| যিশাইয় 40:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)15 প্রভু পরমেশ্বরের কাছে পৃথিবীর অসংখ্য জাতিবৃন্দ কিছুই নয়, বেশি কিছু নয় এক বিন্দু জলের চেয়ে, দেশ-মহাদেশ তাঁর কাছে ধূলিকণা যেন।অধ্যায় দেখুন আরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 দেখ, জাতিরা কলসের একটি জলবিন্দুর মত, আর দাঁড়িপাল্লায় লেগে থাকা ধূলিকণার মত গণ্য; দেখ, তিনি দ্বীপগুলোকে মিহি ধুলার মতই তোলেন।অধ্যায় দেখুন বাংলা সমকালীন সংস্করণ15 জাতিগুলি নিশ্চয়ই কলসের এক ফোঁটা জলের মতো; তাদের মনে করা হয় দাঁড়িপাল্লায় লাগা ধূলিকণার মতোই; তিনি সূক্ষ্ম ধূলিকণার মতোই ওজন করেন সব দ্বীপ।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল O.V. (BSI)15 দেখ, জাতিগণ কলসের একটী জলবিন্দুর তুল্য, আর পাল্লাতে লগ্ন ধূলিকণার ন্যায় গণ্য; দেখ, তিনি দ্বীপ সকলকে একটী পরমাণুর ন্যায় তুলেন।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল15 দেখ, পৃথিবীর সব দেশই একটি বালতিতে ছোট এক ফোঁটা জলের মত। প্রভু যদি তাঁর দূরবর্তী দেশগুলিকে এনে ওজন মাপার যন্ত্রে চাপান তাদের অবস্থা হবে ধূলিকণার মত।অধ্যায় দেখুন ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 দেখ, দেশ গুলো যেন কলসীর মধ্যে জলের একটা ফোঁটা; দাঁড়িপাল্লায় ধূলিকণার মতই তাদের মনে করা হয়। দেখ দ্বীপপুঞ্জকে তিনি ক্ষুদ্র কনার মতন পরিমাপ করেন।অধ্যায় দেখুন | 
এবং জানবে, একমাত্র আমিই তাদের দণ্ডদানে সক্ষম। কিন্তু তাদের মধ্যে কিছু লোককে আমি নিষ্কৃতি দেব এবং প্রেরণ করব তাদের নানা জাতি ও দূরতম দেশের মানুষের কাছে, যারা কোনদিন শোনে নি আমার যশের কথা, প্রত্যক্ষ করে নি আমার প্রতাপ ও মহিমা। আমি তাদের পাঠাব স্পেন, লিবিয়া ও ইথিওপিয়াতে তাদের নিপুণ ধনুর্ধরদের কাছে পাঠাব তাদের তুবল ও গ্রীস দেশে। এই সমস্ত দেশের জাতিবর্গের কাছে তারা ঘোষণা করবে আমার মহিমার কথা।