Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 48:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 যা কিছু আমি করেছি তোমার জন্য, করেছি সবই আমার আপন মহত্ত্বে–— আমি লুটাতে দেব না আমার নামের মর্যাদা, কিম্বা দেব না কাউকে আমার গৌরবের ভাগ এ গৌরব আমার, একান্তভাবে আমারই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আমি নিজের, কেবল নিজেরই অনুরোধে কাজ করবো, কারণ আমার নাম কেন নাপাক হবে? আমি তো আমার গৌরব অন্যকে দেব না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 আমার নিজের জন্য, হ্যাঁ, আমার নিজেরই জন্য, আমি এরকম করি। কেমন করে আমি আমার নামের অপমান হতে দিতে পারি? আমার মহিমা আমি আর অন্য কাউকে দিতে পারি না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আমি আপনার অনুরোধে, কেবল আপনারই অনুরোধে কার্য্য করিব, কারণ [আমার নাম] কেন অপবিত্রীকৃত হইবে? আমি ত আপন গৌরব অন্যকে দিব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 আমি নিজের জন্য এইসব করব, নিজের জন্য! কারণ আমি আমার নামের অসম্মান হতে দিতে পারি না। আমি অন্য আর কোন কিছুকেই আমার প্রশংসা ও মহিমা নিতে দেব না!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 আমি যা কিছু করবো তা আমার নিজের জন্য, কারণ আমার নামের অগৌরব আমি কেমন করে হতে দিতে পারি? আমার মহিমা আমি কাউকে দেবো না।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 48:11
23 ক্রস রেফারেন্স  

একমাত্র আমিই তোমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, সমস্ত গৌরব ও প্রশংসা আমারই প্রাপ্য, অদ্বিতীয় আমি।


কিন্তু আমি তা করলাম না কারণ এতে আমার অগৌরব হবে। সেখানকার অধিবাসীদের সামনে আমি ইসরায়েলীদের কাছে ঘোষণা করেছিলাম যে, তাদের মিশর দেশ থেকে বার করে নিয়ে যাব।


কিন্তু আমি তা করলাম না কারণ যারা আমায় মিশর থেকে ইসরায়েলীদের বের করে নিয়ে আসতে দেখেছে তাদের মাঝে আমার অগৌরব হবে।


আমার নিজের সম্মান ও আমার দাস দাউদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্যই আমি এই নগরী আক্রমণে বাধা দেব এবং রক্ষা করব একে।


কিন্তু আমি তা করলাম না কারণ যারা আমায় মিশর দেশ থেকে ইসরায়েলীদের বার করে আনতে দেখেছে, তাদের মাঝে আমার অগৌরব হবে।


প্রভু পরমেশ্বর আপন মাহাত্ম্যে তাঁর প্রজাদের পরিত্যাগ করবেন না, কারণ প্রভু পরমেশ্বর স্বেচ্ছায় তোমাদের তাঁর প্রজারূপে মনোনীত করেছেন।


তবু, আমি, আমিই সেই ঈশ্বর, আমি নিজগুণে মার্জনা করি আপন মহত্বে ক্ষমা করি তোমার পাপ, রাখব না স্মরণে আমি পাপরাশি তোমার।


আমার প্রজারা আর্তনাদ করে বলছে, “যদিও আমাদেরই পাপ আমাদের দোষী সাব্যস্ত করেছে, তবু, হে প্রভু পরমেশ্বর, সাহায্য কর আমাদের, রক্ষা কর তোমার প্রতিশ্রুতি। বহুবার আমরা তোমার কাছ থেকে সরে গেছি, পাপ করেছি তোমার বিরুদ্ধে।


যখন আমি আমার মর্যাদা রক্ষায় সক্রিয় হব তখনই তোমরা, ইসরায়েলীরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর কারণ যে অপকর্ম তোমরা করেছ তার উপযুক্ত প্রতিফল আমি তোমাদের দিইনি।—একথা সর্বাধিপতি প্রভু বলেছেন।


সর্বাধিপতি প্রভু বলেছেন, হে ইসরায়েলীবৃন্দ, তোমরা নিজেদের খেয়াল খুশী মত চলতে চাও, অলীক মূর্তি পূজা করতে চাও, কিন্তু মনে রেখো, এরপর এসব তোমাদের বর্জন করতে হবে, ঐসব অলীক মূর্তির কাছে নৈবেদ্য উপচার উৎসর্গ করে আমার মর্যাদা ক্ষুণ্ণ করা চলবে না।


আর এইজন্যই শাস্ত্রে বলা হয়েছে, ‘তোমাদের জন্যই অন্যান্য জাতির কাছে ঈশ্বরের মহান নাম হচ্ছে কলঙ্কিত।’


তাঁর ইচ্ছা এই যে, সকলে যেন পিতার মত পুত্রকেও সম্মান করে। পুত্রকে যে মান্য করবে না সে তাঁর প্রেরণ কর্তা পিতাকেও অমান্য করবে।


এখন এই ব্যাবিলনে আমি কি দেখছি, এখানেও তোমরা তাদের বন্দী, কিন্তু তোমাদের ক্রয়মূল্যস্বরূপ কিছুই তারা দেয় নি। তোমাদের উপর যারা শাসন পরিচালনা করে, গর্বোদ্ধত, দাম্ভিক তারা, সবসময় তারা আমার প্রতি ঘৃণা ও তাচ্ছিল্য প্রদর্শন করে।


তাই বহুকাল আগেই আমি জানিয়েছিলাম তোমার ভবিষ্যতের কথা, ঘোষণা করেছিলাম ভাবী ঘটনার কথা, যাতে তুমি দাবী করে বলতে না পার যে, এ সব ঘটিয়েছে তোমারই খোদিত অসার মূর্তি ও অলীক প্রতিমা।


হে প্রভু পরমেশ্বর তোমার মহিমার গুণে ক্ষমা কর আমার যত দোষ, গুরুতর অপরাধ যত।


তবুও তিনি আপনার গুণে, তাদের করলেন উদ্ধার যেন বিদিত হয় তাঁর মহাপরাক্রম।


তোমারই নাম হে প্রভু পরমেশ্বর, শুধু তোমারই নাম কর গৌরবান্বিত, আমাদের নাম নয়, তোমার অবিচল প্রেম ও সত্যপরায়ণতার জন্য।


আমি আপন মহিমার গুণে সংবরণ করব ক্রোধ, আপন গৌরব ও মর্যাদার মুখ চেয়ে সংযত করব নিজেকে, ধ্বংস আমি করব না তোমায়।


অতএব অনুনয় করি, হে জগদীশ্বত, আমার মিনতি ও প্রার্থনায় কর্ণপাত কর। বিধ্বস্ত তোমার এই মন্দির আবার গড়ে তোল, লোকে জানুক তোমার মাহাত্ম্য, জানুক যে তুমিই প্রভু পরমেশ্বর।


আমার যৌবনের পাপ অপরাধ মনে রেখ না তুমি। হে প্রভু পরমেশ্বর তোমার অবিচল প্রেম ও মহাকরুণার গুণে স্মরণে রেখ আমায়।


তাই এবার ইসরায়েলীদের কাছে পৌঁছে দাও এই বার্তা, আমি সর্বাধিপতি প্রভু যে বার্তা তাদের দিতে চাই: হে ইসরায়েলী, আমি যে কাজ করতে চলেছি, তা তোমাদের মুখ চেয়ে নয়, আমি করছি আমার নামের মর্যাদা ও পবিত্রতা বজায় রাখার জন্য, যে নামের পবিত্রতা তোমরা ক্ষুণ্ণ করেছ যখন যে দেশে গিয়েছ সেইখানেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন