Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 40:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 প্রতিটি উপত্যকা ভরাট কর, সমান করে দাও প্রতিটি পর্বত-উপত্যকা, পাহাড়গুলি হবে সমতলভূমি বন্ধুর ভূমি হবে সমতল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 প্রত্যেক উপত্যকা উঁচু করা হবে, প্রত্যেক পর্বত ও উপপর্বত নিচু করা যাবে; অসমান স্থান সোজা হবে, উঁচু ও নিচু ভূমি সমতল হবে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 প্রত্যেক উপত্যকাকে উপরে তোলা হবে, প্রত্যেক পর্বত ও উপপর্বতকে নিচু করা হবে; এবড়োখেবড়ো জমিকে সমান করা হবে, অমসৃণ স্থানগুলি সমতল হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 প্রত্যেক উপত্যকা উচ্চীকৃত হইবে, প্রত্যেক পর্ব্বত ও উপপর্ব্বত নিম্ন করা যাইবে; বক্র স্থান সরল হইবে, উচ্চনীচ ভূমি সমস্থলী হইবে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 প্রত্যেক উপত্যকা পূর্ণ কর। প্রত্যেক পাহাড় পর্বতকে কর সমতল। আঁকা-বাঁকা রাস্তাকে সোজা কর। অসমান জমিকে মসৃণ কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 প্রত্যেক উপত্যকাকে তোলা হবে এবং প্রত্যেক পাহাড় ও পর্বতকে সমান করা হবে, উঁচু নিচু জায়গা সমান মাপের করা হবে, আর অসমান জমি সমান করা হবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 40:4
18 ক্রস রেফারেন্স  

ভরিয়ে দেওয়া হবে প্রত্যেকটি গিরিখাত, নত করা হবে সমস্ত গিরি-পর্বতের চূড়া, বক্র যা কিছু হয়ে যাবে সরল, বন্ধুর পথ হবে মসৃণ সমতল।


আমি সর্বাধিপতি প্রভু বলছি, তোমার মুকুট ও উষ্ণীষ তোমার মাথায় আর থাকবে না, দারুণ ওলোট-পালট হয়ে যাবে সব। অবনত-উপেক্ষিত ক্ষমতার উচ্চাসনে বসবে। শাসককুলকে নামিয়ে আনা হবে নীচে!


তোমাদের আমি বলছি, ঐ ফরিশীর চেয়ে বরং এই ব্যক্তিই ধার্মিক প্রতিপন্ন হয়ে নিজের ঘরে ফিরে গেল। যে নিজের গৌরব করে, তাকে নত করা হবে কিন্তু যে নিজেকে নত করে, সে গৌরবান্বিত হবে।


সাইরাসকে প্রভু পরমেশ্বর বলেছেন, আমি স্বয়ং তৈরী করব তোমার পথ, সমান করে দেব গিরি-পর্বত, ভেঙ্গে দেব আমি ব্রোঞ্জের কপাট, বিচূর্ণ করব লৌহ গরাদ।


বনভূমির বৃক্ষরাজি জানবে যে আমি প্রভু পরমেশ্বর। আমিই বনস্পতিরাজিকে ছেদন করেছি, খর্ব করেছি তাকে, ক্ষুদ্রকে করেছি উন্নত, শ্যামল বনানী শুষ্ক করেছি, সতেজ করেছি শুষ্ককে। -আমি প্রভু পরমেশ্বর বলছি: —আমি যা বলেছি তা করবই।


ধূলিশয্যা থেকে দীনকে আবর্জনাস্তূপ থেকে দরিদ্রকে তিনিই তুলে আনেন, অভিজাতকুলে আসন দেন তাদের, মর্যাদার আসনে অধিকার পায় তারা। পৃথিবীর স্তম্ভরাজির অধিকর্তা প্রভু তাদেরই উপরেই জগত স্থাপন করেছেন তিনি।


মরুদেশ ও তার নগর-নগরী উচ্চকন্ঠে গাও তাঁর জয়গান, হে কেদরের গ্রামবাসীগণ কর তাঁর বন্দনা গান! হে সেলা নগরীর অধিবাসীগণ, কর আনন্দগান, উচ্চকন্ঠে ধ্বনি জাগাও গিরি-পর্বত থেকে!


যারা বাঁকা পথে চলে, আচরণ যাদের শঠতায় পূর্ণ।


উচ্চরবে ঘোষণা করছে একটি কন্ঠস্বর: পথ প্রস্তুত কর প্রভু পরমেশ্বরের জন্য মরু প্রান্তরের বুকে, আমাদের ঈশ্বরের জন্য নির্মাণ করে দাও মরুভূমির মাঝে মসৃণ এক রাজপথ!


প্রভু পরমেশ্বরের মহিমা তখন হবে উদ্ভাসিত। দেখবে দুচোখ ভরে সমগ্র মানবজাতি, স্বয়ং প্রভু পরমেশ্বর দান করেছেন এই প্রতিশ্রুতি।


আমার প্রজাদের জন্য আমি তৈরী করব এক রাজপথ গিরিপর্বত সমতল করে।


পর্বত প্রমাণ বাধাও তোমার সামনে থেকে অপসারিত হবে। তুমি মন্দির পুনর্নির্মাণ করবে এবং সকলে প্রশংসা ধ্বনির মাঝে শেষ প্রস্তরটি বসিয়ে দেবে।


হে জেরুশালেমবাসী যাও, নগরের বাইরে যাও নির্মাণ কর পথ তাদের জন্য যারা আজ ঘরে ফিরে আসছে। প্রস্তুত কর রাজপথ, সরিয়ে ফেল ছড়িয়ে থাকা প্রস্তরখণ্ড! স্থাপন কর এক পতাকা সমস্ত জাতির সম্মুখে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন