Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 38:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 পাতাল করে না তোমার স্তবগান মৃত্যু করে না প্রশংসা তোমার মৃতজন করে না তোমার সত্যের ভরসা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 পাতাল তো তোমার প্রশংসা-গজল করে না; মৃত্যু তোমার প্রশংসা করে না; পাতালবাসীরা তোমার বিশ্বস্ততার অপেক্ষা করে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 কারণ কবর তোমার প্রশংসা করতে পারে না, মৃত্যু করতে পারে না তোমার স্তব; যারা সেই গহ্বরে নেমে যায়, তারা তোমার বিশ্বস্ততার প্রত্যাশা করতে পারে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 পাতাল ত তোমার স্তবগান করে না; মৃত্যু তোমার প্রশংসা করে না; গর্ত্তগামীরা তোমার সত্যের অপেক্ষা করে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 মৃত লোকরা আপনার প্রশংসার গান গায় না। পাতালে লোকরা আপনার প্রশংসা করে না। মৃত লোকরা সাহায্যের জন্য আপনার উপর বিশ্বাস রাখে না। তারা মাটির ভেতরে একটা গর্তে চলে যায়। আর, কখনও কথা বলতে পারে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 কারণ পাতাল তোমার ধন্যবাদ দিতে পারে না; আর মৃত্যুও তোমার প্রশংসা করতে পারে না। যারা গর্তে নামে তারা তোমার বিশ্বাসযোগ্যতার আশা করতে পারে না।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 38:18
12 ক্রস রেফারেন্স  

সর্বশক্তি দিয়ে করে যাও তোমার কর্তব্য, কারণ যেখানে তোমাকে যেতে হবে সেই মৃতলোকে কোনও কাজ নেই, নেই কোনও ভাবনা-চিন্তা, সেখানে কোনও জ্ঞান নেই, নেই কোনও প্রজ্ঞা।


মৃত্যুলোকে কেউ স্মরণ করে না তোমায় পাতালে কেউ করে না তোমার স্তব!


আমার মরণে কিম্বা পাতালগমনে তোমার কি লাভ? মৃতেরা কি তোমার স্তব করতে পারে? বলতে পারে কি, তুমি নির্ভরযোগ্য, পরম বিশ্বস্ত?


এরা যাবে অনন্ত দণ্ড ভোগ করতে, কিন্তু ধার্মিকদের উত্তরণ হবে শাশ্বত জীবনে।


কিন্তু রাজ্যের উত্তরাধিকারীরাই বাইরের অন্ধকারে নিক্ষিপ্ত হবে। সেখানে তারা অনুশোচনা ও আক্ষেপ করবে।


নিজের দুষ্কর্মের ফলেই দুষ্টের পতন হয়, কিন্তু ধার্মিক তার সততার জন্য রক্ষা পায়।


তারা ও তাদের আত্মীয়পরিজন সকলেই জীবন্ত পাতালে প্রবেশ করল এবং তাদের উপরে মাটি আবার জোড়া লেগে গেল। এইভাবেই তারা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেল।


হে প্রভু, আমার আশ্রয়গিরি আমি তোমাকেই ডাকি, বধির হয়ো না আমার ডাকে। যদি তুমি আমায় না দাও সাড়া আমার দশা হবে সেই পাতালগামীর মত।


গুমরে গুমরে কেঁদে আমি ক্লান্ত, নিশীথে নয়ন জলে ভাসে শয্যা আমার, অশ্রুসিক্ত হয় উপাধান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন