Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 41:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি! আমি তোমার ঈশ্বর, হতাশ হয়ো না তুমি! আমি তোমায় শক্তিমান করব সাহায্য করব তোমায়, আমি তোমার রক্ষা করব, উদ্ধার করব তোমায়!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হয়ো না, কারণ আমি তোমার আল্লাহ্‌; আমি তোমাকে পরাক্রম দেব; আমি তোমার সাহায্য করবো; আমি নিজের ধর্মশীলতার ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি; হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব; আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর; আমি তোমাকে পরাক্রম দিব; আমি তোমার সাহায্য করিব; আমি আপন ধর্ম্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 চিন্তিত হয়ো না, আমি তোমার সঙ্গে আছি। ভীত হবে না, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তিশালী করব। তোমাকে সাহায্য করব। তোমাকে আমার ভাল দক্ষিণ হস্ত দিয়ে সমর্থন দেব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 ভয় কর না, কারণ আমি তো তোমার সঙ্গে আছি; উদ্বিগ্ন হয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব এবং আমি তোমাকে সাহায্য করব আর আমার ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 41:10
63 ক্রস রেফারেন্স  

আমার আদেশ: তুমি দৃঢ় হও ও সাহস অবলম্বন কর, ভয় পেয়ো না কিম্বা নিরাশ হয়ো না, কারণ তুমি যেখানেই যাও না কেন আমি, তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর তোমার সঙ্গে আছি।


এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, ঈশ্বরই যখন আমাদের পক্ষে তখন কে আমাদের বিপক্ষে?


যিনি আমাকে শক্তি জোগান, তাঁর শক্তিতে আমি সব কিছু করতে পারি।


কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট, যেখানে দুর্বলতা সেখানেই আমার শক্তি পূর্ণরূপে প্রকাশিত হয়। সেইজন্য আমি আমার দুর্বলতা সম্পর্কে সানন্দে গর্ব করব যেন খ্রীষ্টের শক্তি আমার মধ্যে সঞ্চারিত হয়।


প্রভু পরমেশ্বরই আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কার ভয়ে ভীত হব? তিনিই আমার জীবনের আশ্রয়দুর্গ, কার ভয়ে শঙ্কিত হব আমি?


তোমাতেই আসক্ত আমার প্রাণ, তোমার দক্ষিণ হস্ত ধারণ করে আমায়।


আপনাদের এই যুদ্ধে নামতে হবে না, আপনারা শুধু সৈন্য সমাবেশ করে নিজেদের জায়গায় দাঁড়িযে থাকবেন এবং অপেক্ষা করবেন। দেখবেন, প্রভু পরমেশ্বর আপাদের বিজয়ী করবেন। যিহুদীয়া ও জেরুশালেমের প্রজাবৃন্দ! ইতস্ততঃ করো না বা ভীত হয়ো না, তোমরা যুদ্ধযাত্রা কর, প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে থাকবেন।


যারা অধোগামী প্রভু তুলে ধরেন তাদের, অবনত যারা দুঃখের ভারে তাদের তিনি করেন উন্নত।


হে ঈশ্বর, আমার পরিত্রাতা, আমার ভরসা তুমিই আমি হব না ভীত, বিচলিত। প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তি, আমার পরিত্রাণের উৎস তুমিই।


দিবসের সূর্যালোক নয়, রাত্রির চন্দ্রালোকও নয়, আমি, প্রভু পরমেশ্বরই তোমার আলোক, তোমার শাশ্বত জ্যোতি আমার গৌরব ও মহিমার আলোক বিকীর্ণ হবে তোমার উপর।


তোমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি দেখ তাদের অশ্ব, রথ ও সৈন্য সংখ্যা তোমাদের চেয়ে বেশী, তাহলে ভয় পেয়ো না, কেননা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন, তিনিই তোমাদের সঙ্গে আছেন।


সেই এক-তৃতীয়াংশকে আমি অগ্নিশুদ্ধ করব, রূপোর মত আমি তাদের শোধন করব, সোনার মত যাচাই করব। তারা আমায় ডাকবে, আমি সাড়া দেব তাদের ডাকে। আমি বলব, এরা আমার প্রজা, ওরা বলবে, প্রভু পরমেশ্বরই আমাদের আরাধ্য ঈশ্বর।


স্খলিত হলেও সে হবে না ভূপাতিত, কেননা প্রভু আপন হাতে তাকে করেন ধারণ।


প্রভু আপন প্রজাদের শক্তির উৎস, তাঁর মহাশান্তি দানে প্রজাদের করেন আশীর্বাদ।


যেন তিনি তাঁর ঐশ্বর্যের ভাণ্ডার থেকে তোমাদের বর দান করেন যেন তাঁর আত্মার শক্তিতে তোমাদের অন্তরের সত্তা সবল হয়ে ওঠে,


তাঁর শক্তি মানুষের বাহুবল কিন্তু আমাদের সাহায্যের জন্য এবং আমাদের পক্ষে যুদ্ধ করার জন্য আছেন আমাদের আরাধ্য ঈশ্বর স্বয়ং প্রভু পরমেশ্বর। রাজার এই কথা শুনে প্রজাবৃন্দ অত্যন্ত উৎসাহিত হল।


আমার শক্তিতে আমি তাদের করব শক্তিমান, আমার নামেই তারা করবে অভিযান— এ কথা বলেছেন প্রভু পরমেশ্বর।


ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি! সুদূর পূর্বাচল থেকে শুরু করে দূরতম পশ্চিমের সীমান্ত থেকে ফিরিয়ে আনব তোমার বংশধরদের।


গীতিকার: সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমাদের সঙ্গে আছেন, যাকোবের আরাধ্য ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়।


প্রভু পরমেশ্বর তাঁর প্রজাবৃন্দকে বলেছেন, উদ্ধারের সময় হলেই লাভ করবে তুমি আমার কৃপা, সাহায্যের জন্য তোমার কাতর ক্রন্দনে সাড়া দেব আমি। আমি রক্ষা করব তোমায় সতর্ক প্রহরায় তোমারই মাধ্যমে আমি সম্পাদন করব এক সন্ধিচুক্তি প্রজাবৃন্দের সাথে। তোমার আপন দেশে, যে দেশ আজ বিধ্বস্ত, বসতিহীন জনমানবশূন্য।


প্রভু পরমেশ্বর দুর্জনের শক্তি করেন চূর্ণ, কিন্তু ধার্মিককে করেন সুরক্ষা।


আমি প্রভু পরমেশ্বর, তোমাদের স্রষ্টা তোমাদের জন্মলগ্ন থেকেই আমি তোমাদের সহায় রয়েছি ভয় পেয়ো না তোমরা। তোমরা আমার সেবক, আমার মনোনীত প্রিয় প্রজা।


রক্ষা কর আমায়, দুর্ধর্ষ শত্রুদের কবল থেকে, যাদের মুখে মিথ্যাভাষণ ছলনায় ভরা শপথ যাদের।


আমার সততার জন্য আমায় তুমি ধারণ করে রাখ, চিরতরে তোমার সম্মুখে আমায় কর প্রতিষ্ঠিত।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমাদের সঙ্গে আছেন, যাকোবের আরাধ্য ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়। সেলা


গিরিপর্বত পার হয়ে আসছেন এর সংবাদবহ, আনছেন তিনি শুভসংবাদ, শান্তির সংবাদ! কত অপরূপ, নয়নাভিরাম এ দৃশ্য! তিনি বিজয় ঘোষণা করেন, বলেন সিয়োনকে, ‘তোমার আরাধ্য ঈশ্বর রাজাধিরাজ!’


এই সব ঘটনার পরে দিব্যদর্শনের মাধ্যমে প্রভু পরমেশ্বরের এই অভয় বাণী এই অব্রামের কাছে উপস্থিত হলঃ অব্রাম তুমি ভয় করো না, আমিই তোমার ঢালস্বরূপ। মহৎ পুরস্কারে পুরস্কৃত হবে তুমি।


হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা, মহাশ্চর্য কর্ম সাধনে তুমি করে থাক আমাদের পরিত্রাণ, সাড়া দিয়ে থাক আমাদের ডাকে। একমাত্র তুমিই সসাগরা এই ধরিত্রীর আশা ও ভরসা।


দূত তাঁকে বললেন, ভয় পেয়ো না মরিয়ম, ঈশ্বরের অনুগ্রহ তুমি লাভ করেছ।


হে জেরুশালেম, প্রভু পরমেশ্বরের গুণকীর্তন কর, ওগো সিয়োন, প্রশস্তি কর তোমার আরাধ্য ঈশ্বরের।


তখন ঈশ্বরের আত্মা তাঁদের একজন, অমাশয়ের উপর অধিষ্ঠিত হলেন, (ইনি পরে ত্রিশজন বীরের অন্যতম হয়েছিলেন) তিনি উচ্চকন্ঠে বললেনঃ হে যিশয়ের পুত্র দাউদ, আমরা আপনার অনুগামী। আমরা আপনার সঙ্গে আছি! আপনার কল্যাণ হোক, কল্যাণ হোক আপনার অনুগামীদের, ঈশ্বর আপনার সহায়! দাউদ তাঁদের অর্ভ্যথনা জানালেন এবং নিজের সৈন্যদলের সেনানায়ক পদে নিযুক্ত করলেন।


সেই দূত তাঁকে বললেন, ভয় পেয়ো না, সখরিয়। ঈশ্বর তোমার মিনতি শুনেছেন, তোমার স্ত্রী ইলিশাবেত একটি পুত্রের জননী হবে। তুমি তার নাম রেখো যোহন।


হে রাজন! তুমি সর্বশক্তিমান, ন্যায়নিষ্ঠ তুমি, তুমিই প্রতিষ্ঠিত করেছ ন্যায়নীতি, যাকোবকুলে তুমিই প্রবর্তন করেছ ন্যায়বিচার ও ধর্মশীলতা।


যাদের মুখে মিথ্যা ভাষণ ছলনায় ভরা শপথ যাদের।


প্রভু তখন হোশেয়কে বললেন, তুমি এর নাম রাখ লো-আম্মি (আর আমার প্রজা নয়)—কেননা তোমরা আমার প্রজা নও, আর আমিও তোমাদের ঈশ্বর নই।


তিনি তাঁদের বললেন, আমি তোমাদের পিতার মুখ দেখে বুঝতে পারছি আমার প্রতি তাঁর মনোভাব আর আগের মত নেই। কিন্তু আমার পিতার আরাধ্য ঈশ্বর আমার সঙ্গেই আছেন।


কিন্তু তার ধনুক রইল অটুট বাহুতে হল শক্তির সঞ্চার, যাকোবের আরাধ্য বীরেশ্বর ইসরায়েলের যিনি পালক ও আশ্রয়গিরি, তাঁরই পরাক্রমে


মোশি তাদের বললেন, তোমরা ভয় পেয়ো না, সাহস কর, দেখ, প্রভু পরমেশ্বর আজ কি করে তোমাদের উদ্ধার করেন। মিশরীদের তোমরা আজ দেখছ বটে, কিন্তু ভবিষ্যতে আর কোনদিন তাদের দেখতে পাবে না।


মোশি তাদের বললেন, ভয় করো না, ঈশ্বর তোমাদের শুধু পরীক্ষা করার জন্য এবং তোমাদের মনে তাঁর প্রতি সম্ভ্রমবোধ জাগ্রত করে পাপাচরণ থেকে তোমাদের নিবৃত্ত করার জন্য আবির্ভূত হয়েছেন।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর স্বয়ং আমার রক্ষাকর্তা, অতএব কে আমাকে দোষী সাব্যস্ত করবে? আমার সমস্ত অভিযোগকারীর অবস্থা হবে জীর্ণ বসনের মত, কীটের ভক্ষ্য হবে তারা, হবে ধূলিতে বিলীন।


অগত্যা রাজা দানিয়েলকে গ্রেপ্তার করে সিংহের খাদে ফেলে দেবার আদেশ মঞ্জুর করলেন। দানিয়েলকে এনে সিংহের খাদে ফেলে দেওয়া হল। দানিয়েলকে তিনি বললেন, আপনি যে ঈশ্বরের বিশ্বস্ত ভক্ত তিনিই আপনাকে রক্ষা করুন।


তিনি বললেন, দানিয়েল, ভয় পেয়ো না। প্রথম যেদিন তুমি দিব্য দর্শনগুলি সম্বন্ধে সঠিক জ্ঞানলাভের জন্য ঈশ্বরের কাছে আত্মনিবেদন করতে মনস্থ করেছিলে সেই দিন থেকেই ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার প্রার্থনার উত্তর হয়েই আমি এসেছি।


তখন হগয় জনতার কাছে ঘোষণা করলেন ঈশ্বরের বাণী: আমি তোমাদের সঙ্গে আছি।


মিশর থেকে বেরিয়ে আসার সময় আমি তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী আমার আত্মা তোমাদের মাঝে অধিষ্ঠান করেন, সুতরাং তোমরা ভয় করো না।


সেই রাতে প্রভু পরমেশ্বর তাঁকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার পিতা অব্রাহামের আরাধ্য ঈশ্বর, তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। আমার দাস অব্রাহামের মুখ চেয়ে আমি তোমাকে আশীর্বাদ করব ও তোমার বংশবৃদ্ধি করব।


তিনি তাঁকে অভয় দিয়ে বললেন, তুমি পারবে। আমি তো তোমার সঙ্গে আছি। একটি মাত্র লোককে যেভাবে অনায়াসে হারিয়ে দেওয়া যায়, সেইভাবে তুমি মিদিয়নীদের পরাস্ত করবে।


বিপদের দিনে তারা আমায় আক্রমণ করল কিন্তু প্রভু পরমেশ্বর হলেন আমার সহায়।


তুমি প্রশস্ত করেছ আমার পথ, তাই হয়নি স্খলিত আমার চরণ।


ধন্য সেই জাতি, প্রভু পরমেশ্বরই যাদের আরাধ্য ঈশ্বর, পরম সৌভাগ্য সেই মানব গোষ্ঠীর, যারা তাঁর মনোনীত প্রজা।


হতাশায় ভেঙ্গে পড়া মানুষকে ডেকে বল, সাহস কর, পেয়ো না ভয়! ঈশ্বর আসছেন উদ্ধার করতে তোমায়, আসছেন দণ্ড দিতে শত্রুকে তোমার।


তাঁকে উত্তর দিয়ে বলে পাঠালেনঃ প্রভু পরমেশ্বর আসিরীয়দের ভীতি প্রদর্শনে আপনাকে ভয় পেতে নিষেধ করেছেন।


যিহুদা গোষ্ঠীকে আমি শক্তিশালী করব, যোষেফের বংশধরদের করব উদ্ধার। আমি তাদের ফিরিয়ে আনব, কারণ তাদের প্রতি রয়েছে আমার মমতা। তারা হবে এমন, যেন কোনদিন আমি তাদের পরিত্যাগ করিনি। আমি প্রভু পরমেশ্বর তাদের আরাধ্য ঈশ্বর, আমি তাদের প্রার্থনার উত্তর দেব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন