Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 39:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 এই কথা থেকে রাজা হিষ্কিয় বুঝলেন যে, তাঁর জীবনকালে রাজ্যে শান্তি ও নিরাপত্তা অব্যাহত থাকবে। তাই তিনি বললেন, আপনার মুখনিঃসৃত প্রভু পরমেশ্বরের এই বার্তা শুভ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তখন হিষ্কিয় ইশাইয়াকে বললেন, আপনি মাবুদের যে কালাম বললেন, তা উত্তম। তিনি আরও বললেন, কারণ আমার সময়ে শান্তি ও সত্য থাকবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 হিষ্কিয় উত্তর দিলেন, “সদাপ্রভুর যে বাক্য আপনি বললেন, তা ভালোই।” কারণ তিনি ভাবলেন, তাঁর নিজের জীবনকালে তো শান্তি আর নিরাপত্তা থাকবে!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তখন হিষ্কিয় যিশাইয়কে কহিলেন, আপনি সদাপ্রভুর যে বাক্য কহিলেন, তাহা উত্তম। তিনি আরও কহিলেন, কারণ আমার সময়ে শান্তি ও সত্য থাকিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তখন হিষ্কিয় যিশাইয়কে বললেন, “প্রভুর এই বার্তাটি খুব ভালো।” (হিষ্কিয় এটা বলেছিলেন কারণ তিনি ভেবেছিলেন, “আমি যতক্ষণ রাজা থাকব ততক্ষণ প্রকৃত শান্তি ও নিরাপত্তা থাকবে।”)

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তখন হিষ্কিয় যিশায়কে বললেন, “সদাপ্রভুর কথা তুমি যে বলেন তা ভাল।” কারণ তিনি চিন্তা করেন, আমার দিন গুলোতে শান্তি ও স্থিতিশীলতা থাকবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 39:8
12 ক্রস রেফারেন্স  

শেষ পর্যন্ত হিষ্কিয় এবং জেরুশালেমের প্রজারা ঈশ্বরের কাছে নিজেদের অবনত করলেন। তাই ঈশ্বর রাজা হিষ্কিয়ের মৃত্যু পর্যন্ত প্রজাদের দণ্ডদান করেন নি।


এবং যে দণ্ড আমি জেরুশালেমকে দেবার সিদ্ধান্ত নিয়েছি, তোমার মৃত্যুর আগে সে দণ্ড আমি দেব না। তোমায় শান্তিতে মৃত্যুবরণ করতে দেব।তাঁরা এই সংবাদ নিযে রাজার কাছে ফিরে এলেন।


সুতরাং ঈশ্বরের মহাপরাক্রমের সম্মুখে নতি স্বীকার কর, যথাসময়ে তিনিই তোমাদের উন্নত করবেন।


চতুর্থ, পঞ্চম, সপ্তম ও দশম মাসের উপবাসের নির্দিষ্ট দিনগুলি যিহুদাকুলের পক্ষে মঙ্গল ও আনন্দ উৎসব দিনে পরিণত হবে। অতএব তোমরা সত্য ও শান্তির অনুরাগী হও।


এখন তোমাদের কর্তব্য: তোমরা সত্যকথা বলবে। বিচার সভায় তোমরা ন্যায়সঙ্গত বিচার করবে যেন শান্তি স্থাপিত হয়।


পাপের দণ্ড, সে তো প্রাপ্য আমাদের, কেন তবে এত অভিযোগ?


প্রভু পরমেশ্বরের অবিচল প্রেম আর অপার করুণা স্থায়ী অনন্তকাল।


মৌন আমি আজ, খুলতে পারি না মুখ, কারণ তুমিই করেছ এ দশা আমার।


মায়ের গর্ভ থেকে শূন্য হাতে আমি এসেছি, শূন্য হাতেই আবার ফিরে যাব। প্রভু পরমেশ্বর দিয়েছিলেন, প্রভুই ফিরিয়ে নিয়েছেন, ধন্য হোক প্রভুর নাম।


আর যদি তিনি আমার উপর রেগে না থাকেন তাহলে তিনি যা ভাল বুঝবেন, আমার প্রতি তা-ই করবেন।


তখন শমুয়েল তাঁকে সব কথা বললেন, কিছুই গোপন করলেন না। এলি বললেন, তিনি প্রভু পরমেশ্বর, তাঁর বিবেচনায় যা ভাল তিনি তাই করুন।


মোশি তখন বললেন, প্রভু বলেছেন, আমার সান্নিধ্যে যারা আসবে, আমার পবিত্রতা ও প্রতাপকে তাদের অবশ্যই সম্ভ্রম করতে হবে। আমার মহিমা অবশ্যই সর্বসমক্ষে স্বীকৃত হবে। এ কথা শুনে হারোণ স্তব্ধ হয়ে গেলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন