর আবির্ভাব আসন্ন। তিনিই সর্বশক্তিমান।


প্রভু পরমেশ্বর, যিনি ইসরায়েলের রক্ষক, রাজাধিরাজ, সেই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, আমিই আদি এবং অন্ত, আমিই অদ্বিতীয়, আমি ছাড়া আর নেই কোন ঈশ্বর।


তোমরা আমার কাছে এস, লাভ করবে সার্থক জীবন! শোন, তোমাদের সঙ্গে আমি স্থাপন করব এক চিরস্থায়ী সন্ধি চুক্তি, দাউদের প্রতি ছিল আমার যে অবিচল প্রেম সেই প্রেম বর্ষিত হবে তোমাদের উপর।


আমি, একমাত্র আমিই প্রভু পরমেশ্বর একমাত্র যিনি উদ্ধার করতে পারেন তোমায়।


শোন আমার কথা হে সুদূরের জাতিবৃন্দ, শোন তোমরা বসতি যাদের বহুদূরে! প্রভু পরমেশ্বর আমার জন্মের পূর্বেই মনোনীত করেছেন আমাকে, করেছেন নিয়োগ আমায় তাঁর দাসের পদে।


হে যাকোবকুল, শোন আমার কথা, আমার প্রজাবৃন্দের মধ্যে অবশিষ্ট রয়েছ যারা শোন সকলে, আমি সযত্নে তোমাদের করেছি পালন তোমাদের জন্মলগ্ন থেকে


এখন দেখ, আমি—আমিই তিনি, আমি ছাড়া নেই আর কোন ঈশ্বর, আমি সংহার করি, আমিই করি জীবন দান, আমিই আঘাত করি, আবার সুস্থও করিআমিই। আমার হাত থেকে উদ্ধার করার শক্তি কারো নেই।


তারা মেষশাবকের বিরুদ্ধে যুদ্ধ করবে। মেষশাবক তাদের পরাস্ত করবেন। কারণ তিনি ‘প্রভুদের প্রভু এবং রাজাদের রাজা’। আহূত মনোনীত বিশ্বাসীবৃন্দ, যারা তাঁর সঙ্গী তারাও জয়ী হবে।”


স্মার্ণা মণ্ডলীর দূতকে লেখ:যিনি আদি এবং অন্ত, যিনি মৃত্যুবরণ করেছিলেন এবং পুনর্জীবিত হয়েছেন, তিনি বলছেনঃ


ঘোষিত হল এই বাণী, ‘তুমি যা কিছু দেখছ সবই একটি গ্রন্থে লেখ এবং ইফিসাস্, স্মার্ণা, পর্গামাস্, থুয়াতিরা, সার্দিস, ফিলাডেলফিয়া ও লায়োদেকিয়া —এই সপ্ত মণ্ডলীর কাছে পাঠিয়ে দাও।


কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক শ্রেণী, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজা। তিনিই তোমাদের অন্ধকার থেকে তাঁর বিস্ময়কর জ্যোতির মাঝে আহ্বান করে এনেছেন যেন তোমরা তাঁর গুণগান করতে পার।


কিন্তু জাতি নির্বিশেষে যারা ঈশ্বরের আহ্বান পেয়েছে, তাদের কাছে খ্রীষ্ট ঈশ্বরের পরাক্রম এবং ঈশ্বরের প্রজ্ঞা।


আমরা জানি, যারা ঈশ্বরকে ভালবাসে, যারা তাঁর অভিপ্রায় অনুসারে আহূত, সমস্ত পরিস্থিতিতেই ঈশ্বর তাদের কল্যাণ সাধন করেন।


রোম নগরের অধিবাসী —তোমরা যারা ঈশ্বরের প্রীতিভাজন, যারা খ্রীষ্টের আপন ও আহুতজন রূপে পরিচিত, তোমরাও এদের মধ্যে গণ্য। তোমাদের সকলের উদ্দেশেই আমার এই পত্র। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর বর্ষিত হোক।


এভাবে যারা শেষে আছে তারা হবে প্রথম এবং যারা প্রথমে আছে তাদের স্থান হবে শেষে।


তোমরা, যারা জান ধর্ম কি, যাদের অন্তরে আমার অনুশাসন সদাজাগ্রত, শোন তোমরা—লোকে যখন তোমাদের উপহাস করে, জর্জরিত করে অপমানে, ভয় পেয়ো না, হতাশ হয়ো না তোমরা,


শোন হে আমার প্রজাবৃন্দ, শোন আমার কথা, আমি জাতিবৃন্দকে দান করব আমার শিক্ষা আমার বিধান তাদের দান করবে দীপ্তি।


প্রভু পরমেশ্বর বলেন, তোমরা যারা পেতে চাও উদ্ধার, যারা এসেছ আমার কাছে সাহায্যের আশায়, শোন আমার কথা। ভেবে দেখ সেই শৈলের কথা, যে শৈল থেকে নির্মিত হয়েছ তোমরা, চেয়ে দেখ সেই পর্বতের দিকে যে পর্বত থেকে আনা হয়েছে তোমাদের।


হে জাতিবৃন্দ, শোন, একত্র হও সকলে! সমগ্র পৃথিবী তথা পৃথিবীর প্রতিটি অধিবাসী, এগিয়ে এস, শোন আমার কথা।


সুতরাং বৎসগণ, আমার কথা শোন, ধন্য তারা, যারা আমার নির্দেশিত পথে চলে।


বৎসেরা, আমার কথা শোন, আমার উপদেশে কান দাও।


চেয়ে দেখ ঊর্ধ্বে, আকাশের দিকে! কে সৃষ্টি করেছে ঐ নক্ষত্ররাজি? স্রষ্টা সেই ঈশ্বর, যিনি তাদের পরিচালনা করেন সৈন্যবাহিনীর মত, তিনি জানেন তাদের সংখ্যা কত, তাদের প্রত্যেককে নাম ধরে ডাকেন তিনি! একটি নামও তাদের পড়ে না বাদ, কী অসীম ক্ষমতা তাঁর!


হে ইসরায়েল প্রজাবৃন্দ আমার মনোনীত দাস তোমরা আমার সাক্ষী, আমি মনোনীত করেছি তোমাদের, যেন তোমরা আমায় জানতে পার, করতে পার বিশ্বাস আমায়, এবং এই উপলব্ধি অন্তরে জাগে তোমাদের আমিই একমাত্র ঈশ্বর, আর কোন ঈশ্বর নেই তোমাদের, ছিল না কখনও, আর কোন ঈশ্বর হবে না কখনও।


আমিই তোমাদের ঈশ্বর, সযত্নে পালন করব তোমাদের শুভ্র পক্ক কেশ শোভিত বৃদ্ধ বয়স পর্যন্ত। আমি তোমাদের করেছি সৃজন, পালন করব আমি সাহায্য করব তোমাদের পরিত্রাণ করব আমি।


প্রভু পরমেশ্বর বলেন, হে আমার সেবক, আমার মনোনীত প্রজাবৃন্দ, যাকোবের বংশধর ইসরায়েল শোন আমার কথা!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন