যিশাইয় 40:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)30 কিন্তু সাহায্যের জন্য যারা আস্থা রাখে প্রভু পরমেশ্বরে, শক্তি তাদের হবে নবায়িত। তারা হবে উড়ন্ত ঈগলের মত, দৌড়াবে তবু ক্লান্ত হবে না তারা অবিরাম পথ চলায় হবে না শক্তিহীন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা শ্রান্ত ও ক্লান্ত হয়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 এমনকি, যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়, তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয়, যুবকেরা স্খলিত, স্খলিত হয়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 যুবকরাও ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের বিশ্রামের প্রয়োজন হয়। তারাও মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 অল্পবয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয় আর যুবকেরা হোঁচট খেয়ে পড়ে যায়, অধ্যায় দেখুন |
এ জগতে আমি আরও একটি বিষয় উপলব্ধি করলাম: যারা জোরে দৌড়াতে পারে, তারাই সব সময়ে প্রতিযোগিতায় জয়লাভ করে না, সব সময়ে সাহসী যোদ্ধারা যুদ্ধে হয় না বিজয়ী, জ্ঞানবানদের জোটে না অন্ন, বুদ্ধিমানেরা ধনী হতে পারে না সব সময়ে, কর্মদক্ষ লোকেরা উন্নীত হয় না উচ্চপদে। সময় ও সুযোগ তাদের ভাগ্য নির্ধারণ করে, মন্দভাগ্য ছায়া ফেলে প্রত্যেকেরই জীবনে।