Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 4:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সেই দিন প্রভু পরমেশ্বরের রোপিত বৃক্ষশাখা নব পল্লবে সুসজ্জিত হয়ে উঠবে। ইসরায়েলের অবশিষ্ট লোকেরা দেশে উৎপন্ন শস্যসম্ভারে সমৃদ্ধ হবে। এই সমৃদ্ধি এনে দেবে তাদের গর্ব ও গৌরব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 সেদিন ইসরাইলের মধ্যে যারা বাঁচবে, তাদের পক্ষে মাবুদের তরুশাখা খুব সুন্দর ও মহিমাযুক্ত হবে এবং দেশের ফল শোভাময় ও সৌন্দর্য মণ্ডিত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সেদিন, সদাপ্রভুর পল্লব হবেন সুন্দর ও মহিমাময় এবং দেশের ফল হবে ইস্রায়েলের অবশিষ্ট বেঁচে থাকা লোকদের জন্য গর্বের ও মহিমার বিষয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 সেই দিন ইস্রায়েলের মধ্যে যাহারা বাঁচিবে, তাহাদের পক্ষে সদাপ্রভুর পল্লব ভূষণ ও প্রতাপ হইবে, এবং দেশের ফল শোভা ও সৌন্দর্য্য হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 সেই সময়, প্রভুর গাছ (যিহূদা) বড় হবে এবং সুন্দর হয়ে উঠবে। এমনকি তখনও ইস্রায়েলের উদ্বাস্তুরা তাদের দেশে উৎপন্ন শস্য নিয়ে গর্ব অনুভব করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 সেই দিন সদাপ্রভুর ইস্রায়েলের মধ্যে যারা বাঁচবে, তাদের জন্যে সদাপ্রভুর সেই শাখা সুন্দর ও গৌরবান্বিত হবে এবং দেশের ফল সুস্বাদু ও সুন্দর হবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 4:2
40 ক্রস রেফারেন্স  

প্রধান পুরোহিত যিহোশূয়কে বল, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, এই দেখ সেই ব্যক্তি, যার নাম ‘পল্লব’। সে তার পদে প্রতিষ্ঠালাভ করবে এবং প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণ করবে।


প্রভু পরমেশ্বর বলেন, সেই দিন আসন্ন, যেদিন আমি দাউদের এক ধর্মনিষ্ঠ বংশধরকে রাজারূপে মনোনীত করব। সেই রাজা বিচক্ষণতার সঙ্গে শাসন পরিচালনা করবে এবং যা সঙ্গত ও ন্যায্য, সারা দেশে সেই কাজই করবে।


প্রধান পুরোহিত যিহোশূয়, শোন, আমি তোমাকে এবং তোমার সহকর্মীদের বলছি: (কারণ তারা সুলক্ষণযুক্ত), দেখ, আমি আমার দাস ‘পল্লবকে’ আনব।


এমন এক দিন আসছে যে দিন যাকোবের বংশধর ইসরায়েল জাতি একটি বৃক্ষের মত বদ্ধমূল হবে। মুকুলিত পুষ্পে পল্লবে সুশোভিত হয়ে উঠবে। তাদের উৎপাদিত ফলে পৃথিবী পূর্ণ হয়ে যাবে।


সেদিন পরমেশ্বরের নামে যে ডাকবে সে-ই রক্ষা পাবে। প্রভু পরমেশ্বর বলেছেনঃ সিয়োন পর্বত শালেম হবে মুক্তি প্রাপ্তদের আশ্রয়স্থল প্রভুর মনোনীত লোকেরাও বাস করবে তাদের মাঝে।


সেই সময় আমি দাউদের এক ধর্মনিষ্ঠ বংশধরকে রাজা রূপে মনোনীত করব। সেই রাজা হবেন ন্যায়বান, তিনি সারাদেশে ন্যায়ধর্ম প্রতিষ্ঠা করবেন।


কারণ ঈশ্বর, যিনি বলেছিলেন, অন্ধকারে হোক আলোর আর্বিভাব —সেই তিনিই আমাদের হৃদয় আলোকিত করেছেন যেন খ্রীষ্টের শ্রীমুখে প্রতিভাত ঈশ্বরের মহিমা আমরা দর্শন করতে পারি। মৃন্ময় পাত্রে গচ্ছিত স্বর্গীয় সম্পদ


কিন্তু যারা উদ্ধার পাবে সিয়োন পর্বত হবে তাদের আশ্রয়তা হবে পবিত্রভূমি, যাকোবকুল ফিরে পাবে তাদের স্বত্বাধিকার।


যিহুদীয়া থেকে যারা মিশরে বাস করতে এসেছে তারা কেউ রেহাই পাবে না। তাদের সেই আকাঙ্ক্ষিত দেশ, যেখানে তারা আবার ফিরে আসতে চায়, সেই যিহুদীয়ায় ফিরে আসতে পারবে না কেউ। তবে, মাত্র কয়েকজন পালিয়ে আসতে পারবে।


তোমার প্রজাবৃন্দ হবে ধর্মনিষ্ঠ দেশের অধিকার লাভ করবে চিরতরে। আমি তরুর মত রোপণ করেছি, সৃষ্টি করেছি তাদের যেন প্রকাশিত হয় আমার মহিমা সর্বজনের কাছে।


প্রভু পরমেশ্বরের ভক্ত দাস, একটি চারার মত মূল বিস্তার করে বৃদ্ধিলাভ করুক শুষ্ক ঊষর ভূমিতে, এই হল প্রভুর অভিপ্রায়। তাই বুঝি সেই দাসের ছিল না কোন রূপ, ছিল না মহিমার প্রকাশ, সেই মুখছবি মনকে করে না আকর্ষণ।


দেশে হোক শস্যের প্রাচুর্য, গিরিশিখর সমূহে আন্দোলিত হোক শস্যগুচ্ছ, ফলগুলি হোক লেবাননের ফলের মত উৎকৃষ্ট, মাঠের তৃণদলের মত অপর্যাপ্ত হোক শস্য ভাণ্ডার।


কাল্পনিক কোন রূপকথার উপর ভিত্তি করে আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পরাক্রম ও পুনরাগমনের কথা তোমাদের কাছে বলিনি। আমরা তাঁর মহিমার প্রত্যক্ষদর্শী।


সেই বাক্ দেহ ধারণ করলেন। আমাদেরই মাঝে করলেন বসতি। আমরা প্রত্যক্ষ করলাম তাঁর মহিমা, পিতার অনন্য পুত্রের মহিমা-যা করুণা ও সত্যে মণ্ডিত।


তাই সব সময়ে সতর্ক থেকো এবং প্রার্থনা করো যেন যা কিছু ঘটবে সেই সবের হাত থেকে উদ্ধার পেতে পার এবং মানবপুত্রের সামনে দাঁড়াবার শক্তিলাভ কর।


সেই দিনের সংখ্যা ঈশ্বর কমিয়ে দিয়েছেন। তিনি যদি তা না করতেন, তাহলে কোন প্রাণীই রক্ষা পেত না। মনোনীত লোকদের কথা চিন্তা করেই সেই দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।


আহা! কত সুন্দর, কত ভাল হবে তারা। তখন শস্যসম্ভার ও নতুন দ্রাক্ষারস সতেজ করে তুলবে তরুণ তরুণীদের।


সেদিন পর্বতগাত্র ভরে যাবে দ্রাক্ষাকুঞ্জে পাহাড়ের বুকে চরবে পশুপাল, যিহুদীয়ার নদী নালা হবে জলে পূর্ণ, প্রভুর আবাস থেকে নির্গত হবে নির্ঝর, শিটিমের উপত্যকা সিক্ত হবে তার জলে।


এরই মধ্যে থেকে কিছু লোক ভয়াতুর কপোতের মত পাহাড়ের কোলে গিয়ে আশ্রয় নেবে। এরা সবাই নিজেদের কৃতকর্মের জন্য বিলাপ করবে।


তবে, তোমাদের মধ্যে মাত্র কয়েকজন মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে মিশর থেকে যিহুদীয়ায় ফিরে যাবে। তখন সেই রক্ষাপ্রাপ্ত লোকেরা জানবে যে কার শপথবাক্য সত্য হয়েছে, আমার না তাদের?


আকাশ থেকে বর্ষণ করব আমি বিজয় তোমায় বৃষ্টিধারার মত, গ্রহণ করবে অঞ্জলিভরে এ ধরণীতল, মুকুলিত হবে ন্যায় ও মুক্তির অপার আনন্দে। আমিই প্রভু পরমেশ্বর এ সকলই আমার সৃজন।


যখন তোমরা বীজ বপন করবে, প্রভু পরমেশ্বর তখন সেগুলিকে বৃদ্ধি দানের জন্য পাঠাবেন বর্ষার ধারা এবং প্রচুর ফসল দান করবেন, তোমাদের পশুপালের জন্য থাকবে বহুবিস্তৃত চারণভূমি।


দীন-দরিদ্রের ন্যায্য বিচার করবেন, রক্ষা করবেন তিনি অসহায় মানুষের অধিকার। তাঁরই আদেশে লোকে শাস্তি পাবে, মৃত্যু হবে দুষ্টজনের।


ঈশ্বর, আমাদের ঈশ্বর আশীর্বাদ করেছেন আমাদের তাই ফলসম্ভারে পূর্ণ হয়েছে এই বসুন্ধরা।


তোমার ভাই হারোণের মর্যাদা ও শোভার জন্য পবিত্র পোষাক তৈরী করবে।


সেইদিন সমাগত যেদিন যিহুদীয়ার মানুষ গাইবে এই গানঃ অতি সুদৃঢ় আমাদের নগরী! সুরক্ষিত করেছেন স্বয়ং ঈশ্বর নগরীর প্রাকার সমূহ।


একদিন তুমি ছিলে জনহীন পরিত্যক্ত, ঘৃণিত এক নগরী। কিন্তু এবার আমি সাজাব তোমায় রাজকীয় মর্যাদা দিয়ে সমুন্নত মহিমায়, এ হবে আনন্দ নিকেতন যুগে যুগে, চিরকাল।


ভূমিতে যেমন হয় অঙ্কুরের উদ্গম, উদ্যান যেমন হয় পুষ্প পল্লবে সুশোভিত তেমনি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, পল্লবিত করবেন ন্যায়নিষ্ঠা পুষ্পিত করবেন তাঁর গৌরব ও মহিমা সর্বজাতির মাঝে।


আমি দেব তাদের উর্বরা ভূমি, দেশ থেকে দূর করে দেব ক্ষুধার জ্বালা। তারা আর কখনও অন্যান্য জাতির ব্যঙ্গ-বিদ্রূপের পাত্র হবে না।


কিন্তু হে আমার ইসরায়েলী প্রজাবৃন্দ, ইসরায়েলের পর্বতমালায় বৃক্ষরাজি আবার শাখায়-পল্লবে বেড়ে উঠবে, তোমাদের জন্য উৎপাদন করবে ফল সম্ভার। শীঘ্রই তোমার আবার স্বদেশে ফিরে আসবে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, তারা আমার। আমার নির্দিষ্ট সেই আগমনের দিনে তারা হবে আমার একান্ত আপন। লোকে যেমন বাধ্য সন্তানের উপর মমতা করে থাকে তেমনি আমিও তোমাদের প্রতি মমতাপরবশ হব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন