Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 41:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 সুদূরের দেশবাসী সকলে দেখেছিল সভয়ে আমার সংঘটিত সকল কর্ম, ভয়ে, ত্রাসে হয়েছিল তারা কম্পিত বিহ্বল। তাই একত্রে মিলিত হল তারা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 উপকূলগুলো দৃষ্টিপাত করে ভয় পেল, দুনিয়ার প্রান্তগুলো ভয়ে কেঁপে উঠলো; তারা এগিয়ে গিয়ে একত্র হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 দ্বীপসমূহ তা দেখেছে এবং ভয় পায়; পৃথিবীর প্রান্তসীমাসকল ভয়ে কম্পিত হয়। তারা সম্মুখীন হয় ও এগিয়ে আসে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 উপকূল সকল দৃষ্টিপাত করিয়া ভীত হইল, পৃথিবীর প্রান্ত সকল ত্রাসযুক্ত হইল; তাহারা নিকটবর্ত্তী হইয়া আসিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তোমরা, দূরবর্তী স্থানের লোকরা তাকাও। ভীত হও! তোমরা পৃথিবীর দূরবর্তী স্থানের লোকেরা ভয়ে কাঁপো। এখানে এসে আমার কথা শোন এবং তারা এসেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 উপকূলগুলি দেখল এবং ভীত হল; পৃথিবীর শেষ সীমার লোকেরা কাঁপল। তারা কাছাকাছি আসল;

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 41:5
12 ক্রস রেফারেন্স  

ঈশ্বর আমাদের করেছেন আশীর্বাদ, তাই মর্ত্যলোক সসম্ভ্রমে করুক তাঁর জয়গান।


উদাত্ত কণ্ঠে বল তাঁকে, কী বিস্ময়কর তােমার মহান কীর্তি! শত্রুকুল মাথা নত করবে তোমার পরাক্রমের কাছে।


তোমার মহাশক্তির এই নিদর্শন সমগ্র পৃথিবীকে করে বিস্ময়ে বিহ্বল। ঊষা ও সন্ধ্যার আবির্ভাবকে তুমিই কর মুখর আনন্দগানে।


জর্ডনের পশ্চিমতীরবাসী ইমোরীদের রাজারা এবং সমুদ্রের নিকটবর্তী কনানীদের রাজারা যখন শুনতে পেলেন যে ইসরায়েলীরা নদী পার না হওয়া পর্যন্ত প্রভু পরমেশ্বর তাদের সামনে জর্ডনের জল শুকিয়ে ফেলেছিলেন তখন তাঁরা সন্ত্রস্ত হয়ে উঠলেন। ইসরায়েলীদের সামনে দাঁড়াবার সাহস তাঁদের হল না।


কারণ মিশর থেকে বেরিয়ে আসার পর প্রভু পরমেশ্বর তোমাদের চোখের সামনে যেভাবে লোহিত সাগরের জল শুকিয়ে পেলেছিলেন ও তোমরা জর্ডনের ওপারে ইমোরীদের দুজন রাজা সিহোন এবং ওগকে যেভাবে নিঃশেষে ধ্বংস করেছিলে, সব কথাই আমরা শুনেছি।


সকল জাতি একথা শুনে হল কম্পমান, ফিলিস্তীয়াবাসীরা হল উদ্বেগে আকুল।


এদের থেকেই উপকূল ও দ্বীপ নিবাসী জাতিসমূহ বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা ও গোষ্ঠী অনুযায়ী বিভক্ত হয়ে বিস্তৃতি লাভ করল।


ঈশ্বর বলেন, নীরব হও, হে সুদূরের উপকূলবাসী, শোন আমার কথা! সাহস কর! বিচারসভায় তোমাদের বক্তব্য পেশ করার জন্য প্রস্তুত হও। তোমরাও সেখানে সুযোগ পাবে নিজেদের বক্তব্য রাখার। এস আমরা একত্র হই, বিচার হোক দুই পক্ষে।


প্রতিবেশীরা সকলে সকলকে সাহায্য করেছে, ভাই ভাইকে সাহস দিয়ে বলেছে, সাহস কর!


এখন তার পতনের দিনে সাগর মেখলা দ্বীপমালা আতঙ্কে বিহ্বল, এমন ভয়ঙ্কর ধ্বংসলীলা দেখে তার অধিবাসীরাও ভীত চকিত, অভিভূত!


তুমিই পৃথিবীর তত্ত্বাবধান কর, জলসিঞ্চনে তুমিই তাকে কর সমৃদ্ধ স্রোতস্বিনীকে পূর্ণ কর তুমি উচ্ছল বারিধারায়, শস্য সম্ভারে সমৃদ্ধ কর তাকে, এইভাবেই তুমি পালন কর এ ধরাকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন