Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 41:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 প্রতিবেশীরা সকলে সকলকে সাহায্য করেছে, ভাই ভাইকে সাহস দিয়ে বলেছে, সাহস কর!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তারা প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীর সাহায্য করলো, আপন আপন ভাইকে বললো, সাহস কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 একে অপরকে সাহায্য করে এবং তার প্রতিবেশীকে বলে, “বলবান হও!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সাহায্য করিল, আপন আপন ভ্রাতাকে কহিল, সাহস কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 “শ্রমিকরা একে অন্যকে সাহায্য করে। শক্তিশালী হতে একে অন্যকে উৎসাহ দেয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 প্রত্যেকে তার প্রতিবেশীকে সাহায্য করল এবং প্রত্যেকে একজন অন্য জনকে বলল, ‘সাহস কর।’

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 41:6
10 ক্রস রেফারেন্স  

কর্মকার একখণ্ড ধাতু দিয়ে আগুনের সাহায্যে কাজ করে। বলবান বাহু দিয়ে হাতুড়ির আঘাতে ঐ ধাতুকে আকার ও রূপ দেয়। কাজ করার সময় সে ক্ষুধিত হয়, তৃষিত হয়, ক্লান্ত হয়ে পড়ে।


শিল্পীর হাতে গড়া প্রতিমা তিনি নন, যে প্রতিমা স্বর্ণকার নিপুণ হাতে মুড়ে দেয় সোনার পাতে রৌপ্যকার গড়ে দেয় তার পাদপীঠ।


হতাশায় ভেঙ্গে পড়া মানুষকে ডেকে বল, সাহস কর, পেয়ো না ভয়! ঈশ্বর আসছেন উদ্ধার করতে তোমায়, আসছেন দণ্ড দিতে শত্রুকে তোমার।


সুদূরের দেশবাসী সকলে দেখেছিল সভয়ে আমার সংঘটিত সকল কর্ম, ভয়ে, ত্রাসে হয়েছিল তারা কম্পিত বিহ্বল। তাই একত্রে মিলিত হল তারা।


সূত্রধর স্বর্ণকারকে দান করেছে উৎসাহ, বলেছে, ‘অতি উত্তম’। ধাতু দিয়ে প্রতিমা নির্মাণের পর পেটাই করে যে তার অঙ্গ মসৃণ করে, সে উৎসাহ দেয় তাকে, যে পেরেক দিয়ে সেটি একসাথে জোড়া লাগায়, তারা বলে, নিখুঁত হয়েছে কাজ। দেবস্থানে প্রতিমাটিকে তারা পেরেক দিয়ে গেঁথে দেয় বেদীর সাথে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন