Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিশাইয় 38:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 ভেবেছিলাম, জীবনের মধ্যাহ্ন বেলায় চলে যেতে হবে আমায় মৃতলোকে আসবে না ফিরে আর জীবনের দিনগুলি আমার!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আমি বললাম, আমার আয়ুর মধ্যাহ্নে আমি পাতালের তোরণদ্বারে প্রবেশ করবো, আমার অবশিষ্ট বছরগুলো থেকে বঞ্চিত হলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 আমি বললাম, “আমার জীবনের সর্বোৎকৃষ্ট সময়ে আমাকে কি অবশ্যই মৃত্যুর দুয়ারগুলির মধ্য দিয়ে যেতে হবে এবং আমার আয়ুষ্কালের অবশিষ্ট সময় থেকে বঞ্চিত হতে হবে?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আমি বলিলাম, আমার আয়ুর মধ্যাহ্নে আমি পাতালের পুরদ্বারে প্রবেশ করিব, আমার বৎসরশ্রেণীর অবশিষ্টাংশে বঞ্চিত হইলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 আমি মনে মনে বলেছিলাম বৃদ্ধ হবার জন্য বাঁচব। তবে সেই সময়টা ছিল আমার মৃত্যুপথযাত্রী লোকদের মতো পাতালের ফটকে যাওয়ার সময়। এখন আমার সমস্ত সময় আমি সেখানেই অতিবাহিত করব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 আমি বলেছিলাম, আমি বললাম যে আমার জীবনের মাঝখান দিয়ে আমি পাতালের দরজা দিয়ে যাব; আর আমার বাকি বছরগুলো থেকে কি আমাকে সেখানে পাঠানো হবে।

অধ্যায় দেখুন কপি




যিশাইয় 38:10
12 ক্রস রেফারেন্স  

আমরা মনে করেছিলাম, মৃত্যু অবধারিত। কিন্তু এর মধ্য দিয়এ আমরা নিজেদের উপর নয়, যিনি মৃতদের জীবন দান করেন সেই ঈশ্বরের উপরই নিভ3র করতে শিখেছি।


আমি বলি, হে আমার ঈশ্বর, আয়ুর মধ্যভাগে তুমি তুলে নিও না আমায়।


সমস্ত খাদ্যদ্রব্যে তাদের অরুচি হয়, মৃত্যুর দুয়ারে পৌঁছায় তারা।


মনে রেখ শ্বাসবায়ুর মত জীবন আমায় ক্ষণস্থায়ী ফুরিয়ে গেছে আমার জীবনের আনন্দ।


সেই সময় রাজা হিষ্কিয় কঠিন রোগে আক্রান্ত হলেন। তখন তাঁর মরণাপন্ন অবস্থা। আমোসের পুত্র যিশাইয় তাঁকে দেখতে গেলেন এবং তাঁকে বললেন, প্রভু পরমেশ্বর আপনাকে সব কিছুর সুব্যবস্থা করে রাখতে বলেছেন। কারণ আপনি আর সুস্থ হবেন না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হন।


বেঁচে থাকার মত জীবনীশক্তি আমার কতখানি আছে? কিসের আশায়ই বা আমি জীবনধারণ করব?


সর্বশক্তি দিয়ে করে যাও তোমার কর্তব্য, কারণ যেখানে তোমাকে যেতে হবে সেই মৃতলোকে কোনও কাজ নেই, নেই কোনও ভাবনা-চিন্তা, সেখানে কোনও জ্ঞান নেই, নেই কোনও প্রজ্ঞা।


যিহুদীয়ারাজ হিষ্কিয় সুস্থতা লাভ করার পর এই স্তব গানটি রচনা করেছিলেন।


আমি নেমে যাচ্ছিলাম মৃতলোকে, যেখান থেকে বেরিয়ে আসার সকল দুয়ার রুদ্ধ। কিন্তু তবুও হে প্রভু, আমার ঈশ্বর তুমিই আমাকে উদ্ধার করলে অন্ধকূপ থেকে।


প্রভু পরমেশ্বরের ভক্তবৃন্দ, তোমরা ভালবাস তাঁকে। বিশ্বাসীদের তিনি রক্ষা করেন, কিন্তু উদ্ধত যার আচরণ, তাকে দেন সমুচিত শাস্তি।


তোমার রাজত্ব যুগে যুগে স্থায়ী, অতীতে তুমিই স্থাপন করেছ পৃথিবীর ভিত্তিমূল, আকাশমণ্ডলও তোমারই হাতে গড়া।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন