Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 40:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 উচ্চরবে ধ্বনিত হচ্ছে একটি কন্ঠস্বর, বলছে: ঘোষণা কর একটি বারতা! কি বারতা ঘোষণা করব?—প্রশ্ন করলাম আমি। বল: মানব তৃণমাত্র, ক্ষণস্থায়ী তার সমস্ত শোভা বনফুলের মত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 এক জনের কণ্ঠস্বর শোনা গেল, সে বলছে, ‘ঘোষণা কর,’ এক জন বললো, ‘কি ঘোষণা করবো?’ ‘মানুষমাত্র ঘাসের মত, তার সমস্ত গৌরব ক্ষেতের ফুলের মত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা করো।” আমি বললাম, “আমি কী ঘোষণা করব?” “সব মানুষই ঘাসের মতো আর তাদের সমস্ত বিশ্বস্ততা মাঠের ফুলের মতো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 এক জনের রব, সে বলিতেছে, ‘ঘোষণা কর,’ এক জন কহিল, ‘কি ঘোষণা করিব?’ ‘মর্ত্ত্যমাত্র তৃণস্বরূপ, তাহার সমস্ত কান্তি ক্ষেত্রস্থ পুষ্পের তুল্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 একটি কণ্ঠস্বর বলল, “কথা বল!” তখন লোকে বলল, “আমাদের কি বলা উচিৎ‌?” ঐ কণ্ঠস্বর বলল, “মানুষ চিরকাল বাঁচে না, তারা আসলে ঘাসের মতো। তাদের ধার্মিকতা বুনো ফুলের মতো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 এক জনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা কর।” আমি বললাম, “আমি কি ঘোষণা করব?” “সব মানুষই ঘাসের মত, মাঠের ফুলের মতই তাদের চুক্তির বিশ্বস্ততা।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 40:6
17 ক্রস রেফারেন্স  

অপরাহ্নের ছায়ার মত বিলীয়মান আমার দিনগুলি, তৃণের মতই আমি বিশুষ্কপ্রায়।


ফুলের মতই সেও শুকিয়ে যায় অচিরেই, মিলিয়ে যায় ছায়ার মত। স্থির থাকে না কখনও।


প্রভু পরমেশ্বর বলেন, মুক্তকন্ঠে উচ্চস্বরে ঘোষণা কর! আমার ইসরায়েলী প্রজাদের জানাও তাদের পাপের কথা!


চিরতরে বিনষ্ট হওয়ার জন্যই দুষ্টেরা বেড়ে ওঠে তৃণদলের মত, অধর্মচারীরা হয় সমৃদ্ধিশালী।


সেই দিন আগতপ্রায়, যেদিন ইফ্রয়িমের পাহাড়ী এলাকা থেকে প্রহরীরা ডেকে বলবে, ‘এস আমরা সিয়োনে যাই, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে।’


যৌবনে তুমি কত অনুরক্ত ছিলে আমার প্রতি,আমার স্মরণে আছে সে কথা! আমাদের বিবাহের পর কত ভালবাসতে তুমি আমায়, মরুভূমিতে তুমি আমায় অনুসরণ করে চলতে, অনুসরণ করতে আমায় অকর্ষিত প্রান্তরে।


উচ্চরবে ঘোষণা করছে একটি কন্ঠস্বর: পথ প্রস্তুত কর প্রভু পরমেশ্বরের জন্য মরু প্রান্তরের বুকে, আমাদের ঈশ্বরের জন্য নির্মাণ করে দাও মরুভূমির মাঝে মসৃণ এক রাজপথ!


দুর্বল অক্ষম সেই অধিবাসীরা ভীত, চকিত, হতবাক! মাঠের ঘাস অথবা বাড়ীর ছাদের উপরে গজিয়ে ওঠা আগাছার মত তারা বেড়ে ওঠার আগেই শুকিয়ে যায় পূবালী তপ্ত হাওয়ার স্পর্শে।


আনন্দে মুখর হয়ে উচ্চকন্ঠে গাও স্তবগান হে সিয়োন নিবাসী! ইসরায়েলের পরম আরাধ্য পবিত্র ঈশ্বর অতি সুমহান, প্রজাদের মাঝে বসতি যে তাঁর, পেতেছেন সেথায় আসন।


গিবিয়ায় ভেরী বাজাও, রামায় তূরীধ্বনি কর,বেথেল-এ রণহুঙ্কার ছেড়ে বল: ‘হে বিন্যামীন, যুদ্ধে ঝাঁপিয়ে পড় আমরা রয়েছি তোমার পিছনে।’


প্রভু পরমেশ্বর বলেন, আমিই সেইজন যিনি তোমায় করেন শক্তিমান, তবে কেন কর ভয় সেই মর্ত্যমানবকে তৃণের চেয়ে বেশি নয় আয়ু যার?


স্বর্গদূত আমাকে বললেন, তুমি ঘোষণা কর যে সর্বাধিপতি প্রভু বলেছেন, জেরুশালেম আমার পবিত্র নগরী, তাকে আমি গভীরভাবে ভালবাসি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন