Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 40:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 আরোহণ কর উচ্চ পর্বতে হে জেরুশালেম ঘোষণা কর এই শুভ বারতা! উচ্চকণ্ঠে ডেকে বল হে সিয়োন, ঘোষণা কর শুভ সংবাদ। নির্ভয়ে ঘোষণা কর উচ্চকন্ঠে ঘোষণা কর যিহুদীয়ার শহরে নগরে, বল: শোন, তোমাদের আরাধ্য ঈশ্বর আসছেন!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 হে সিয়োনের কাছে সুসংবাদ তবলিগকারিণী! উঁচু পর্বতে আরোহণ কর; হে জেরুশালেমের কাছে সুসংবাদ তবলিগকারিণী! সবলে উচ্চৈঃস্বর কর, উচ্চৈঃস্বর কর, ভয় করো না; এহুদার নগরগুলোকে বল, দেখ, তোমাদের আল্লাহ্‌!

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 যারা সিয়োনের কাছে সুসংবাদ বয়ে আনো, তোমরা উঁচু পাহাড়ে উঠে যাও। যারা জেরুশালেমের কাছে সুসংবাদ বয়ে আনো, তোমরা জোর গলায় চিৎকার করো, কণ্ঠস্বর উচ্চে তোলো, ভয় পেয়ো না; যিহূদার নগরগুলিকে বলো, “তোমাদের ঈশ্বর এখানে!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 হে সিয়োনের কাছে সুসমাচার-প্রচারকারিণি! উচ্চ পর্ব্বতে আরোহণ কর; হে যিরূশালেমের কাছে সুসমাচার-প্রচারকারিণি! সবলে উচ্চৈঃস্বর কর, উচ্চৈঃস্বর কর, ভয় করিও না; যিহূদার নগর সকলকে বল, দেখ, তোমাদের ঈশ্বর!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 সিয়োনের প্রতি সুসমাচারের বার্তাবাহক, পর্বতের ওপর থেকে চিৎকার করে সুসমাচার ঘোষণা করে দাও। জেরুশালেমের প্রতি সুসমাচারের বার্তাবাহক, ভয় পেও না, চেঁচিয়ে কথা বল! যিহূদায় সমস্ত শহরে এই খবর ঘোষণা করে দাও: “দেখ, এখানে তোমাদের ঈশ্বর আছেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 হে তুমি যে সুখবর সিয়োনে যিরূশালেম থেকে নিয়ে আসছ, তুমি উঁচু পাহাড়ে গিয়ে ওঠো। হে ইউমী কে সুখবর নিয়ে আসছি যিরূশালেমে, তুমি জোরে চিৎকার কর, চিৎকার কর, ভয় কোরো না; যিহূদার শহরগুলোকে বল, “এই তো তোমাদের ঈশ্বর!”

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 40:9
31 ক্রস রেফারেন্স  

হে ঈশ্বর, আমার পরিত্রাতা, আমার ভরসা তুমিই আমি হব না ভীত, বিচলিত। প্রভু পরমেশ্বর তুমিই আমার শক্তি, আমার পরিত্রাণের উৎস তুমিই।


এই ঘটনা ঘটলে প্রত্যেকে বলবে, ইনি আমাদের ঈশ্বর! আমরা এঁরই উপরে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি, তিনি আমাদের উদ্ধার করেছেন। তিনিই আমাদের প্রভু পরমেশ্বর! আমরা তাঁরই উপরে বিশ্বাস ও আস্থা স্থাপন করেছি। এখন আমরা আনন্দিত ও সুখী কারণ তিনি আমাদের উদ্ধার করেছেন।


আমার জন্যও প্রার্থনা কর যেন সুসমাচারের নিগূঢ়তত্ত্ব দৃপ্তকণ্ঠে ঘোষণার জন্য যথোপযুক্ত বাণী আমি পাই।


প্রভু পরমেশ্বরের আত্মা অধিষ্ঠিত আমার উপরে, তিনি অভিষিক্ত করেছেন আমায়, প্রেরণ করেছেন, দীনদরিদ্রের কাছে শুভসংবাদ পৌঁছে দিতে, আরোগ্য করে দিতে ভগ্ন হৃদয়ের দুঃখ বেদনা, বন্দীকে শোনাতে মুক্তির বাণী, কারারুদ্ধ মানুষকে শোনাতে কারামুক্তির সুসংবাদ।


ধার্মিকতার জন্য যদি তোমরা নির্যাতিতও হও তাহলে তোমরা ধন্য। ‘ওদের ভয়ে তোমরা ভীত কিম্বা বিচলিত হয়ো না।’


একথা কেউ-ই অস্বীকার করতে পারবে না যে আমাদের ধর্মের নিগূঢ়তত্ত্ব কত গভীর। মর্ত্যে মানবরূপে ঘটল লতাঁর আত্মপ্রকাশ, দিব্য আত্মার প্রভাবে তিনি হলেন স্বীকৃত, দূতবৃন্দ প্রত্যক্ষ করল তাঁকে। সর্বজাতির মাঝে কীর্তিত হলেন তিনি, বিশ্বমানবের মাঝে হলেন বন্দিত, দ্যুলোকে উন্নীত হলেন বিপুল গৌরবে।


কিন্তু এখন আমার প্রশ্ন, তারা কি কখনও সুসমাচার শোনেনি? নিশ্চয়ই শুনেছে। শাস্ত্র বলে, “সারা জগতে ব্যাপ্ত তাদের সুর ও ছন্দ,ছড়িয়ে গেছে তাদের বাণীপৃথিবীর সকল প্রান্তে।”


হে প্রভু দেখ, এখনও তাঁরা কিভাবে আমাদের ভীতি প্রদর্শন করে চলেছেন। আমরা তোমার দাস, আমাদের আশীর্বাদ কর যেন আমরা নির্ভয়ে তোমার বাণী প্রচার করতে পারি।


পিতর ও যোহনেরর মত অশিক্ষিত ও নিতান্ত সাধারণ মানুষের এরকম দুঃসাহস দেখে তাঁরা অবাক হয়ে গেলেন। পরে তাঁরা জানতে পারলেন যে এঁরা যীশুর সঙ্গী ছিলেন।


পিতর তখন এগারোজন প্রেরিত শিষ্যের সঙ্গে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে জনতাকে সম্বোধন করে বললেন, হে ইহুদী জনমণ্ডলী ও জেরুশালেম নিবাসী সমস্ত জনসাধারণ। দয়া করে আমার কথা শুনু।


এবং জেরুশালেম থেকে আরম্ভ করে সমস্ত জাতির কাছে তাঁর নাম প্রচারিত হবে। তার ফলে মানুষ ঈশ্বরের পথে ফিরে আসবে ও পাপের ক্ষমা লাভ করবে।


হে জেরুশালেমবাসী, লেবাননে যাও, চীৎকার কর সেখানে গিয়ে, যাও বাশান দেশে, সেখানে চীৎকার কর মোয়াবের পর্বতশ্রেণী থেকে ডাক দাও কারণ পরাজিত হয়েছে তোমার সমস্ত মিত্রপক্ষ।


তোমাদের এই উপবাস তোমাদের উগ্র করে তোলে, তোমরা যুদ্ধ বিবাদে লিপ্ত হয়ে থাক। তোমরা কি মনে কর যে এই ধরণের উপবাস আমাকে তোমাদের প্রার্থনা গ্রাহ্য করতে উদ্বুদ্ধ করবে?


প্রভু পরমেশ্বর বলেন, আমিই সেইজন যিনি তোমায় করেন শক্তিমান, তবে কেন কর ভয় সেই মর্ত্যমানবকে তৃণের চেয়ে বেশি নয় আয়ু যার?


তোমরা, যারা জান ধর্ম কি, যাদের অন্তরে আমার অনুশাসন সদাজাগ্রত, শোন তোমরা—লোকে যখন তোমাদের উপহাস করে, জর্জরিত করে অপমানে, ভয় পেয়ো না, হতাশ হয়ো না তোমরা,


আমি, প্রভু পরমেশ্বর প্রথম শুনিয়েছিলাম সিয়োনকে এই সংবাদ। প্রেরণ করেছিলাম আমিই জেরুশালেমে এক সংবাদদাতাকে এই সংবাদ দিতে, তোমার প্রজারা আসছে! ঘরে ফিরে আসছে তারা।


ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে দুই পক্ষের সৈন্যবাহিনী সংগ্রামে লিপ্ত হল। রাজা অবিয় সেমারায়িম পর্বতের চূড়ায় উঠে যারবিয়াম ও ইসরায়েলীদের ডেকে বললেন, আমার কথা শোন!


যোথাম লোকের মুখে এই সংবাদ শুনে গেরিষীম পর্বতের চূড়ায় গিয়ে উঠল। সেখান থেকে চীৎকার করে লোকজনকে সম্বোধন করে বলল, ওহে শেখেমের অধিবাসীরা, তোমরা আমার কথা শোন, তাহলে ঈশ্বরও তোমাদের কথা শুনবেন।


যিহুদীয়াতে উৎসিয়, যোথম, আহস এবং হিষ্কিয়ের রাজত্বকালে আমোসের পুত্র যিশাইয়ের কাছে ঈশ্বর জেরুশালেম ও যিহুদীয়া সম্বন্ধে দিব্যদর্শনের মাধ্যমে বার্তা প্রেরণ করেছিলেন।


রুক্ষ মরু অসীম আনন্দে উচ্চকন্ঠে গাইবে গান, লেবাননের মত হয়ে উঠবে সে সুন্দর, অপরূপ, উর্বরা, সুফলা হবে কার্মেল ও শারোণের মত। দেখবে সকলে প্রভু পরমেশ্বরের ঐশ্বর্য-মহিমা দেখবে তাঁর অসীম প্রতাপ।


কিন্তু যখন আমার দাস ভবিষ্যদ্বাণী করে, যখন আমি প্রেরণ করি আমার বার্তাবহকে আমার পরিকল্পনা প্রকাশের উদ্দেশে তখন সফল করি আমার সমস্ত পরিকল্পনা, সফল করি সকল ভবিষ্যদ্বাণী। আমি জেরুশালেমকে বলেছি এ কথা, মানুষ আবার বসতি করবে তোমার কোলে, তারা পুনরায় করবে নির্মাণ যিহুদীয়ার নগর জনপদ।


একমাত্র আমিই জানি তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা, তোমাদের আগামী দিনের স্বপ্ন ও আশাকে সফল করার কথা, বিপর্যয়ের নয়, তোমাদের মঙ্গল ও সমৃদ্ধিশালী করার পরিকল্পনার কথা।


ঐ দেখ, শান্তির দূত আসছেন, গিরিপর্বত পার হয়ে আসছেন শান্তির বাণী ঘোষণা করতে। হে যিহুদীয়া, তুমি তোমার পর্বসকল পালন কর, পূর্ণ কর তোমার মানত, কারণ দুর্জনেরা আর কখনও তোমার বিরুদ্ধে অভিযান করবে না, তারা সমূলে উচ্ছিন্ন হয়েছে।


কিন্তু একদিন তোমরা জানবে যে আমিই ঈশ্বর, আগেই তোমাদের কাছে এইসব কথা বলেছিলাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন