Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 40:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 প্রভু পরমেশ্বরের মহিমা তখন হবে উদ্ভাসিত। দেখবে দুচোখ ভরে সমগ্র মানবজাতি, স্বয়ং প্রভু পরমেশ্বর দান করেছেন এই প্রতিশ্রুতি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আর মাবুদের মহিমা প্রকাশ পাবে, আর সমস্ত মানুষ একসঙ্গে তা দেখবে, কারণ মাবুদ এই কথা বলেছেন।’

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তখন সদাপ্রভুর মহিমা প্রকাশিত হবে, সমস্ত মানবকুল একসঙ্গে তা প্রত্যক্ষ করবে। কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আর সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে, আর সমস্ত মর্ত্ত্য একসঙ্গে তাহা দেখিবে, কারণ সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তখনই প্রভুর মহিমা বুঝতে পারবে। সবাই এক সঙ্গে দেখতে পাবে প্রভুর মহিমা। হ্যাঁ, প্রভু নিজেই বলেছেন এসব কথা!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 এবং সদাপ্রভুর গৌরব প্রকাশিত হবে, আর সমস্ত মানুষ তা একসঙ্গে দেখবে; কারণ সদাপ্রভু এই সব কথা বলেছেন।”

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 40:5
39 ক্রস রেফারেন্স  

সমুদ্র যেমন জলে পরিপূর্ণ, তেমনই পূর্ণ হবে মানুষের হৃদয় পরমেশ্বরের ক্ষমতা ও মহিমার উপলব্ধিতে।


আগামী দিনে আমি প্রতিটি মানুষের উপর আমার আত্মা বর্ষণ করব, তোমাদের পুত্রকন্যারা ভাবোক্তি করবে, তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে, আর তরুণেরা লাভ করবে দিব্যদর্শন।


প্রভু পরমেশ্বর ব্যবহার করবেন তাঁর অমিত পরাক্রম, রক্ষা করবেন তাঁর প্রজাদের, দেখবে সমগ্র বিশ্বচরাচর।


মর্তমানব প্রত্যক্ষ করবে ঈশ্বর-কৃত মহাত্রাণ।


কারণ ঈশ্বর, যিনি বলেছিলেন, অন্ধকারে হোক আলোর আর্বিভাব —সেই তিনিই আমাদের হৃদয় আলোকিত করেছেন যেন খ্রীষ্টের শ্রীমুখে প্রতিভাত ঈশ্বরের মহিমা আমরা দর্শন করতে পারি। মৃন্ময় পাত্রে গচ্ছিত স্বর্গীয় সম্পদ


জাগ্রত হও হে জেরুশালেম, আলোয় উদ্ভাসিত হও, তোমার উপরে বিকীর্ণ হয়েছে, প্রভু পরমেশ্বরের প্রতাপ ও মহিমা।


ঈশ্বরের পবিত্র পর্বত সিয়োনে হিংসা বা বিনাশের লেশমাত্র থাকবে না। সমুদ্র যেমন অগাধ জলে পরিপূর্ণ, এই ধরণীও তেমনি পূর্ণ হবে ঈশ্বরের সম্যক জ্ঞানে।


তাহলে আমার সান্নিধ্যে থাকার প্রকৃত আনন্দ তোমরা লাভ করবে। আমি তোমাদের সারা পৃথিবীতে সম্মানিত করব এবং তোমাদের পূর্বপুরুষ যাকোবকে যে দেশ দান করেছিলাম, সেই দেশের অধিকার তোমরা লাভ করবে, প্রভু পরমেশ্বর এই কথা বলেন।


তাঁরা প্রত্যেকে প্রত্যেককে ডেকে বলতে লাগলেনঃ পবিত্র, পবিত্র, পবিত্র! সর্বাধিপতি প্রভু পরমেশ্বর পবিত্র! সারা পৃথিবী তাঁর প্রতাপ ও মহিমায় পরিপূর্ণ!


চিরধন্য হোক তাঁর গৌরবান্বিত নাম, তাঁর মহিমায় পরিপূর্ণ হোক এ পৃথিবী, আমেন, আমেন।


সেই নগরে আলোর জন্য সূর্য বা চন্দ্রের দরকার নেই। ঈশ্বরের গৌরবেই তা আলোকিত। মেষশাবক স্বয়ং তার প্রদীপ।


‘ঈশ্বর ঘোষণা করেছেন, অন্তিম কালে ঘটবে এসব ঘটনা –আমার আত্মা আমি সমস্ত মানুষের মধ্যে সেচন করব,এবং তোমাদের পুত্র কন্যারা ভবিষ্যদ্বাণী বলবে,তোমাদের যুবকেরা লাভ করবে অলৌকিক দর্শন এবং প্রবীণেরা দেখবে স্বপ্ন।


প্রতি অমাবস্যায় এবং প্রতি সাব্বাথ দিনে সমস্ত মানুষ এই জেরুশালেমে সমবেত হয়ে আমার আরাধনা করবে, এই কথা বলেছেন প্রভু পরমেশ্বর।


তিনিই ঈশ্বরের মহিমার কিরণ। ঈশ্বরের স্বরূপও তাঁর মাঝে অবিকলভাবে মুদ্রিত। সমগ্র সৃষ্টি তিনি ধারণ করে আছেন তাঁর তেজোময় বাক্যের মহাপরাক্রমে। পাপস্খালনের ব্যবস্থা করার পর তিনি দ্যুলোকে মহামহিম ঈশ্বরের দক্ষিণে আসন গ্রহণ করেছেন।


আমাদের সকলের অনাবৃত মুখদর্পণে প্রভুর দীপ্তি প্রতিফলিত হচ্ছে, ফলে আমরা ক্রমশঃ মহিমামণ্ডিত হয়ে তাঁরই সাদৃশ্যে রূপান্তরিত হয়ে চলেছি। স্বয়ং প্রভু, যিনি আত্মাস্বরূপ, এই রূপান্তর তাঁরই কাজ।


যিশাইয় তাঁর মহিমাদর্শন করেছিলেন বলেই তাঁর সম্বন্ধে এ কথা বলে গেছেন।


সেই বাক্ দেহ ধারণ করলেন। আমাদেরই মাঝে করলেন বসতি। আমরা প্রত্যক্ষ করলাম তাঁর মহিমা, পিতার অনন্য পুত্রের মহিমা-যা করুণা ও সত্যে মণ্ডিত।


প্রভু পরমেশ্বর আপন পবিত্র আবাস থেকে আসছেন। তোমরা সকলে শান্ত হও। পরমেশ্বর আপন পবিত্র পীঠে জাগ্রত। তিনি আসছেন। তোমরা সকলে নীরব হও।


কিন্তু যদি আমাকে অগ্রাহ্য কর ও বিদ্রোহী হও তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


সর্বমানবের উপরে আধিপত্য তুমি তাঁকে দিয়েছ। তাই যাদের তুমি তাঁর হাতে সমর্পণ করেছ, তাদের অনন্ত জীবন দান করার অধিকারও তাঁর আছে।


তারা নিশ্চিন্তে বসবাস করবে নিজেদের দ্রাক্ষাকুঞ্জ ও ডুমুর গাছের মাঝে, কেউ তাদের ভীতি প্রদর্শন করবে না, কারণ সর্বাধিপতি প্রভু পরমেশ্বর স্বয়ং বলেন এ কথা।


আমি জিজ্ঞাসা করলাম, হে প্রভু পরমেশ্বর, কেন এই দেশ বিধ্বস্ত, রুক্ষ মরুভূমির মত, যার জন্য এর মধ্য দিয়ে কেউ যাতায়াত করে না? কার এত জ্ঞান আছে যে বুঝবে এর মর্ম? কার কাছে তুমি ব্যাখ্যা করে বলেছ এ কথা, যে অপরের কাছে সব বলতে পারবে?


প্রভু পরমেশ্বর বলেছেন আমায়, হে আমার দাস, আমি দেব তোমায় মহত্তর কর্মের মহান দায়িত্বভার। যাকোবের কুলকে পুনরুদ্ধার করে মহান জাতিরূপে প্রতিষ্ঠা করাই একমাত্র কাজ নয় তোমার, এ তো সামান্য কাজ। তুমি হবে আলোকস্বরূপ জাতিবৃন্দের কাছে, সারা জগতের কাছে তুমি পৌঁছে দেবে আমার পরিত্রাণ।


রুক্ষ মরু অসীম আনন্দে উচ্চকন্ঠে গাইবে গান, লেবাননের মত হয়ে উঠবে সে সুন্দর, অপরূপ, উর্বরা, সুফলা হবে কার্মেল ও শারোণের মত। দেখবে সকলে প্রভু পরমেশ্বরের ঐশ্বর্য-মহিমা দেখবে তাঁর অসীম প্রতাপ।


প্রভু পরমেশ্বর সিয়োনকে গড়ে তুলবেন আবার, প্রকাশ করবেন তাঁর গৌরব ও পরাক্রম।


প্রতাপ ও গৌরব তাঁর অগ্রবর্তী, তাঁর পবিত্রস্থানে বিরাজ করে শক্তি ও সৌন্দর্য।


ইনিই সেই জ্যোতি —যিনি অন্যান্য জাতির কাছে ব্যক্ত করবেন তোমার সত্য। ইনিই তোমার প্রজা ইসরায়েলের গৌরব।


আমি প্রভু পরমেশ্বর, সর্বমানবের ঈশ্বর, আমার অসাধ্য কিছুই নেই।


সারা পৃথিবীর মানুষের মধ্যে যারা তাঁর কাছে অপরাধী বলে গণ্য হবে, তাদের তিনি দণ্ড দেবেন অগ্নি ও খড়্গাঘাতে। বহুলোক মৃত্যুমুখে পতিত হবে।


আর সকালে তোমরা দেখতে পাবে প্রভু পরমেশ্বরের মহিমা। তাঁর বিরুদ্ধে তোমাদের বিক্ষোভের কথা তিনি জানতে পেরেছেন। তোমাদের এই বিক্ষোভ আমাদের বিরুদ্ধে নয়, কারণ আমরা কিছুই নই।


আকাশমণ্ডল ঘোষণা করে তাঁর ন্যায়নিষ্ঠতা, সমস্ত জাতি নিরীক্ষণ করে তাঁর মহিমা।


তোমরা প্রভু পরমেশ্বরের পুস্তকে অনুসন্ধান কর, পাঠ করে দেখ জীবিত প্রাণীদের বিষয়ে কি লেখা আছে। এরা কেউ লুপ্ত হবে না, সঙ্গীর অভাব হবে না কারও। কারণ প্রভু পরমেশ্বরই তাদের এই অবস্থার নির্দেশ দান করেছেন, তিনি স্বয়ং তাদের একত্রে মিলাবেন।


প্রতিটি উপত্যকা ভরাট কর, সমান করে দাও প্রতিটি পর্বত-উপত্যকা, পাহাড়গুলি হবে সমতলভূমি বন্ধুর ভূমি হবে সমতল।


মানুষ দেখবে এই দৃশ্য এবং জানবে, আমি, প্রভু পরমেশ্বর এ অরণ্য করেছি রচনা। তারা বুঝবে, এ ঘটনা হয়েছে সম্ভব ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বরের ক্ষমতায়।


যারবিয়াম বংশের কেউ যদি শহরের মধ্যে মারা যায়, তবে তার দেহ কুকুরে খাবে, আর যদি কেউ মাঠে-ঘাটে মরে, তাহলে তাকে শকুনে খাবে। প্রভু পরমেশ্বর স্বয়ং একথা বলছেন।


নিঃস্ব বঞ্চিতের প্রার্থনা তিনি গ্রাহ্য করেন, অবজ্ঞা করেন না তাদের মিনতি।


হে প্রভু পরমেশ্বর, আমাদের জাতির শ্রীবৃদ্ধি করেছ তুমি, চতুর্দিকে সীমানা তার করেছ বিস্তৃত, গৌরবে মণ্ডিত হয়েছ তুমি।


আমি জানি তাদের চিন্তা ও কর্ম। পৃথিবীর সমস্ত জাতির মানুষকে একত্র করতে আমি আসছি। তারা একত্র হলে দেখবে আমার পরাক্রম ও মহিমা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন